ETV Bharat / bharat

Odisha Train Accident: যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে ডাবল লকিং সিস্টেম চালুর নির্দেশ দিল রেল - ওড়িশা ট্রেন দুর্ঘটনা

ট্রেন দুর্ঘটনা থেকে শিক্ষা রেলওয়ে বোর্ডের ৷ নিরাপত্তা নিশ্চিত করতে ডাবল লকিং সিস্টেমের নির্দেশ দেওয়া হয়েছে ৷ কীভাবে কাজ করবে এই সিস্টেম ? জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন ৷

Etv Bharat
ওড়িশায় ট্রেন দুর্ঘটনার ছবি
author img

By

Published : Jun 11, 2023, 9:49 PM IST

নয়াদিল্লি, 11 জুন: ওড়িশায় ট্রেন দুর্ঘটনার জেরে ডাবল লকিং সিস্টেমের নির্দেশ দিল রেল ৷ সিগনালিং সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়াসে রেলওয়ে বোর্ড শনিবার এমনই নির্দেশ দিয়েছে ৷ সমস্ত সিগনালিং ও প্রোটোকল রক্ষণাবেক্ষণের কাজ শেষে ট্রেনের শব্দ শুরু করার জন্য এই ব্যবস্থার নির্দেশ বলে জানা গিয়েছে ৷

রেলওয়ে অঞ্চলগুলির জন্য নির্দেশাবলীর সিরিজটি তৃতীয় ৷ এই ধরনের আদেশ যা 2 জুন ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় 288 জন যাত্রীর নিহত হওয়ার পর জারি করা হয়েছে ৷

রেলওয়ে বোর্ড পয়েন্ট এই নির্দেশে দিয়েছে ট্র্যাক সার্কিট সিগনাল-সহ ট্রেনের অপারেশনাল যন্ত্রপাতি, রিলে হাট হাউজিং সিগনালিং ও লেভেল ক্রসিং টেলিকমিউনিকেশন সরঞ্জাম-সহ সমস্ত রিলে কক্ষের জন্য ডাবল লকিং ব্যবস্থার নির্দেশ দিয়েছে ৷

বোর্ডের এই নির্দেশে বলা হয়েছে যে, রিলে রুমে অ্যাক্সেসের ফলে সিগনালিং সিস্টেমে হস্তক্ষেপ হয়েছিল ৷ যার ফলে দুর্ভাগ্যজনকভাবে করমণ্ডল এক্সপ্রেস বালাসোরে একটি লুপ লাইনে চলে যায় ৷ যার জন্য সেই লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ৷

রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন যে, ইন্টারলকিং সিস্টেমে কারচুপি যে হয়েছে তা দেখানোর জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে ৷ তাই প্রযুক্তিটি টেম্পার প্রুফ করা হয়েছে ৷ এই ডাবল লকিং মেকানিজম নিশ্চিত করবে যে অনুমতি ছাড়া এই স্থানগুলিতে কেউ প্রবেশ করতে পারবে না ৷

নির্দেশনায় আরও বলা হয়েছে, স্টেশনের ইয়ার্ডে লেভেল ক্রসিং গেট, সিগনালিং রুম ও টেলি যোগাযোগ যন্ত্রপাতিকে রিলে হাট হিসেবে গণ্য করতে হবে ৷ এতে বলা হয়েছে যে, ডাবল লকিং ব্যবস্থা না হওয়া পর্যন্ত বর্তমান একক তালার চাবি স্টেশন মাস্টারের কাছে থাকবে ৷

প্রকৃতপক্ষে, স্টেশন মাস্টার চাবি ইস্যু ও জমা সংক্রান্ত বিষয়টি এন্ট্রি করবেন ৷ নির্দেশে বলা হয়েছে, ডিউটিতে থাকা সহকারী স্টেশন ম্যানেজার কর্তৃক চাবি হস্তান্তর করা বা ফেরত নেওয়ার জন্য প্রফর্মায় এটি কলাম থাকবে ৷ যাতে উল্লেখ করা থাকবে যে, রক্ষণাবেক্ষণ কর্মীরা যে প্রাঙ্গনে চাবিটি নিয়েছিলেন ফিরে আসার পর তাঁরা সঠিকভাবে চাবিটিকে তালাবদ্ধ করেছেন ৷

কর্মকর্তারা আরও জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে দুর্ঘটনাস্থলের কাছে কিছু কাজ চলছিল ৷ ইন্টারলকিং সিস্টেমটি বন্ধ করার ও কাজ শুরু করার জন্য একটি সংযোগ বিচ্ছিন্ন মেমো-সহ একটি পুনঃসংযোগ মেমো যা কাজ শেষ হওয়ার ইঙ্গিত দেয় এমন জিনিস পেয়েছেন স্টেশন ম্যানেজার ৷ কাজ শেষ না হওয়ায় টেকনিশিয়ান সিস্টেমটি বাইপাস করেছেন ৷ তিনি করমণ্ডল এক্সপ্রেসের জন্য সবুজ সংকেত পেতে লোকেশন বক্সের সঙ্গে টেম্পার করেছেন বলে মনে করা হচ্ছে ৷

এছাড়াও, রেলওয়ে বোর্ড সংযোগ বিচ্ছিন্ন-পুনঃসংযোগ প্রোটোকল জারি করেছে যা সিগনাল রক্ষণাবেক্ষণ, মেরামত ও পরিবর্তনের কাজের জন্য অনুসরণ করতে হবে ৷

আরও পড়ুন : ক্যামেরাবন্দি করমণ্ডলে দুর্ঘটনার মুহূর্ত, ভাইরাল শিউরে ওঠার মত ভিডিয়ো

নয়াদিল্লি, 11 জুন: ওড়িশায় ট্রেন দুর্ঘটনার জেরে ডাবল লকিং সিস্টেমের নির্দেশ দিল রেল ৷ সিগনালিং সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়াসে রেলওয়ে বোর্ড শনিবার এমনই নির্দেশ দিয়েছে ৷ সমস্ত সিগনালিং ও প্রোটোকল রক্ষণাবেক্ষণের কাজ শেষে ট্রেনের শব্দ শুরু করার জন্য এই ব্যবস্থার নির্দেশ বলে জানা গিয়েছে ৷

রেলওয়ে অঞ্চলগুলির জন্য নির্দেশাবলীর সিরিজটি তৃতীয় ৷ এই ধরনের আদেশ যা 2 জুন ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় 288 জন যাত্রীর নিহত হওয়ার পর জারি করা হয়েছে ৷

রেলওয়ে বোর্ড পয়েন্ট এই নির্দেশে দিয়েছে ট্র্যাক সার্কিট সিগনাল-সহ ট্রেনের অপারেশনাল যন্ত্রপাতি, রিলে হাট হাউজিং সিগনালিং ও লেভেল ক্রসিং টেলিকমিউনিকেশন সরঞ্জাম-সহ সমস্ত রিলে কক্ষের জন্য ডাবল লকিং ব্যবস্থার নির্দেশ দিয়েছে ৷

বোর্ডের এই নির্দেশে বলা হয়েছে যে, রিলে রুমে অ্যাক্সেসের ফলে সিগনালিং সিস্টেমে হস্তক্ষেপ হয়েছিল ৷ যার ফলে দুর্ভাগ্যজনকভাবে করমণ্ডল এক্সপ্রেস বালাসোরে একটি লুপ লাইনে চলে যায় ৷ যার জন্য সেই লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ৷

রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন যে, ইন্টারলকিং সিস্টেমে কারচুপি যে হয়েছে তা দেখানোর জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে ৷ তাই প্রযুক্তিটি টেম্পার প্রুফ করা হয়েছে ৷ এই ডাবল লকিং মেকানিজম নিশ্চিত করবে যে অনুমতি ছাড়া এই স্থানগুলিতে কেউ প্রবেশ করতে পারবে না ৷

নির্দেশনায় আরও বলা হয়েছে, স্টেশনের ইয়ার্ডে লেভেল ক্রসিং গেট, সিগনালিং রুম ও টেলি যোগাযোগ যন্ত্রপাতিকে রিলে হাট হিসেবে গণ্য করতে হবে ৷ এতে বলা হয়েছে যে, ডাবল লকিং ব্যবস্থা না হওয়া পর্যন্ত বর্তমান একক তালার চাবি স্টেশন মাস্টারের কাছে থাকবে ৷

প্রকৃতপক্ষে, স্টেশন মাস্টার চাবি ইস্যু ও জমা সংক্রান্ত বিষয়টি এন্ট্রি করবেন ৷ নির্দেশে বলা হয়েছে, ডিউটিতে থাকা সহকারী স্টেশন ম্যানেজার কর্তৃক চাবি হস্তান্তর করা বা ফেরত নেওয়ার জন্য প্রফর্মায় এটি কলাম থাকবে ৷ যাতে উল্লেখ করা থাকবে যে, রক্ষণাবেক্ষণ কর্মীরা যে প্রাঙ্গনে চাবিটি নিয়েছিলেন ফিরে আসার পর তাঁরা সঠিকভাবে চাবিটিকে তালাবদ্ধ করেছেন ৷

কর্মকর্তারা আরও জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে দুর্ঘটনাস্থলের কাছে কিছু কাজ চলছিল ৷ ইন্টারলকিং সিস্টেমটি বন্ধ করার ও কাজ শুরু করার জন্য একটি সংযোগ বিচ্ছিন্ন মেমো-সহ একটি পুনঃসংযোগ মেমো যা কাজ শেষ হওয়ার ইঙ্গিত দেয় এমন জিনিস পেয়েছেন স্টেশন ম্যানেজার ৷ কাজ শেষ না হওয়ায় টেকনিশিয়ান সিস্টেমটি বাইপাস করেছেন ৷ তিনি করমণ্ডল এক্সপ্রেসের জন্য সবুজ সংকেত পেতে লোকেশন বক্সের সঙ্গে টেম্পার করেছেন বলে মনে করা হচ্ছে ৷

এছাড়াও, রেলওয়ে বোর্ড সংযোগ বিচ্ছিন্ন-পুনঃসংযোগ প্রোটোকল জারি করেছে যা সিগনাল রক্ষণাবেক্ষণ, মেরামত ও পরিবর্তনের কাজের জন্য অনুসরণ করতে হবে ৷

আরও পড়ুন : ক্যামেরাবন্দি করমণ্ডলে দুর্ঘটনার মুহূর্ত, ভাইরাল শিউরে ওঠার মত ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.