ETV Bharat / bharat

Rahul Gandhi Tweets: 'প্রধানমন্ত্রী, জবাবটা তো দিন ?' আদানির সম্পত্তি নিয়ে মোদিকে ফের তোপ রাহুলের - Rahul Gandhi Tweets

তিনি কি সত্যিই দোষী ? 2 বছরের কারাবাসের সাজা থেকে রেহাই পাবেন ? ফিরবে তাঁর সাংসদ পদ ? আজ সুরাতের আদালত এই রায় দেবে ৷ তার আগে ফের আদানির সম্পত্তি নিয়ে মোদিকে আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷

Rahul Gandhi
রাহুল গান্ধি
author img

By

Published : Apr 20, 2023, 11:46 AM IST

নয়াদিল্লি, 20 এপ্রিল: আদানি বিতর্ক জিইয়ে রাখছেন তিনি ৷ সেই প্রসঙ্গে বৃহস্পতিবার সকালে টুইট করলেন রাহুল গান্ধি ৷ আজ সুরাত আদালতে মোদি-পদবি মামলার রায় ঘোষণা ৷ তার মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শিল্পপতি গৌতম আদানির বিপুল সম্পত্তির কারণ নিয়ে প্রশ্ন করলেন কংগ্রেস নেতা ৷ টুইটারে তাঁর প্রশ্ন, "প্রধানমন্ত্রী, আপনি জবাবটা তো দিন" ৷

তাপমাত্রার পারদ যেমন ঊর্ধ্বমুখী, তেমনই দেশের রাজনীতিরও ৷ 24 জানুয়ারির শেষে হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর থেকে তৎকালীন এশিয়ার সবচেয়ে ধনী শিল্পপতি আদানির সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন লোকসভা সাংসদ রাহুল গান্ধি ৷ সংসদে দাঁড়িয়ে আদানির সঙ্গে মোদির ছবি দেখিয়ে জিজ্ঞাসা করেছিলেন, "প্রধানমন্ত্রী, আপনার সঙ্গে আদানির সম্পর্ক কী ?" এই ইস্যুতে উত্তাল হয়ে ওঠে সংসদ ৷ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে বিরোধীরা আদানি প্রশ্ন তোলে ৷ অন্য়দিকে মোদি সরকার রাহুলের বিরুদ্ধে বিদেশের মাটিতে দেশের নিন্দার অভিযোগ করে ৷

এপ্রিলের শেষে 2019 সালে মোদি-পদবি নিয়ে করা মন্তব্যের জেরে করা মানহানির মামলায় রাহুল গান্ধি সুরাতের ম্যাজিস্ট্রেট আদালতে দোষী সাব্যস্ত হন ৷ এর 24 ঘণ্টার মধ্যে তাঁর সাংসদ পদ কেড়ে নেন অধ্যক্ষ ওম বিড়লা ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মত, আদানি প্রশ্নের জন্যই তাঁর এমন পরিণতি হয়েছে ৷ তাতেও দমেননি রাহুল ৷

  • एयरपोर्ट सेठ के, पोर्ट सेठ के,
    बिजली सेठ की, कोयला सेठ का,
    सड़कें सेठ की, खदानें सेठ की,
    ज़मीन सेठ की, आसमान सेठ का

    सेठ किसका? सेठ ‘साहेब’ का! pic.twitter.com/qUIRYOrtOO

    — Rahul Gandhi (@RahulGandhi) April 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দু'বছরের সাজা মুকুব হবে ? সকাল থেকে দিল্লি তথা দেশের রাজনীতিতে এই নিয়েই চর্চা চলছে ৷ তার মাঝে সকালে একটি টুইট করেন নেতা রাহুল ৷ সেখানে একটি ভিডিয়ো বার্তায় আদানির সম্পত্তির খতিয়ান তুলে ধরেন এবং কীভাবে তা হল, তার জবাব চাইলেন ৷ রাহুল টুইট করে লেখেন, "এয়ারপোর্ট শেঠ কে, পোর্ট শেঠ কে, বিজলি শেঠ কী, কয়লা শেঠ কা, সড়কে শেঠ কী, খাদানো শেঠ কী, জমিন শেঠ কী, আসমান শেঠ কা শেঠ কিসকা ? শেঠ 'সাহেব' কা !" আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিল্পপতি গৌতম আদানির মধ্যে সম্পর্ক নিয়ে জল্পনা উসকে দিলেন সাংসদ পদ হারানো রাহুল গান্ধি ৷

আরও পড়ুন: 'আদানি দুর্নীতির প্রতীক', সেই কোলার থেকেই ফের মোদিকে নিশানা রাহুলের

নয়াদিল্লি, 20 এপ্রিল: আদানি বিতর্ক জিইয়ে রাখছেন তিনি ৷ সেই প্রসঙ্গে বৃহস্পতিবার সকালে টুইট করলেন রাহুল গান্ধি ৷ আজ সুরাত আদালতে মোদি-পদবি মামলার রায় ঘোষণা ৷ তার মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শিল্পপতি গৌতম আদানির বিপুল সম্পত্তির কারণ নিয়ে প্রশ্ন করলেন কংগ্রেস নেতা ৷ টুইটারে তাঁর প্রশ্ন, "প্রধানমন্ত্রী, আপনি জবাবটা তো দিন" ৷

তাপমাত্রার পারদ যেমন ঊর্ধ্বমুখী, তেমনই দেশের রাজনীতিরও ৷ 24 জানুয়ারির শেষে হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর থেকে তৎকালীন এশিয়ার সবচেয়ে ধনী শিল্পপতি আদানির সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন লোকসভা সাংসদ রাহুল গান্ধি ৷ সংসদে দাঁড়িয়ে আদানির সঙ্গে মোদির ছবি দেখিয়ে জিজ্ঞাসা করেছিলেন, "প্রধানমন্ত্রী, আপনার সঙ্গে আদানির সম্পর্ক কী ?" এই ইস্যুতে উত্তাল হয়ে ওঠে সংসদ ৷ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে বিরোধীরা আদানি প্রশ্ন তোলে ৷ অন্য়দিকে মোদি সরকার রাহুলের বিরুদ্ধে বিদেশের মাটিতে দেশের নিন্দার অভিযোগ করে ৷

এপ্রিলের শেষে 2019 সালে মোদি-পদবি নিয়ে করা মন্তব্যের জেরে করা মানহানির মামলায় রাহুল গান্ধি সুরাতের ম্যাজিস্ট্রেট আদালতে দোষী সাব্যস্ত হন ৷ এর 24 ঘণ্টার মধ্যে তাঁর সাংসদ পদ কেড়ে নেন অধ্যক্ষ ওম বিড়লা ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মত, আদানি প্রশ্নের জন্যই তাঁর এমন পরিণতি হয়েছে ৷ তাতেও দমেননি রাহুল ৷

  • एयरपोर्ट सेठ के, पोर्ट सेठ के,
    बिजली सेठ की, कोयला सेठ का,
    सड़कें सेठ की, खदानें सेठ की,
    ज़मीन सेठ की, आसमान सेठ का

    सेठ किसका? सेठ ‘साहेब’ का! pic.twitter.com/qUIRYOrtOO

    — Rahul Gandhi (@RahulGandhi) April 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দু'বছরের সাজা মুকুব হবে ? সকাল থেকে দিল্লি তথা দেশের রাজনীতিতে এই নিয়েই চর্চা চলছে ৷ তার মাঝে সকালে একটি টুইট করেন নেতা রাহুল ৷ সেখানে একটি ভিডিয়ো বার্তায় আদানির সম্পত্তির খতিয়ান তুলে ধরেন এবং কীভাবে তা হল, তার জবাব চাইলেন ৷ রাহুল টুইট করে লেখেন, "এয়ারপোর্ট শেঠ কে, পোর্ট শেঠ কে, বিজলি শেঠ কী, কয়লা শেঠ কা, সড়কে শেঠ কী, খাদানো শেঠ কী, জমিন শেঠ কী, আসমান শেঠ কা শেঠ কিসকা ? শেঠ 'সাহেব' কা !" আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিল্পপতি গৌতম আদানির মধ্যে সম্পর্ক নিয়ে জল্পনা উসকে দিলেন সাংসদ পদ হারানো রাহুল গান্ধি ৷

আরও পড়ুন: 'আদানি দুর্নীতির প্রতীক', সেই কোলার থেকেই ফের মোদিকে নিশানা রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.