ETV Bharat / bharat

Rahul Gandhi ED Appearance : অসুস্থ মায়ের সঙ্গে সময় কাটাতে চান রাহুল, ইডি দফতরে হাজিরা পিছল - ন্যাশনাল হেরাল্ড পত্রিকায় টাকা তছরূপের মামলা

12 জুন থেকে সোনিয়া গান্ধি দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ৷ এদিকে 13-15 জুন লাগাতার ইডি জেরা করেছে রাহুল গান্ধিকে ৷ আজও তদন্তকারী সংস্থার কাছে যাওয়ার কথা ছিল তাঁর ৷ কিন্তু কোভিড আক্রান্ত মায়ের কাছে থাকতে চান তিনি (Rahul Gandhi ED Appearance) ৷

Rahul Gandhi to see Sonia Gandhi
হাসপাতালে মাকে দেখতে যাচ্ছেন রাহুল গান্ধি
author img

By

Published : Jun 17, 2022, 9:38 AM IST

Updated : Jun 17, 2022, 4:10 PM IST

নয়াদিল্লি, 17 জুন : কোভিড আক্রান্ত সোনিয়া গান্ধি এখনও হাসপাতালে ভর্তি ৷ এই অবস্থায় 13-15 জুন টানা তিনদিন ইডি দফতরে হাজিরা দিয়েছেন পুত্র রাহুল ৷ আজ ফের ন্যাশনাল হেরাল্ড পত্রিকায় টাকা তছরূপের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে ডেকে পাঠিয়েছিল ৷ মায়ের অসুস্থতার জন্য তা পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন কংগ্রেস সাংসদ ৷ তাঁর কথা শুনেছে ইডি দফতর ৷ আগামী সপ্তাহে 20 জুন ইডির মুখোমুখি হবেন রাহুল গান্ধি (Rahul Gandhi to appear before ED on 20 June in National Herald case) ৷

কংগ্রেস সাংসদ ইডির তদন্তকারী আধিকারিককে চিঠিতে জানান, তিনি তাঁর অসুস্থ মা সোনিয়া গান্ধির সঙ্গে থাকতে চান ৷ তাই 17 জুন ইডির দফতরে যাওয়া থেকে তাঁকে রেহাই দিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ 2 জুন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির কোভিড সংক্রমণ ধরা পড়ে ৷ 12 জুন তাঁকে দিল্লিতেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ এখনও তিনি সেখানে চিকিৎসাধীন ৷

  • Shri.Rahul Gandhi has written to the ED requesting his Friday appointment there be put off till Monday, since he is tied up with matters relating to his mother's hospitalisation. ED's reply is awaited.

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) June 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ একটি টুইট করে রাহুল গান্ধির ইডির কাছে হাজিরা দেওয়ার দিন বদলের কথা জানিয়েছেন ৷ তিনি সদ্য কংগ্রেসের জনসংযোগের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন ৷ 13-15 জুন পর্যন্ত ইডি প্রায় 30 ঘণ্টা ধরে জেরা করেছে রাহুল গান্ধিকে ৷ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-এর আওতায় তাঁর বয়ান রেকর্ড (Prevention of Money Laundering Act, PMLA) করেছে ইডি ৷

আরও পড়ুন : করোনার রেশ, হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধি

নয়াদিল্লি, 17 জুন : কোভিড আক্রান্ত সোনিয়া গান্ধি এখনও হাসপাতালে ভর্তি ৷ এই অবস্থায় 13-15 জুন টানা তিনদিন ইডি দফতরে হাজিরা দিয়েছেন পুত্র রাহুল ৷ আজ ফের ন্যাশনাল হেরাল্ড পত্রিকায় টাকা তছরূপের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে ডেকে পাঠিয়েছিল ৷ মায়ের অসুস্থতার জন্য তা পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন কংগ্রেস সাংসদ ৷ তাঁর কথা শুনেছে ইডি দফতর ৷ আগামী সপ্তাহে 20 জুন ইডির মুখোমুখি হবেন রাহুল গান্ধি (Rahul Gandhi to appear before ED on 20 June in National Herald case) ৷

কংগ্রেস সাংসদ ইডির তদন্তকারী আধিকারিককে চিঠিতে জানান, তিনি তাঁর অসুস্থ মা সোনিয়া গান্ধির সঙ্গে থাকতে চান ৷ তাই 17 জুন ইডির দফতরে যাওয়া থেকে তাঁকে রেহাই দিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ 2 জুন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির কোভিড সংক্রমণ ধরা পড়ে ৷ 12 জুন তাঁকে দিল্লিতেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ এখনও তিনি সেখানে চিকিৎসাধীন ৷

  • Shri.Rahul Gandhi has written to the ED requesting his Friday appointment there be put off till Monday, since he is tied up with matters relating to his mother's hospitalisation. ED's reply is awaited.

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) June 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ একটি টুইট করে রাহুল গান্ধির ইডির কাছে হাজিরা দেওয়ার দিন বদলের কথা জানিয়েছেন ৷ তিনি সদ্য কংগ্রেসের জনসংযোগের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন ৷ 13-15 জুন পর্যন্ত ইডি প্রায় 30 ঘণ্টা ধরে জেরা করেছে রাহুল গান্ধিকে ৷ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-এর আওতায় তাঁর বয়ান রেকর্ড (Prevention of Money Laundering Act, PMLA) করেছে ইডি ৷

আরও পড়ুন : করোনার রেশ, হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধি

Last Updated : Jun 17, 2022, 4:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.