ETV Bharat / bharat

National Herald Case : আজ ফের ইডির মুখোমুখি রাহুল গান্ধি, বিক্ষোভ ঠেকাতে মধ্য দিল্লিতে 144 ধারা

আজ এ নিয়ে তৃতীয় দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দফতরে যাবেন রাহুল গান্ধি ৷ ইতিমধ্যে কংগ্রেস কর্মীরা প্ল্যাকার্ড হাতে 'রাহুল গান্ধি জিন্দাবাদ' স্লোগান দিয়ে পথে নেমেছেন ৷ একদিকে কংগ্রেস আরও জোরদার বিক্ষোভে নামবার হুঁশিয়ারি দিচ্ছে, অন্যদিকে ইডি যাওয়ার রাস্তায় বিশাল পুলিশবাহিনী, ব়্যাফ নামানো হয়েছে (National Herald Case) ৷

Rahul Gandhi on way to ED
নয়াদিল্লির রাস্তায় রাহুল গান্ধি
author img

By

Published : Jun 15, 2022, 10:15 AM IST

নয়াদিল্লি, 15 জুন : ন্যাশনাল হেরাল্ড পত্রিকার টাকা নয়ছয়ের অভিযোগে আজ তৃতীয় দিন ইডির দফতরে হাজিরা দেবেন রাহুল গান্ধি ৷ এর আগে 13 ও 14 জুন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দফতরে গিয়েছিলেন কংগ্রেস নেতা ৷ সোমবার ইডি তাঁকে 10 ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করে ৷ মঙ্গলবারও দু'দফায় প্রায় 10 ঘণ্টা ধরে সোনিয়া-পুত্রকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা (Rahul Gandhi to appear before ED in National Herald Case for the third consecutive day) ৷

এই জেরার বিরুদ্ধে দিল্লি-সহ দেশজুড়ে আন্দোলনে নামেন কংগ্রেস মন্ত্রী, সাংসদ, বিধায়ক, নেতা, কর্মীরা ৷ দু'দিন মধ্য দিল্লির রাস্তায় বিক্ষোভে নামেন অশোক গেহলট, মল্লিকার্জুন খাড়গে, ভূপেশ বাঘেল, অধীর রঞ্জন চৌধুরীর মতো বর্ষীয়ান কংগ্রেস নেতারা ৷ পরিস্থিতি সামলাতে গিয়ে পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের খণ্ডযুদ্ধ বাধে ৷

  • चुल्लू भर पानी में डूब मरो मोदी सरकार ।

    क्या किसी महिला को ऐसे सड़कों पर घसीटा जाता है?

    क्या किसी सांसद से ये व्यवहार होता है?

    कांग्रेस कार्यालय के बाहर ये शर्मनाक व्यवहार मोदी सरकार की कायरता को दिखाता है। https://t.co/GmOi36dHlE

    — Randeep Singh Surjewala (@rssurjewala) June 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এক মহিলা কংগ্রেস সাংসদকে পুলিশ টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে, এমন ভিডিয়ো পোস্ট করেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা ৷ তিনি লিখেছেন, "মোদি সরকারের ডুবে মরা উচিত ৷ কোনও মহিলাকে এভাবে রাস্তায় টেনে নিয়ে যাওয়া যায় ? কোনও সাংসদের সঙ্গে এমন ব্যবহার করা হয় ? কংগ্রেস কার্যালয়ের বাইরে এ ধরনের লজ্জাজনক ঘটনা মোদি সরকারের কাপুরুষতার পরিচয় ৷" আরেকটি টুইটে তিনি জানান, সোমবার 11 ঘণ্টা ধরে বেআইনি ভাবে প্রায় এক হাজার কংগ্রেস নেতা-নেত্রীকে আটক করে রাখা হয়েছিল ৷ তারপর মঙ্গলবারও 10 ঘণ্টা ধরে বসন্তকুঞ্জ থানা, ফতেহপুর বৈরী থানা, নরেলা থানা, বদরপুর থানা, মন্দির মার্গ থানা, দিল্লির দর্জনো থানায় কংগ্রেসের হাজার কর্মকর্তাদের গ্রেফতার করে রাখা হয়েছে ৷ তাঁর প্রশ্ন, "এঁদের দোষ কী? এই স্বেচ্ছাচারিতা কেন ?"

  • कल 11 घंटे तक हज़ारों कांग्रेसजनों को ग़ैरक़ानूनी तरीक़े से हिरासत में रखा।

    आज फिर 10 घंटे से वसंतकुंज थाने-फ़तेहपुर बेरी थाने-नरेला थाने-बदरपुर थाने-मंदिर मार्ग थाने व दिल्ली के दर्जनों थानों में कांग्रेस के हज़ारों कार्यकर्ता गिरफ़्तार हैं।

    जुर्म क्या है?

    ये तानाशाही क्यों? pic.twitter.com/fOh4gzRG6a

    — Randeep Singh Surjewala (@rssurjewala) June 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ED Grilled Rahul Gandhi: রাহুলকে ইডি'র জিজ্ঞাসাবাদ চলবে, বুধবার ফের তলব

মধ্য দিল্লিতে অবস্থিত ইডি অফিসের দিকে সব রাস্তাগুলি ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে পুলিশ ৷ বিশাল সংখ্যক ব়্যাফ এবং দিল্লি পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ মঙ্গলবার এপিজে আবদুল কালাম রোডে প্রভারতন ভবনে তরুণ কংগ্রেস নেতারা প্রতিবাদ করেন ৷ তাই আজ 144 ধারা জারি করা হয়েছে ৷ কোনও রকম জমায়েত করা যাবে না ৷ এমনকী ইডি-র সদর দফতরের দিকে এই রাস্তাগুলিতেও প্রবেশ নিষিদ্ধ ৷ পুলিশ সব নেতাদের আটক করে এবং আলাদা বাসে তুলে মধ্য দিল্লি থেকে বের করে নিয়ে আসে ৷ মঙ্গলবার কলকাতায় নিজাম প্যালেসের সামনেও বিক্ষোভে দেখায় কংগ্রেস নেতা, কর্মীরা ৷

  • #WATCH | Delhi: Congress workers chant 'Rahul Gandhi zindabad' while holding a protest over the ED probe against him in connection with the National Herald case.

    (Visuals from inside the AICC office) pic.twitter.com/z9fNDA4LJE

    — ANI (@ANI) June 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে মল্লিকার্জুন খাড়গে, পবন বনসলকে ন্যাশনাল হেরাল্ড পত্রিকা মামলায় জিজ্ঞাসাবাদ করে ইডি ৷ 8 জুন সোনিয়া গান্ধিরও হাজিরা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু তিনি কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৷ 23 জুন তাঁকে ডেকে পাঠিয়েছে ইডি ৷ রাহুল এবং সোনিয়া গান্ধির বিরুদ্ধে অর্থ জালিয়াতির পিএমএলএ (Prevention of Money Laundering Act, PMLA) আইনে মামলা দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন : P Chidambaram : দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, পাঁজরে চোট চিদম্বরমের

নয়াদিল্লি, 15 জুন : ন্যাশনাল হেরাল্ড পত্রিকার টাকা নয়ছয়ের অভিযোগে আজ তৃতীয় দিন ইডির দফতরে হাজিরা দেবেন রাহুল গান্ধি ৷ এর আগে 13 ও 14 জুন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দফতরে গিয়েছিলেন কংগ্রেস নেতা ৷ সোমবার ইডি তাঁকে 10 ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করে ৷ মঙ্গলবারও দু'দফায় প্রায় 10 ঘণ্টা ধরে সোনিয়া-পুত্রকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা (Rahul Gandhi to appear before ED in National Herald Case for the third consecutive day) ৷

এই জেরার বিরুদ্ধে দিল্লি-সহ দেশজুড়ে আন্দোলনে নামেন কংগ্রেস মন্ত্রী, সাংসদ, বিধায়ক, নেতা, কর্মীরা ৷ দু'দিন মধ্য দিল্লির রাস্তায় বিক্ষোভে নামেন অশোক গেহলট, মল্লিকার্জুন খাড়গে, ভূপেশ বাঘেল, অধীর রঞ্জন চৌধুরীর মতো বর্ষীয়ান কংগ্রেস নেতারা ৷ পরিস্থিতি সামলাতে গিয়ে পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের খণ্ডযুদ্ধ বাধে ৷

  • चुल्लू भर पानी में डूब मरो मोदी सरकार ।

    क्या किसी महिला को ऐसे सड़कों पर घसीटा जाता है?

    क्या किसी सांसद से ये व्यवहार होता है?

    कांग्रेस कार्यालय के बाहर ये शर्मनाक व्यवहार मोदी सरकार की कायरता को दिखाता है। https://t.co/GmOi36dHlE

    — Randeep Singh Surjewala (@rssurjewala) June 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এক মহিলা কংগ্রেস সাংসদকে পুলিশ টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে, এমন ভিডিয়ো পোস্ট করেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা ৷ তিনি লিখেছেন, "মোদি সরকারের ডুবে মরা উচিত ৷ কোনও মহিলাকে এভাবে রাস্তায় টেনে নিয়ে যাওয়া যায় ? কোনও সাংসদের সঙ্গে এমন ব্যবহার করা হয় ? কংগ্রেস কার্যালয়ের বাইরে এ ধরনের লজ্জাজনক ঘটনা মোদি সরকারের কাপুরুষতার পরিচয় ৷" আরেকটি টুইটে তিনি জানান, সোমবার 11 ঘণ্টা ধরে বেআইনি ভাবে প্রায় এক হাজার কংগ্রেস নেতা-নেত্রীকে আটক করে রাখা হয়েছিল ৷ তারপর মঙ্গলবারও 10 ঘণ্টা ধরে বসন্তকুঞ্জ থানা, ফতেহপুর বৈরী থানা, নরেলা থানা, বদরপুর থানা, মন্দির মার্গ থানা, দিল্লির দর্জনো থানায় কংগ্রেসের হাজার কর্মকর্তাদের গ্রেফতার করে রাখা হয়েছে ৷ তাঁর প্রশ্ন, "এঁদের দোষ কী? এই স্বেচ্ছাচারিতা কেন ?"

  • कल 11 घंटे तक हज़ारों कांग्रेसजनों को ग़ैरक़ानूनी तरीक़े से हिरासत में रखा।

    आज फिर 10 घंटे से वसंतकुंज थाने-फ़तेहपुर बेरी थाने-नरेला थाने-बदरपुर थाने-मंदिर मार्ग थाने व दिल्ली के दर्जनों थानों में कांग्रेस के हज़ारों कार्यकर्ता गिरफ़्तार हैं।

    जुर्म क्या है?

    ये तानाशाही क्यों? pic.twitter.com/fOh4gzRG6a

    — Randeep Singh Surjewala (@rssurjewala) June 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ED Grilled Rahul Gandhi: রাহুলকে ইডি'র জিজ্ঞাসাবাদ চলবে, বুধবার ফের তলব

মধ্য দিল্লিতে অবস্থিত ইডি অফিসের দিকে সব রাস্তাগুলি ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে পুলিশ ৷ বিশাল সংখ্যক ব়্যাফ এবং দিল্লি পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ মঙ্গলবার এপিজে আবদুল কালাম রোডে প্রভারতন ভবনে তরুণ কংগ্রেস নেতারা প্রতিবাদ করেন ৷ তাই আজ 144 ধারা জারি করা হয়েছে ৷ কোনও রকম জমায়েত করা যাবে না ৷ এমনকী ইডি-র সদর দফতরের দিকে এই রাস্তাগুলিতেও প্রবেশ নিষিদ্ধ ৷ পুলিশ সব নেতাদের আটক করে এবং আলাদা বাসে তুলে মধ্য দিল্লি থেকে বের করে নিয়ে আসে ৷ মঙ্গলবার কলকাতায় নিজাম প্যালেসের সামনেও বিক্ষোভে দেখায় কংগ্রেস নেতা, কর্মীরা ৷

  • #WATCH | Delhi: Congress workers chant 'Rahul Gandhi zindabad' while holding a protest over the ED probe against him in connection with the National Herald case.

    (Visuals from inside the AICC office) pic.twitter.com/z9fNDA4LJE

    — ANI (@ANI) June 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে মল্লিকার্জুন খাড়গে, পবন বনসলকে ন্যাশনাল হেরাল্ড পত্রিকা মামলায় জিজ্ঞাসাবাদ করে ইডি ৷ 8 জুন সোনিয়া গান্ধিরও হাজিরা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু তিনি কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৷ 23 জুন তাঁকে ডেকে পাঠিয়েছে ইডি ৷ রাহুল এবং সোনিয়া গান্ধির বিরুদ্ধে অর্থ জালিয়াতির পিএমএলএ (Prevention of Money Laundering Act, PMLA) আইনে মামলা দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন : P Chidambaram : দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, পাঁজরে চোট চিদম্বরমের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.