ETV Bharat / bharat

কৃষকদের ট্রাক্টর মিছিল নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের - কংগ্রেস নেতা

রাহুল গান্ধি তাঁর টুইটে লেখেন, ‘‘মোদি সরকার 60 জন আন্দোলকারী কৃষকের মৃত্য়ুতে লজ্জিত নয়, কিন্তু তাঁদের ট্রাক্টর মিছিলে বিব্রতবোধ করছে সরকার ৷’’ প্রসঙ্গত আগামী 26 জ়ানুয়ারি সাধারণতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিলের আগে, গত 7 জানুয়ারি একটি অনুশীলন মিছিলের আয়োজন করে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি ৷ দিল্লির সীমানায় সেই মিছিল করেন কৃষকরা ৷

rahul-gandhi-takes-a-dig-at-centre-over-farmers-death-tractor-rally
কৃষকদের ট্রাক্টর মিছিল নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধীর
author img

By

Published : Jan 13, 2021, 7:42 PM IST

দিল্লি, 13 জানুয়ারি : দিল্লির সীমানায় কৃষক আন্দোলন নিয়ে আবারও কেন্দ্র সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ তাঁর কথায়, আন্দোলনরত অবস্থায় মৃত 60 কৃষকের মৃত্য়ু কেন্দ্র সরকারকে বিব্রত করে না ৷ তবে, 26 জানুয়ারি কৃষকদের ট্রাক্টর মিছিল সরকারকে বিব্রত করছে ৷ আজ এভাবেই কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিলেন রাহুল ৷ নিজের টুইটারে এই পোস্টটি করেন কংগ্রেস নেতা তথা সাংসদ ৷

রাহুল গান্ধী তাঁর টুইটে লেখেন, ‘‘মোদি সরকার 60 জন আন্দোলকারী কৃষকের মৃত্য়ুতে লজ্জিত নয়, কিন্তু তাঁদের ট্রাক্টর মিছিলে বিব্রতবোধ করছে সরকার ৷’’ প্রসঙ্গত আগামী 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিলের আগে, গত 7 জ়ানুয়ারি একটি অনুশীলন মিছিলের আয়োজন করে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি ৷ দিল্লির সীমানায় সেই মিছিল করেন কৃষকরা ৷ তবে, গতকাল সুপ্রিম কোর্ট নয়া কৃষি আইনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ৷ একই সঙ্গে সরকারকে একটি কমিটি গঠন করে, আইনটি নিয়ে আলোচনা করে দু’মাসের মধ্য়ে একটি রিপোর্ট জমা করতে নির্দেশ দিয়েছে ৷

আরও পড়ুন : ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’র আওতায় প্রচুর কৃষক এসেছেন, কমেছে বিপদের ঝুঁকি : মোদি

সেই কমিটিকে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের আপত্তি ও সমস্য়া সম্পর্কে জানতে বলেছে শীর্ষ আদালত ৷ যে বৈঠক 10 দিনের মধ্য়ে করার নির্দেশ দিয়েছে আদালত ৷ গত 26 নভেম্বর থেকে দিল্লির একাধিক প্রবেশপথে অবস্থান বিক্ষোভে বসেছেন কৃষকরা ৷

দিল্লি, 13 জানুয়ারি : দিল্লির সীমানায় কৃষক আন্দোলন নিয়ে আবারও কেন্দ্র সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ তাঁর কথায়, আন্দোলনরত অবস্থায় মৃত 60 কৃষকের মৃত্য়ু কেন্দ্র সরকারকে বিব্রত করে না ৷ তবে, 26 জানুয়ারি কৃষকদের ট্রাক্টর মিছিল সরকারকে বিব্রত করছে ৷ আজ এভাবেই কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিলেন রাহুল ৷ নিজের টুইটারে এই পোস্টটি করেন কংগ্রেস নেতা তথা সাংসদ ৷

রাহুল গান্ধী তাঁর টুইটে লেখেন, ‘‘মোদি সরকার 60 জন আন্দোলকারী কৃষকের মৃত্য়ুতে লজ্জিত নয়, কিন্তু তাঁদের ট্রাক্টর মিছিলে বিব্রতবোধ করছে সরকার ৷’’ প্রসঙ্গত আগামী 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিলের আগে, গত 7 জ়ানুয়ারি একটি অনুশীলন মিছিলের আয়োজন করে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি ৷ দিল্লির সীমানায় সেই মিছিল করেন কৃষকরা ৷ তবে, গতকাল সুপ্রিম কোর্ট নয়া কৃষি আইনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ৷ একই সঙ্গে সরকারকে একটি কমিটি গঠন করে, আইনটি নিয়ে আলোচনা করে দু’মাসের মধ্য়ে একটি রিপোর্ট জমা করতে নির্দেশ দিয়েছে ৷

আরও পড়ুন : ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’র আওতায় প্রচুর কৃষক এসেছেন, কমেছে বিপদের ঝুঁকি : মোদি

সেই কমিটিকে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের আপত্তি ও সমস্য়া সম্পর্কে জানতে বলেছে শীর্ষ আদালত ৷ যে বৈঠক 10 দিনের মধ্য়ে করার নির্দেশ দিয়েছে আদালত ৷ গত 26 নভেম্বর থেকে দিল্লির একাধিক প্রবেশপথে অবস্থান বিক্ষোভে বসেছেন কৃষকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.