নয়াদিল্লি, 16 ডিসেম্বর: সংসদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় ঘুরপথে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। বেকারত্ব ও মূল্যবদ্ধির জেরেই এই ঘটনা বলে মনে করেন ওয়ানডের সাংসদ। দিল্লিতে শনিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন,"সংসদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। কিন্তু কেন হয়েছে সেটা জানা জরুরি। দেশের কাছে এখন সবথেকে বড় সমস্যা বেকারত্ব ও মূল্যবদ্ধি। এই দুটি কারণে সংসদে এমন ঘটনা ঘটেছে।"
সংসদে হামলার পর বেশ কয়েকটি দিন পেরিয়েছে। বিরোধী দলগুলি মনে করছে, সরকার সংসদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি বলেই এমন ঘটনা। অন্যদিকে,বসে নেই শাসক শিবিরও। বিজেপির দাবি, হামলার ঘটনাকে হাতিয়ার করে বিরোধীরা সংসদকে অচল করতে চাইছে। আর সেই কারণে রাজ্যসভার তৃণমূলের দলনেতা ডেরেক ও'ব্রায়েন ছাড়া আরও বেশ কয়েকজনকে চলতি অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে।
পাশাপাশি, এই ইস্যুতে বিরোধী দলগুলিকে অন্যভাবেও চাপে রাখতে চাইছে বিজেপি। হামলার মাস্টারমাইন্ড ললিত ঝায়ের সঙ্গে প্রবীণ তৃণমূল বিধায়ক তাপস রায়ের ছবি প্রকাশ্যে এনেছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এ নিয়ে সরাসরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর দাবি, তাপসের সঙ্গে ললিতের যোগাযোগ প্রকাশ্যে আসার পর মমতা চুপ করে বসে থাকতে পারেন না। তাঁকে বিবৃতি দিতেই হবে। যদিও সংবাদমাধ্যমে ললিতের সঙ্গে যোগাযোগের বিষয়টি অস্বীকার করেছেন শাসক নেতা। এমনই উত্তেজক রাজনৈতিক আবহে সরব হলেন রাহুল। সংসদে হামলার জন্য সরাসরি দায়ী করলেন কেন্দ্রীয় সরকাররকেই। রাহুলের এই বক্তব্য নিয়ে বিজেপি কী প্রতিক্রিয়া দেয় সেটাই এখন দেখার।
আরও পড়ুন: