ETV Bharat / bharat

Rahul Gandhi Slams PM Modi: মণিপুর জ্বলছে আর সংসদে দাঁড়িয়ে 'জোকস' প্রধানমন্ত্রীর, তীব্র আক্রমণ রাহুলের - রাহুল গান্ধি

দেশের একাধিক প্রধানমন্ত্রীকে তিনি দেখেছেন ৷ কিন্তু নরেন্দ্র মোদির মতো এতটা অসংবেদনশীল প্রধানমন্ত্রী দেখেননি বলে চরম কটাক্ষ করলেন রাহুল গান্ধি ৷ মণিপুর নিয়েও একহাত নিলেন মোদিকে ।

Etv Bharat
রাহুল গান্ধি
author img

By

Published : Aug 11, 2023, 3:43 PM IST

Updated : Aug 11, 2023, 5:42 PM IST

নয়াদিল্লি, 11 অগস্ট: মণিপুর জ্বলছে, আর সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হেসে 'জোকস' বলছেন ৷ এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ একই সঙ্গে, মণিপুরে যে ঘটনা ঘটেছে বা ঘটছে তা তাঁর 19 বছরের রাজনীতিতে দেখেননি বা শোনেননি বলেও দাবি করেন রাহুল গান্ধি ৷ শুক্রবার রাহুল বলেন, "বিষয় কংগ্রেস বা আমি ছিলাম না ৷ বিষয় ছিল মণিপুর ৷ কিন্তু তাঁর দুই ঘণ্টা 13 মিনিটের বক্তব্যে মাত্র দুই মিনিট মণিপুর নিয়ে বলেছেন ৷ সংসদে প্রধানমন্ত্রীর আচরণ লজ্জাজনক ৷ ভারতের প্রধানমন্ত্রীর এটা শোভা পায় না ৷"

বৃহস্পতিবারই অনাস্থা প্রস্তাবের উপর সংসদে জবাবি ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেদিনও অবশ্য মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্যের দাবিতে লোকসভায় হট্টগোলের পর ওয়াক আউট করেন কংগ্রেস সাংসদরা ৷ তারপর অবশ্য মণিপুর নিয়ে সংসদে নিজের বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ৷ আর প্রধানমন্ত্রীর সেই আচরণ নিয়েই শনিবার প্রশ্ন তোলেন রাহুল গান্ধি ৷ এদিন কংগ্রেস সাংসদ বলেন, "মণিপুরে কয়েকমাস ধরে আগুন জ্বলছে ৷ মণিপুর জ্বলছে আর প্রধানমন্ত্রী হেসে হেসে সংসদে কথা বলছেন ৷ মণিপুর নিয়ে মজা করা ঠিক নয় ৷ গতকাল যেভাবে সংসদে প্রধানমন্ত্রী হেসে হেসে কথা বলেছেন তা দেখে আমি বিস্মিত ৷ দেশের প্রধানমন্ত্রী এমন আচরণ কীভাবে করলেন সংসদে ?"

  • #WATCH | Congress MP Rahul Gandhi says, "Yesterday the PM spoke in Parliament for about 2 hours 13 minutes. In the end, he spoke on Manipur for 2 minutes. Manipur has been burning for months, people are being killed, rapes are happening but the PM was laughing, cracking jokes. It… pic.twitter.com/WEPYNoGe2X

    — ANI (@ANI) August 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মণিপুর নিয়ে মোদিতে আস্থা মার্কিন গায়িকা মেরি মিলবেনের

এখানেই শেষ নয়, রাহুল জানান, দুই ঘণ্টা 13 মিনিটের বক্তব্যে মাত্র দুই মিনিট মণিপুর নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "দেশে কী হচ্ছে জানেনই না প্রধানমন্ত্রী ৷ ভাষণ তো কংগ্রেস বা আমার উপর ছিল না ৷ প্রশ্ন এটাও ছিল না যে, 2024 সালে মোদি প্রধানমন্ত্রী হবেন কি না, প্রশ্ন ছিল মণিপুর জ্বলছে ৷ এসব বলার জন্য প্রধানমন্ত্রী জনসভায় বলতেই পারতেন ৷ সংসদে লজ্জাহীনভাবে হাসছেন প্রধানমন্ত্রী ৷" অন্যদিকে, তাঁর 37 মিনিটের ভাষণের সময় সংসদ টিভিতে 15 মিনিট দেখানো হয়েছে রাহুল গান্ধিকে ৷ তা নিয়ে প্রশ্ন করা হলে কটাক্ষের সুরে রাহুল বলেন, "আমার ছবি টিভিতে হয়তো দেখতে চান না প্রধানমন্ত্রী ৷ এদিকে আমার ভিডিয়ো দেখেন, অথচ টিভিতে হয়তো দেখতে রাজি নন তিনি ৷"

নয়াদিল্লি, 11 অগস্ট: মণিপুর জ্বলছে, আর সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হেসে 'জোকস' বলছেন ৷ এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ একই সঙ্গে, মণিপুরে যে ঘটনা ঘটেছে বা ঘটছে তা তাঁর 19 বছরের রাজনীতিতে দেখেননি বা শোনেননি বলেও দাবি করেন রাহুল গান্ধি ৷ শুক্রবার রাহুল বলেন, "বিষয় কংগ্রেস বা আমি ছিলাম না ৷ বিষয় ছিল মণিপুর ৷ কিন্তু তাঁর দুই ঘণ্টা 13 মিনিটের বক্তব্যে মাত্র দুই মিনিট মণিপুর নিয়ে বলেছেন ৷ সংসদে প্রধানমন্ত্রীর আচরণ লজ্জাজনক ৷ ভারতের প্রধানমন্ত্রীর এটা শোভা পায় না ৷"

বৃহস্পতিবারই অনাস্থা প্রস্তাবের উপর সংসদে জবাবি ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেদিনও অবশ্য মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্যের দাবিতে লোকসভায় হট্টগোলের পর ওয়াক আউট করেন কংগ্রেস সাংসদরা ৷ তারপর অবশ্য মণিপুর নিয়ে সংসদে নিজের বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ৷ আর প্রধানমন্ত্রীর সেই আচরণ নিয়েই শনিবার প্রশ্ন তোলেন রাহুল গান্ধি ৷ এদিন কংগ্রেস সাংসদ বলেন, "মণিপুরে কয়েকমাস ধরে আগুন জ্বলছে ৷ মণিপুর জ্বলছে আর প্রধানমন্ত্রী হেসে হেসে সংসদে কথা বলছেন ৷ মণিপুর নিয়ে মজা করা ঠিক নয় ৷ গতকাল যেভাবে সংসদে প্রধানমন্ত্রী হেসে হেসে কথা বলেছেন তা দেখে আমি বিস্মিত ৷ দেশের প্রধানমন্ত্রী এমন আচরণ কীভাবে করলেন সংসদে ?"

  • #WATCH | Congress MP Rahul Gandhi says, "Yesterday the PM spoke in Parliament for about 2 hours 13 minutes. In the end, he spoke on Manipur for 2 minutes. Manipur has been burning for months, people are being killed, rapes are happening but the PM was laughing, cracking jokes. It… pic.twitter.com/WEPYNoGe2X

    — ANI (@ANI) August 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মণিপুর নিয়ে মোদিতে আস্থা মার্কিন গায়িকা মেরি মিলবেনের

এখানেই শেষ নয়, রাহুল জানান, দুই ঘণ্টা 13 মিনিটের বক্তব্যে মাত্র দুই মিনিট মণিপুর নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "দেশে কী হচ্ছে জানেনই না প্রধানমন্ত্রী ৷ ভাষণ তো কংগ্রেস বা আমার উপর ছিল না ৷ প্রশ্ন এটাও ছিল না যে, 2024 সালে মোদি প্রধানমন্ত্রী হবেন কি না, প্রশ্ন ছিল মণিপুর জ্বলছে ৷ এসব বলার জন্য প্রধানমন্ত্রী জনসভায় বলতেই পারতেন ৷ সংসদে লজ্জাহীনভাবে হাসছেন প্রধানমন্ত্রী ৷" অন্যদিকে, তাঁর 37 মিনিটের ভাষণের সময় সংসদ টিভিতে 15 মিনিট দেখানো হয়েছে রাহুল গান্ধিকে ৷ তা নিয়ে প্রশ্ন করা হলে কটাক্ষের সুরে রাহুল বলেন, "আমার ছবি টিভিতে হয়তো দেখতে চান না প্রধানমন্ত্রী ৷ এদিকে আমার ভিডিয়ো দেখেন, অথচ টিভিতে হয়তো দেখতে রাজি নন তিনি ৷"

Last Updated : Aug 11, 2023, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.