ETV Bharat / bharat

Rahul Gandhi: আদানিরা কয়লা আমদানিতে বেশি টাকা নেওয়ায় বিদ্যুতের দাম বেড়েছে, অভিযোগ রাহুলের - কংগ্রেস

Rahul Gandhi Slams Adani Group: আদানি গ্রুপের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ৷ সেখানে দাবি করা হয়েছে, কয়লা আমদানি করে বেশি টাকা নেয় আদানিরা ৷ বুধবার এই নিয়ে আদানিদের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ তাঁর অভিযোগ, আদানিরা কয়লা আমদানিতে বেশি টাকা নেওয়ায় বিদ্যুতের দাম বেড়েছে ৷

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By PTI

Published : Oct 18, 2023, 3:34 PM IST

নয়াদিল্লি, 18 অক্টোবর: ফের আদানি গ্রুপের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ বুধবার তিনি অভিযোগ করেছেন, কয়লা আমদানির ক্ষেত্রে বেশি টাকা নিয়ে দেশে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে আদানি গ্রুপ ৷ এইভাবে সাধারণ মানুষের প্রায় 12 হাজার কোটি টাকা তাদের কাছে চলে গিয়েছে ৷ সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনকে সামনে রেখেই তিনি এই অভিযোগ করেছেন ৷

এ দিন নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে এক সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধি ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেন ৷ এই ইস্যুতে তিনি আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) এই ইস্যুতে নীরব কেন ? আমি শুধু প্রধানমন্ত্রীকে সাহায্য করছি এবং তাঁকে এই নিয়ে তদন্ত শুরু করে তাঁর বিশ্বাসযোগ্যতা রক্ষা করতে বলছি ৷"

কংগ্রেসের প্রাক্তন সভাপতি এ দিন সাংবাদিক বৈঠকে একটি সংবাদপত্রের প্রতিবেদন তুলে ধরেন ৷ সেখানে দাবি করা হয়েছে, আদানি গ্রুপ বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিলিয়ন ডলারের কয়লা আমদানি করেছে বলে মনে করা হচ্ছে । রাহুলের দাবি, আদানিরা ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করে নিয়ে আসে ৷ তার পর ভারতে তার দাম দ্বিগুন করে দেখায় বলে ওই প্রতিবেদনে প্রকাশিত হয়েছে ৷

রাহুলের আরও দাবি, এর জেরে দেশে বিদ্যুতের দাম বেড়েছে ৷ সাধারণ মানুষকে অনেক বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে৷ এভাবে সাধারণ মানুষের থেকে 12 হাজার কোটি টাকা আদানিরা নিয়ে নিয়েছে ৷ কংগ্রেসের এই সাংসদের আরও দাবি, বিশ্বের অন্য যেকোনও দেশে এই ধরনের খবরের জেরে সরকার পতন হয়ে যেত ৷ কিন্তু ভারতে এই নিয়ে কোনও পদক্ষেপ করা হবে না ৷ কেন আদানিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সেই ব্যাখ্যাও এ দিন ওই সাংবাদিক বৈঠক থেকে দিয়েছেন রাহুল গান্ধি ৷ তিনি বলেন, ‘‘সরকার আদানিদের সম্পূর্ণ সুরক্ষা দিচ্ছে ৷ সবাই জানে এর পিছনে কার ক্ষমতা রয়েছে ৷’’

উল্লেখ্য, শিল্পপতি গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে এর আগে বিরোধী রাজনৈতিক দলগুলি বহু অভিযোগ তুলেছে ৷ চলতি বছরের শুরুতে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গের একটি রিপোর্টের ভিত্তিতে ব্যাপক হইচই করে বিরোধীরা ৷ সেখানে আদানিদের বিরুদ্ধে শেয়ারবাজারে দামের হেরফের ঘটনোর অভিযোগ তোলা হয় ৷ এই নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্তের দাবি চলতি বছরের বাজেট অধিবেশন অচল করে দিয়েছিল বিরোধীরা ৷ যদিও আদানিরা তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: দেশের 60 শতাংশের প্রতিনিধিত্ব করছে ‘ইন্ডিয়া’ জোট, দাবি রাহুল গান্ধির

নয়াদিল্লি, 18 অক্টোবর: ফের আদানি গ্রুপের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ বুধবার তিনি অভিযোগ করেছেন, কয়লা আমদানির ক্ষেত্রে বেশি টাকা নিয়ে দেশে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে আদানি গ্রুপ ৷ এইভাবে সাধারণ মানুষের প্রায় 12 হাজার কোটি টাকা তাদের কাছে চলে গিয়েছে ৷ সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনকে সামনে রেখেই তিনি এই অভিযোগ করেছেন ৷

এ দিন নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে এক সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধি ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেন ৷ এই ইস্যুতে তিনি আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) এই ইস্যুতে নীরব কেন ? আমি শুধু প্রধানমন্ত্রীকে সাহায্য করছি এবং তাঁকে এই নিয়ে তদন্ত শুরু করে তাঁর বিশ্বাসযোগ্যতা রক্ষা করতে বলছি ৷"

কংগ্রেসের প্রাক্তন সভাপতি এ দিন সাংবাদিক বৈঠকে একটি সংবাদপত্রের প্রতিবেদন তুলে ধরেন ৷ সেখানে দাবি করা হয়েছে, আদানি গ্রুপ বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিলিয়ন ডলারের কয়লা আমদানি করেছে বলে মনে করা হচ্ছে । রাহুলের দাবি, আদানিরা ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করে নিয়ে আসে ৷ তার পর ভারতে তার দাম দ্বিগুন করে দেখায় বলে ওই প্রতিবেদনে প্রকাশিত হয়েছে ৷

রাহুলের আরও দাবি, এর জেরে দেশে বিদ্যুতের দাম বেড়েছে ৷ সাধারণ মানুষকে অনেক বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে৷ এভাবে সাধারণ মানুষের থেকে 12 হাজার কোটি টাকা আদানিরা নিয়ে নিয়েছে ৷ কংগ্রেসের এই সাংসদের আরও দাবি, বিশ্বের অন্য যেকোনও দেশে এই ধরনের খবরের জেরে সরকার পতন হয়ে যেত ৷ কিন্তু ভারতে এই নিয়ে কোনও পদক্ষেপ করা হবে না ৷ কেন আদানিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সেই ব্যাখ্যাও এ দিন ওই সাংবাদিক বৈঠক থেকে দিয়েছেন রাহুল গান্ধি ৷ তিনি বলেন, ‘‘সরকার আদানিদের সম্পূর্ণ সুরক্ষা দিচ্ছে ৷ সবাই জানে এর পিছনে কার ক্ষমতা রয়েছে ৷’’

উল্লেখ্য, শিল্পপতি গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে এর আগে বিরোধী রাজনৈতিক দলগুলি বহু অভিযোগ তুলেছে ৷ চলতি বছরের শুরুতে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গের একটি রিপোর্টের ভিত্তিতে ব্যাপক হইচই করে বিরোধীরা ৷ সেখানে আদানিদের বিরুদ্ধে শেয়ারবাজারে দামের হেরফের ঘটনোর অভিযোগ তোলা হয় ৷ এই নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্তের দাবি চলতি বছরের বাজেট অধিবেশন অচল করে দিয়েছিল বিরোধীরা ৷ যদিও আদানিরা তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: দেশের 60 শতাংশের প্রতিনিধিত্ব করছে ‘ইন্ডিয়া’ জোট, দাবি রাহুল গান্ধির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.