ETV Bharat / bharat

Rahul Slams PM Modi on Adani Issue: সংসদে আলোচনা এড়াতে সবরকম চেষ্টা করবেন প্রধানমন্ত্রী, অভিযোগ রাহুলের - যৌথ সংসদীয় দল

আদানি ইস্যুতে সংসদে আলোচনা চায় বিরোধীরা ৷ সোমবারও এই নিয়ে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস-সহ বিরোধীরা ৷ তবে রাহুল গান্ধির দাবি, সংসদে আলোচনা এড়াতে সবরকম চেষ্টা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Rahul Gandhi Slams PM Modi on Adani issue) ৷

Rahul Slams PM Modi on Adani Issue
Rahul Slams PM Modi on Adani Issue
author img

By

Published : Feb 6, 2023, 4:39 PM IST

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: আদানি বিতর্কে (Adani Controversy) এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ তাঁর দাবি, সংসদে এই ইস্যুতে আলোচনা আটকাতে সবরকম প্রচেষ্টা করবেন প্রধানমন্ত্রী ৷ একই সঙ্গে তিনি দেশের কোটিপতি ব্যবসায়ী গৌতম আদানির (Gautam Adani) শক্তির নেপথ্যে কী রয়েছে, তা প্রকাশ্যে আনার দাবি তুলেছেন ৷

রাহুল গান্ধি বলেন, "সংসদে আদানিজি নিয়ে আলোচনা এড়াতে মোদিজি তাঁর যথাসাধ্য চেষ্টা করবেন । এর একটা কারণ আছে এবং আপনি সেটা জানেন । আমি চাই আদানি ইস্যুতে আলোচনা হোক এবং সত্য বেরিয়ে আসুক । যে দুর্নীতি হয়েছে তা বেরিয়ে আসা উচিত । দেশের জানা উচিত আদানির পিছনে কী শক্তি রয়েছে ।’’ তিনি আরও বলেন, "কয়েক বছর ধরে, আমি সরকার ও 'হাম দো, হামারে দো' নিয়ে কথা বলে চলেছি । সরকার আদানিজি নিয়ে সংসদে আলোচনা করতে চায় না ও ভয় পায় । সরকারের উচিত সংসদে ও সেখানে আলোচনার অনুমতি দেওয়া। সেটা এড়াতে চেষ্টা করা হবে ৷"

এখানে উল্লেখ করা প্রয়োজন, চলতি বছরের জানুয়ারির শেষদিক থেকে আদানি বিতর্ক মাথাচাড়া দিয়েছে ৷ যার মূলে রয়েছে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গের রিসার্চের (Hindenburg Research) একটি রিপোর্ট ৷ সেখানে বলা হয়েছে, শেয়ারের দরে জালিয়াতি করেছে আদানি গোষ্ঠী (Adani Group) ৷ এই খবর সামনে আসার পর থেকে আদানিদের শেয়ারের দর পড়তে শুরু করে ৷ যার জেরে ধাক্কা খায় শেয়ার বাজার ৷

এই পরিস্থিতিতে আরও একবার মোদি সরকারকেই (Modi Government) কাঠগড়ায় তোলে বিরোধীরা ৷ কারণ, মোদি সরকারের আমলে গৌতম আদানির ব্যবসা ব্যাপকভাবে বেড়েছে বলে বিরোধীরা বহুবার অভিযোগ করেছে ৷ তাই এই নিয়ে সংসদে আলোচনা চেয়ে সরব হয়েছে বিরোধীরা ৷ সেই বিক্ষোভের নেতৃত্বে রয়েছে কংগ্রেস (Congress) ৷ সেখানে ইতিমধ্যে অনেক বিরোধী দল যোগ দিয়েছে ৷

এবার রাহুল গান্ধিও এই নিয়ে মুখ খুললেন ৷ বিরোধীরা এই ইস্যুতে আলোচনা চেয়েছে সংসদে ৷ যার অনুমতি এখনও সরকার দেয়নি ৷ ফলে গত বৃহস্পতি ও শুক্রবারের মতো সোমবারও অচল রইল সংসদ ৷ আর এই আলোচনা ঠেকাতেই প্রধানমন্ত্রী সবরকম চেষ্টা করবে বলে এদিন দাবি করলেন রাহুল গান্ধি ৷ তবে শুধু আলোচনা নয়, কংগ্রেসের তরফে এই ঘটনায় যৌথ সংসদীয় দল (JPC) গড়ে অথবা সুপ্রিম কোর্টের (Supreme Court) তত্ত্ববধানে তদন্তের দাবি তোলা হয়েছে ৷

আরও পড়ুন: আদানিদের বিরুদ্ধে জেপিসি গঠনের দাবিতে গান্ধিমূর্তির পাদদেশে ধরনায় বিরোধীরা

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: আদানি বিতর্কে (Adani Controversy) এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ তাঁর দাবি, সংসদে এই ইস্যুতে আলোচনা আটকাতে সবরকম প্রচেষ্টা করবেন প্রধানমন্ত্রী ৷ একই সঙ্গে তিনি দেশের কোটিপতি ব্যবসায়ী গৌতম আদানির (Gautam Adani) শক্তির নেপথ্যে কী রয়েছে, তা প্রকাশ্যে আনার দাবি তুলেছেন ৷

রাহুল গান্ধি বলেন, "সংসদে আদানিজি নিয়ে আলোচনা এড়াতে মোদিজি তাঁর যথাসাধ্য চেষ্টা করবেন । এর একটা কারণ আছে এবং আপনি সেটা জানেন । আমি চাই আদানি ইস্যুতে আলোচনা হোক এবং সত্য বেরিয়ে আসুক । যে দুর্নীতি হয়েছে তা বেরিয়ে আসা উচিত । দেশের জানা উচিত আদানির পিছনে কী শক্তি রয়েছে ।’’ তিনি আরও বলেন, "কয়েক বছর ধরে, আমি সরকার ও 'হাম দো, হামারে দো' নিয়ে কথা বলে চলেছি । সরকার আদানিজি নিয়ে সংসদে আলোচনা করতে চায় না ও ভয় পায় । সরকারের উচিত সংসদে ও সেখানে আলোচনার অনুমতি দেওয়া। সেটা এড়াতে চেষ্টা করা হবে ৷"

এখানে উল্লেখ করা প্রয়োজন, চলতি বছরের জানুয়ারির শেষদিক থেকে আদানি বিতর্ক মাথাচাড়া দিয়েছে ৷ যার মূলে রয়েছে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গের রিসার্চের (Hindenburg Research) একটি রিপোর্ট ৷ সেখানে বলা হয়েছে, শেয়ারের দরে জালিয়াতি করেছে আদানি গোষ্ঠী (Adani Group) ৷ এই খবর সামনে আসার পর থেকে আদানিদের শেয়ারের দর পড়তে শুরু করে ৷ যার জেরে ধাক্কা খায় শেয়ার বাজার ৷

এই পরিস্থিতিতে আরও একবার মোদি সরকারকেই (Modi Government) কাঠগড়ায় তোলে বিরোধীরা ৷ কারণ, মোদি সরকারের আমলে গৌতম আদানির ব্যবসা ব্যাপকভাবে বেড়েছে বলে বিরোধীরা বহুবার অভিযোগ করেছে ৷ তাই এই নিয়ে সংসদে আলোচনা চেয়ে সরব হয়েছে বিরোধীরা ৷ সেই বিক্ষোভের নেতৃত্বে রয়েছে কংগ্রেস (Congress) ৷ সেখানে ইতিমধ্যে অনেক বিরোধী দল যোগ দিয়েছে ৷

এবার রাহুল গান্ধিও এই নিয়ে মুখ খুললেন ৷ বিরোধীরা এই ইস্যুতে আলোচনা চেয়েছে সংসদে ৷ যার অনুমতি এখনও সরকার দেয়নি ৷ ফলে গত বৃহস্পতি ও শুক্রবারের মতো সোমবারও অচল রইল সংসদ ৷ আর এই আলোচনা ঠেকাতেই প্রধানমন্ত্রী সবরকম চেষ্টা করবে বলে এদিন দাবি করলেন রাহুল গান্ধি ৷ তবে শুধু আলোচনা নয়, কংগ্রেসের তরফে এই ঘটনায় যৌথ সংসদীয় দল (JPC) গড়ে অথবা সুপ্রিম কোর্টের (Supreme Court) তত্ত্ববধানে তদন্তের দাবি তোলা হয়েছে ৷

আরও পড়ুন: আদানিদের বিরুদ্ধে জেপিসি গঠনের দাবিতে গান্ধিমূর্তির পাদদেশে ধরনায় বিরোধীরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.