নয়াদিল্লি, 1 মে: দেশের অগ্রগতিতে গুজরাতের অবদান মেনে নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ গুজরাত দিবস উপলক্ষে রাজ্যের মানুষকে শুভেচ্ছাও জানালেন রাহুল। সোমবার টুইট করে রাহুল লিখেছেন, "মহাত্মা গান্ধি এবং সর্দার প্যাটেলের মতো মহান নেতাদের জন্মস্থান ৷ ভারতের অগ্রগতিতে বিশেষ অবদান রয়েছে গুজরাতের ৷"
মে মাসের 1 তারিখ প্রতিষ্ঠা দিবস উদযাপন করে থাকে গুজরাত ৷ যা 'গুজরাত গৌরব দিবস' নামেও পরিচিত। এই উপলক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী গুজরাত স্থাপনা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, "গুজরাত তার সর্বাঙ্গীন উন্নতির পাশাপাশি অনন্য সংস্কৃতির কারণে ইতিমধ্যেই একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি প্রার্থনা করি রাজ্য আগামিদিনে উন্নয়নের নতুন উচ্চতা অতিক্রম করবে।" সেইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজ্য অমৃতকাল উদযাপন করছে ৷ তাঁর দাবি, অমৃতকালে গুজরাত প্রতিষ্ঠা দিবস বিশেষ গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, 1960 সালের 1 মে, গুজরাত একটি পৃথক রাজ্যের স্বীকৃতি লাভ করে ৷ এরপরই ধীরে ধীরে মানুষ রাজ্যকে ধারাবাহিক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
-
महात्मा गांधी और सरदार पटेल जैसे महान नेताओं की जन्मभूमि, गुजरात का भारत की प्रगति में विशेष योगदान है।
— Rahul Gandhi (@RahulGandhi) May 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
सभी प्रदेशवासियों को गुजरात दिवस की हार्दिक शुभकामनाएं। pic.twitter.com/0VF6PZMoNE
">महात्मा गांधी और सरदार पटेल जैसे महान नेताओं की जन्मभूमि, गुजरात का भारत की प्रगति में विशेष योगदान है।
— Rahul Gandhi (@RahulGandhi) May 1, 2023
सभी प्रदेशवासियों को गुजरात दिवस की हार्दिक शुभकामनाएं। pic.twitter.com/0VF6PZMoNEमहात्मा गांधी और सरदार पटेल जैसे महान नेताओं की जन्मभूमि, गुजरात का भारत की प्रगति में विशेष योगदान है।
— Rahul Gandhi (@RahulGandhi) May 1, 2023
सभी प्रदेशवासियों को गुजरात दिवस की हार्दिक शुभकामनाएं। pic.twitter.com/0VF6PZMoNE
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "ভূমিকম্প, বন্যা হোক বা করোনা মহামারী, গুজরাতিরা দৃঢ়তার সঙ্গে প্রতিটি দুর্যোগের মোকাবিলা করেছে।" সেই সঙ্গে, গুজরাত রাজ্য হিসাবে দেশ ও বিশ্বের সামনে এই মুহূর্তে রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে বলেও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অগাধ আস্থা ও বিশ্বাস দেখিয়েছে। গুজরাতের উন্নয়নের এই যাত্রা অব্যাহত রাখার জন্য তারা প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন এবং বিকাশের রাজনীতিকে বেছে নিয়েছেন ৷" গৌরবময় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী আরও বলেন, "জনগণ আমাদের উপর আস্থা রেখেছে, কারণ আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করেছি ৷ আমরা গুজরাতের সম্মান আগামিদিনেও বৃদ্ধি করব।"
গুজরাতের প্রতি প্রধানমন্ত্রী মোদি যে আস্থা প্রকাশ করেছেন, তা বজায় রাখতে এবং রাজ্যের উন্নয়নের কাজকে অব্যাহত রাখতে রাজ্য সরকার কোনও ঢিলেমি করবে না বলেও জানান প্যাটেল ৷ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠেছে বলে উল্লেখ করে তিনি ৷ তিনি আরও বলেন, "2027 সালের মধ্যে প্রধানমন্ত্রী মোদি ভারতকে পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতিতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। সরকারের প্রথম 100 দিনে আত্মনির্ভর গুজরাত স্কিমের অধীনে 80 হাজার কোটি টাকার একটি মউ স্বাক্ষরিত হয়েছে ৷" মুখ্যমন্ত্রী জানান, গ্রিন এনার্জি বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন গুজরাত তার নেতৃত্বদানে প্রস্তুত। এ প্রসঙ্গে কচ্ছে 40 হাজার কোটি টাকার গ্রিন অ্যামোনিয়া প্রকল্পের কথাও উল্লেখ করেন তিনি ৷
আরও পড়ুন: অপরূপা পোদ্দারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ হাইকোর্টে
শিল্প ও বাণিজ্যের পাশাপাশি পর্যটন খাতও গুজরাটের জন্য বিশেষ গুরুত্ব রাখে ৷ মুখ্যমন্ত্রী জানান, আট হাজার কোটি টাকা ব্যয়ে পর্যটন ক্ষেত্রে নতুন প্রকল্প তৈরি করা হবে ৷ এই প্রকল্পের আওতায় আগামী পাঁচ বছরে স্ট্যাচু অফ ইউনিটি, হোয়াইট রন, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেমন ধোলাভিরা, গির অরণ্য, সোমনাথ, দ্বারকা এবং শিবরাজপুরের মতো পর্যটন স্থলগুলিকে যুক্ত করা হবে ৷