ETV Bharat / bharat

Rahul Gandhi : ধর্ষণ করে খুনের অভিযোগ, নিহত নাবালিকার পরিবারের পাশে রাহুল - দিল্লি ধর্ষণ

দিল্লিতে 9 বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ৷ বুধবার মেয়েটির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ দেন পাশে থাকার আশ্বাস ৷ অন্যদিকে, এই ঘটনার জেরে দিল্লির আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ৷

Rahul Gandhi meets Delhi rape victim's family
Rahul Gandhi : ধর্ষণ করে খুনের অভিযোগ, নিহত নাবালিকার পরিবারের পাশে রাহুল গান্ধি
author img

By

Published : Aug 4, 2021, 11:39 AM IST

Updated : Aug 7, 2021, 11:12 AM IST

নয়াদিল্লি, 4 অগস্ট : আবারও দিল্লি ৷ আবারও ধর্ষণ করে খুনের অভিযোগ ৷ আবারও নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস সঙ্গে নিয়ে ‘রঙ্গ মঞ্চে’ হাজির রাজনীতির কারবারিরা ৷ দিল্লিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ‘ঘটনা’য় বুধবার মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ হতভাগ্য ওই বালিকার বয়স 9 বছর ৷ বাড়ি দিল্লির নঙ্গল রাই এলাকায় ৷ এদিন সকালেই সেখানে পৌঁছে যান রাহুল ৷ কথা বলেন মৃতার অভিভাবকদের সঙ্গে ৷ দেন সবরকম সহযোগিতার আশ্বাস ৷

আরও পড়ুন : Abhishek on Delhi Rape : দিল্লিতে নাবালিকাকে ‘ধর্ষণ করে খুন’, টুইটে অমিতকে তুলোধনা অভিষেকের

পরে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল বলেন, ‘‘আমি মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি ৷ ওঁরা শুধু সুবিচার চান ৷ তার বেশি কিছুই চাই না ওঁদের ৷ কিন্তু ওঁদের আশঙ্কা, ওঁরা হয়ত সেটা পাবেন না ৷ তাই ওঁরা সাহায্য চান ৷ আমরা সেটা করব ৷ আমি বলেছি, আমি ওঁদের সঙ্গে থাকব ৷ যত দিন পর্যন্ত ওঁরা সুবিচার না পাচ্ছেন, ততদিন রাহুল গান্ধি ওঁদের সঙ্গে থাকবে ৷’’ প্রায় একই সুর শোনা গিয়েছে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালার (Randeep Surjewala) গলাতেও ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, রাহুল গান্ধি মৃতার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ কোনও রাজনীতি করতে যাননি ৷

তবে কংগ্রেস নেতা যাই বলুন, তাতে রাজনীতির অবকাশ বন্ধ হয়ে যায় না ৷ যেমন এদিন মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখেও পড়তে হয় রাহুল গান্ধিকে ৷ স্থানীয় বাসিন্দাদেরই একাংশ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ তাঁদের অভিযোগ ছিল, এই এলাকার যিনি কাউন্সিলর, তিনিও কংগ্রেসেরই সদস্য ৷ কিন্তু ঘটনার পর 24 ঘণ্টারও বেশি কেটে গেলেও মৃতার পরিবারের সঙ্গে দেখা করার সময় পাননি তিনি !

এদিকে, সোমবারের ওই মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসার পরই এ নিয়ে টুইট করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ মাত্র 9 বছরের এক বালিকার এমন ভয়াবহ পরিণতির জন্য সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও তাঁর মন্ত্রককেই দায়ী করেন তিনি ৷ পরে টুইটারে ঘটনা নিয়ে সরব হন রাহুল গান্ধি এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷ অভিষেকের মতো সরাসরি না হলেও রাজধানীর আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে কার্যত তিনিও অমিত শাহকেই নিশানা করেন ৷ কাজেই আসন্ন দিলগুলিতে বিরোধীদের তরফ থেকে এ নিয়ে কেন্দ্রীয় সরকারকে যে কোণঠাসা করা হবে, তার ইঙ্গিত এখন থেকেই মিলতে শুরু করেছে ৷ বস্তুত, দেশের যেকোনও প্রান্তে যখনই এমন কোনও ঘটনা ঘটেছে, তার পরবর্তী ঘটনাক্রম ঠিক এভাবেই এগিয়েছে ৷ কখনও কেন্দ্র, আবার কখনও বা সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে রাজনীতির যুদ্ধে জড়িয়েছেন বিরোধীরা ৷ তবে তাতে ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো যায়নি ৷

আরও পড়ুন : Rahul Gandhi : রাহুলের ডাকে প্রাতঃরাশ বৈঠক সেরে সাইকেলে সংসদে পৌঁছলেন বিরোধীরা

এদিকে, দিল্লির এই ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় শ্মশানের পুরোহিত পণ্ডিত রাধেশ্যামকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে পুলিশ ৷ ডিসিপি (দক্ষিণ-পশ্চিম) প্রতাপ সিং জানিয়েছেন, অভিযুক্তের শরীর এবং বাড়ি থেকে প্রয়োজনীয় (বায়োলজিক্যাল) নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ রাধেশ্য়ামের দাবি, শ্মশানের ওয়াটার কুলার থেকে জল নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় 9 বছরের বালিকার ৷ তাঁর সেই দাবি আদৌ সত্যি কিনা, তা যাচাই করে দেখতে ওয়াটার কুলারটি পরীক্ষা করে দেখছেন ফরেনসিক বিশেষজ্ঞরা ৷ সেই রিপোর্ট হাতে এলে তদন্তে সুবিধা হবে ৷ এছাড়া, ওই নাবালিকার দেহাবশেষের ময়নাতদন্তও করা হয়েছে ৷ তবে দেহের অধিকাংশ অংশই পুড়ে যাওয়ায় মেয়েটির মৃত্য়ুর কারণ নিয়ে নিশ্চিত হতে পারছেন না চিকিৎসকরা ৷

নয়াদিল্লি, 4 অগস্ট : আবারও দিল্লি ৷ আবারও ধর্ষণ করে খুনের অভিযোগ ৷ আবারও নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস সঙ্গে নিয়ে ‘রঙ্গ মঞ্চে’ হাজির রাজনীতির কারবারিরা ৷ দিল্লিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ‘ঘটনা’য় বুধবার মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ হতভাগ্য ওই বালিকার বয়স 9 বছর ৷ বাড়ি দিল্লির নঙ্গল রাই এলাকায় ৷ এদিন সকালেই সেখানে পৌঁছে যান রাহুল ৷ কথা বলেন মৃতার অভিভাবকদের সঙ্গে ৷ দেন সবরকম সহযোগিতার আশ্বাস ৷

আরও পড়ুন : Abhishek on Delhi Rape : দিল্লিতে নাবালিকাকে ‘ধর্ষণ করে খুন’, টুইটে অমিতকে তুলোধনা অভিষেকের

পরে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল বলেন, ‘‘আমি মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি ৷ ওঁরা শুধু সুবিচার চান ৷ তার বেশি কিছুই চাই না ওঁদের ৷ কিন্তু ওঁদের আশঙ্কা, ওঁরা হয়ত সেটা পাবেন না ৷ তাই ওঁরা সাহায্য চান ৷ আমরা সেটা করব ৷ আমি বলেছি, আমি ওঁদের সঙ্গে থাকব ৷ যত দিন পর্যন্ত ওঁরা সুবিচার না পাচ্ছেন, ততদিন রাহুল গান্ধি ওঁদের সঙ্গে থাকবে ৷’’ প্রায় একই সুর শোনা গিয়েছে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালার (Randeep Surjewala) গলাতেও ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, রাহুল গান্ধি মৃতার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ কোনও রাজনীতি করতে যাননি ৷

তবে কংগ্রেস নেতা যাই বলুন, তাতে রাজনীতির অবকাশ বন্ধ হয়ে যায় না ৷ যেমন এদিন মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখেও পড়তে হয় রাহুল গান্ধিকে ৷ স্থানীয় বাসিন্দাদেরই একাংশ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ তাঁদের অভিযোগ ছিল, এই এলাকার যিনি কাউন্সিলর, তিনিও কংগ্রেসেরই সদস্য ৷ কিন্তু ঘটনার পর 24 ঘণ্টারও বেশি কেটে গেলেও মৃতার পরিবারের সঙ্গে দেখা করার সময় পাননি তিনি !

এদিকে, সোমবারের ওই মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসার পরই এ নিয়ে টুইট করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ মাত্র 9 বছরের এক বালিকার এমন ভয়াবহ পরিণতির জন্য সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও তাঁর মন্ত্রককেই দায়ী করেন তিনি ৷ পরে টুইটারে ঘটনা নিয়ে সরব হন রাহুল গান্ধি এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷ অভিষেকের মতো সরাসরি না হলেও রাজধানীর আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে কার্যত তিনিও অমিত শাহকেই নিশানা করেন ৷ কাজেই আসন্ন দিলগুলিতে বিরোধীদের তরফ থেকে এ নিয়ে কেন্দ্রীয় সরকারকে যে কোণঠাসা করা হবে, তার ইঙ্গিত এখন থেকেই মিলতে শুরু করেছে ৷ বস্তুত, দেশের যেকোনও প্রান্তে যখনই এমন কোনও ঘটনা ঘটেছে, তার পরবর্তী ঘটনাক্রম ঠিক এভাবেই এগিয়েছে ৷ কখনও কেন্দ্র, আবার কখনও বা সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে রাজনীতির যুদ্ধে জড়িয়েছেন বিরোধীরা ৷ তবে তাতে ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো যায়নি ৷

আরও পড়ুন : Rahul Gandhi : রাহুলের ডাকে প্রাতঃরাশ বৈঠক সেরে সাইকেলে সংসদে পৌঁছলেন বিরোধীরা

এদিকে, দিল্লির এই ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় শ্মশানের পুরোহিত পণ্ডিত রাধেশ্যামকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে পুলিশ ৷ ডিসিপি (দক্ষিণ-পশ্চিম) প্রতাপ সিং জানিয়েছেন, অভিযুক্তের শরীর এবং বাড়ি থেকে প্রয়োজনীয় (বায়োলজিক্যাল) নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ রাধেশ্য়ামের দাবি, শ্মশানের ওয়াটার কুলার থেকে জল নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় 9 বছরের বালিকার ৷ তাঁর সেই দাবি আদৌ সত্যি কিনা, তা যাচাই করে দেখতে ওয়াটার কুলারটি পরীক্ষা করে দেখছেন ফরেনসিক বিশেষজ্ঞরা ৷ সেই রিপোর্ট হাতে এলে তদন্তে সুবিধা হবে ৷ এছাড়া, ওই নাবালিকার দেহাবশেষের ময়নাতদন্তও করা হয়েছে ৷ তবে দেহের অধিকাংশ অংশই পুড়ে যাওয়ায় মেয়েটির মৃত্য়ুর কারণ নিয়ে নিশ্চিত হতে পারছেন না চিকিৎসকরা ৷

Last Updated : Aug 7, 2021, 11:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.