নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর: গান্ধি পরিবারের সঙ্গে লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠতার কথা কারও অজানা নয় ৷ সাম্প্রতিক সময়ের কিছু ঘটনা এটা আরও স্পষ্ট করেছে যে, আরজেডি সভাপতি ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির মধ্যে সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ । দিনকয়েক আগেই বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে রাহুলকে বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন লালু ৷ আর এ বার তিনি সনিয়া-পুত্রকে শেখালেন বিশেষ এক মাটন রেসিপি ৷
সম্প্রতি, লালুর সঙ্গে দেখা হলে তাঁর থেকে চম্পারণ মাটনের রেসিপি শেখেন রাহুল গান্ধি ৷ নিজেই টুইটার হ্যান্ডেলে রান্না শেখার সেই ভিডিয়োটি শেয়ার করেছেন রাগা ৷ ক্যাপশনে লিখেছেন, লালু প্রসাদ যাদবের সঙ্গে 'রাজনৈতিক মশলা' এবং মাটন তৈরির গোপন রেসিপি নিয়ে আলোচনা করছেন তিনি । সেই ভিডিয়ো ভাইরাল হতে বেশি সময় নেয়নি ৷
লালুর থেকে মাটন রেসিপি শিখলেন রাহুল: এই ভিডিয়োটি আরজেডি সাংসদ মিসা ভারতীর বাসভবনের । সেখানেই লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধি । সেই সময় লালু তাঁকে চম্পারণ মাটন বানাতে শেখান । ভিডিয়োতে দেখা গিয়েছে যে, লালু উঠে দাঁড়ালেন এবং রাহুলকে বললেন মাটন বানানোর সময় হলুদ, ধনে গুঁড়ো এবং পেঁয়াজের সঙ্গে কত পরিমাণ রসুনের পেস্ট দিতে হবে । এই সময় মিসা ভারতীকেও রাহুলকে রান্নায় সাহায্য করতে দেখা যায় । বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং অন্যান্য নেতারা তাঁদের আশপাশেই ছিলেন ৷ সবাই একে-অপরের সঙ্গে কথা বলছিলেন । মাটনের রেসিপির পাশাপাশি তাঁরা রাজনীতি নিয়েও আলোচনা করেন ।
-
लोकप्रिय नेता, लालू जी से उनकी सीक्रेट रेसिपी और ‘राजनीतिक मसाले’ पर दिलचस्प बातचीत हुई।
— Rahul Gandhi (@RahulGandhi) September 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
ग़रीबों, वंचितों, अल्पसंख्यकों और महिलाओं के लिए INDIA की सोच एक है - समानता, प्रगति और सशक्तिकरण।
लालू जी से मेरी ख़ास मुलाक़ात का पूरा वीडियो यूट्यूब पर देखें: https://t.co/5RbVDqVfY0 pic.twitter.com/59jekdEBgQ
">लोकप्रिय नेता, लालू जी से उनकी सीक्रेट रेसिपी और ‘राजनीतिक मसाले’ पर दिलचस्प बातचीत हुई।
— Rahul Gandhi (@RahulGandhi) September 2, 2023
ग़रीबों, वंचितों, अल्पसंख्यकों और महिलाओं के लिए INDIA की सोच एक है - समानता, प्रगति और सशक्तिकरण।
लालू जी से मेरी ख़ास मुलाक़ात का पूरा वीडियो यूट्यूब पर देखें: https://t.co/5RbVDqVfY0 pic.twitter.com/59jekdEBgQलोकप्रिय नेता, लालू जी से उनकी सीक्रेट रेसिपी और ‘राजनीतिक मसाले’ पर दिलचस्प बातचीत हुई।
— Rahul Gandhi (@RahulGandhi) September 2, 2023
ग़रीबों, वंचितों, अल्पसंख्यकों और महिलाओं के लिए INDIA की सोच एक है - समानता, प्रगति और सशक्तिकरण।
लालू जी से मेरी ख़ास मुलाक़ात का पूरा वीडियो यूट्यूब पर देखें: https://t.co/5RbVDqVfY0 pic.twitter.com/59jekdEBgQ
আরও পড়ুন: 'এখনও সময় যায়নি, এবার কথা শুনুন, বিয়েটা করে নিন'; রাহুলকে পরামর্শ লালুর
গোপন রেসিপি ও 'রাজনৈতিক মশলা' নিয়ে আলোচনা: মাটন রান্না করার সময় রাহুল গান্ধি লালু প্রসাদ যাদবকে জিজ্ঞাসা করেন রাজনৈতিক মশলা কী । সেই প্রশ্নের উত্তরে আরজেডি প্রধান বলেন, রাজনীতির মশলা মানে সংগ্রাম । কোথাও অন্যায় দেখলে তার বিরুদ্ধে লড়াই করুন । তখনই রাহুল প্রশ্ন করেন যে, বিজেপির লোকেরা কেন এত ঘৃণা ছড়ায় ? তার জবাবে লালু বলেন, "এটাই ক্ষমতার ক্ষুধা ।"
থাই খাবার পছন্দ করেন লালু: এই সময় রাহুল গান্ধি লালুকে জিজ্ঞাসা করেন, "আপনি আর কী পছন্দ করেন, বিশেষ করে দেশের বাইরের কোন খাবার ?" হাসতে হাসতে লালু বলে, "আমি থাই খাবার খেতে ভালোবাসি।" এর পর কংগ্রেস সাংসদ বলেন যে, তাঁর খুব ভালো লাগে স্যালাড । রাগা বলেন, "আমার বোন (প্রিয়াঙ্কা গান্ধি) খুব ভালো রান্না করে । আমি আপনার জন্য পাঠাব ৷" এই শুনে হাসতে শুরু করেন আরজেডি প্রধান । মাটন রান্না হওয়ার পর তা জমিয়ে খাওয়া দাওয়া করেন রাগা ৷ খাওয়ার পরে তিনি জানান যে, "আমার বোন তাঁর জন্যও মাটন নিয়ে যেতে বলেছিল ।"