ETV Bharat / bharat

Rahul on Data Security: হ্যালো মিস্টার মোদি, মার্কিন মুলুকে বসে তথ্যের সুরক্ষা নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুলের

পেগাসাস বা ওই ধরনের স্পাইওয়্যার নিয়ে চিন্তিত নন বলে মার্কিন যুক্তরাষ্ট্রে বসে জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ দাবি করলেন, তাঁর ফোনও ট্যাপ করা হয় ৷

Rahul on Data Security
Rahul on Data Security
author img

By

Published : Jun 1, 2023, 6:47 PM IST

ওয়াশিংটন (মার্কিন যুক্তরাষ্ট্র), 1 জুন: তাঁর ফোনে নজরদারি করা হয় বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন ৷ বুধবার সিলিকন ভ্যালির স্টার্টআপ উদ্যোগপতিদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই অভিযোগ করেন ৷ সেখানে মূলত, তথ্যের সুরক্ষা নিয়ে আলোচনা হচ্ছিল ৷ তিনি যাঁদের সঙ্গে কথা বলেছেন সিলিকন ভ্যালিতে, তাঁরা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স ও অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে অভিনব সব কাজ করেছেন ৷

ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারপার্সন স্যাম পিত্রোদা এবং আরও কিছু গুরুত্বপূর্ণ সহযোগী যাঁরা ভারত থেকে তাঁর সঙ্গে এসেছেন, তাঁদের সঙ্গে প্লাগ অ্যান্ড প্লে অডিটোরিয়ামের সামনের সারিতে বসে রাহুল গান্ধিকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় মগ্ন থাকতে দেখা গিয়েছে । বিগ ডেটা, মেশিন লার্নিং সাধারণত মানবজাতির উপর কী ধরনের প্রভাব পড়ছে, এই নিয়ে কী ধরনের বিভ্রান্তি ও ভুল তথ্য রয়েছে, তা নিয়েই আলোচনা হয় সেখানে ৷

আরও পড়ুন: সাংসদপদ যে খারিজ হতে পারে কখনও কল্পনাও করেননি, মার্কিন দেশে মন্তব্য রাহুলের

রাহুল জানান, তথ্যের সুরক্ষা ও নিরাপত্তার জন্য উপযুক্ত নিয়ম থাকা দরকার । একই সঙ্গে তিনি জানিয়েছেন যে পেগাসাস স্পাইওয়্যার ও অনুরূপ প্রযুক্তির বিষয়ে তিনি খুব বেশি চিন্তিত নন । তখনই তিনি উল্লেখ করেন যে তাঁর ফোনে ট্যাপ করা হচ্ছে ৷ তাই মজা করে তাঁর আইফোনে তিনি বলেন, "হ্যালো ! মিস্টার মোদি ৷"

  • It was a pleasure to engage with the learned audience at @Stanford on 'The New Global Equilibrium'.

    We discussed the challenges and opportunities of a changing world order. Actions based on truth is the way forward. pic.twitter.com/6tEoCV6OsM

    — Rahul Gandhi (@RahulGandhi) June 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাহুল গান্ধি বলেন, "আমি অনুমান করছি যে আমার আইফোনটি ট্যাপ করা হচ্ছে । আপনাকে একটি দেশ হিসাবে এবং একজন ব্যক্তি হিসাবে তথ্যের গোপনীয়তার বিষয়ে নিয়ম তৈরি করতে হবে ৷ যদি একটি দেশের সরকার সিদ্ধান্ত নেয় যে তারা আপনার ফোনে ট্যাপ করতে চায়, কেউ আটকাতে পারবে না । এটাই আমার মনে হয়৷ কোনও দেশের সরকার যদি ফোন ট্যাপ করতে আগ্রহী হয়, তাহলে এটা লাভজনক কোনও যুদ্ধ হবে না । আমি মনে করি, আমি যা কাজ করি, তার তথ্য সরকারের কাছে পাওয়া যাবে ৷"

ক্যালিফোর্নিয়ার সানিভেলে অবস্থিত, প্লাগ অ্যান্ড প্লে টেক সেন্টার হল স্টার্টআপের বৃহত্তম ইনকিউবেটরগুলির মধ্যে অন্যতম । এর সিইও ও প্রতিষ্ঠাতা সাঈদ আমিদির মতে, প্লাগ অ্যান্ড প্লে-এর স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের 50 শতাংশেরও বেশি ভারতীয় বা ভারতীয় আমেরিকান । অনুষ্ঠানের পর অমিদি পিটিআই-কে জানান যে রাহুলের আইটি সেক্টরের গভীর উপলব্ধি রয়েছে এবং সর্বশেষ ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে তাঁর জ্ঞানও বেশ চিত্তাকর্ষক ।

আরও পড়ুন: কর্ণাটকের পথে হেঁটে ক্যালিফোর্নিয়াতেও রাহুলের ‘ভালোবাসার দোকান’

ফিক্সনিক্স স্টার্টআপের প্রতিষ্ঠাতা অমিদি ও শন শঙ্করণের সঙ্গে একটি ফায়ারসাইড চ্যাটে অংশগ্রহণ করেন রাহুল ৷ সেখানে তিনি ভারতের প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষের উপর প্রযুক্তির যে প্রভাব ফেলবে, তার সঙ্গে সমস্ত প্রযুক্তিকে সংযুক্ত করার চেষ্টা করেন । তাঁর কাছে ড্রোন প্রযুক্তির ব্যবহার ও এর নিয়মনীতি নিয়ে প্রশ্ন করা হয় ৷ উত্তরে তিনি বলেন, "আপনি যদি ভারতে কোনও প্রযুক্তি ছড়িয়ে দিতে চান, তবে আপনার এমন একটি ব্যবস্থা থাকতে হবে যেখানে ক্ষমতা তুলনামূলকভাবে বিকেন্দ্রীকৃত হয় ৷"

ওয়াশিংটন (মার্কিন যুক্তরাষ্ট্র), 1 জুন: তাঁর ফোনে নজরদারি করা হয় বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন ৷ বুধবার সিলিকন ভ্যালির স্টার্টআপ উদ্যোগপতিদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই অভিযোগ করেন ৷ সেখানে মূলত, তথ্যের সুরক্ষা নিয়ে আলোচনা হচ্ছিল ৷ তিনি যাঁদের সঙ্গে কথা বলেছেন সিলিকন ভ্যালিতে, তাঁরা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স ও অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে অভিনব সব কাজ করেছেন ৷

ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারপার্সন স্যাম পিত্রোদা এবং আরও কিছু গুরুত্বপূর্ণ সহযোগী যাঁরা ভারত থেকে তাঁর সঙ্গে এসেছেন, তাঁদের সঙ্গে প্লাগ অ্যান্ড প্লে অডিটোরিয়ামের সামনের সারিতে বসে রাহুল গান্ধিকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় মগ্ন থাকতে দেখা গিয়েছে । বিগ ডেটা, মেশিন লার্নিং সাধারণত মানবজাতির উপর কী ধরনের প্রভাব পড়ছে, এই নিয়ে কী ধরনের বিভ্রান্তি ও ভুল তথ্য রয়েছে, তা নিয়েই আলোচনা হয় সেখানে ৷

আরও পড়ুন: সাংসদপদ যে খারিজ হতে পারে কখনও কল্পনাও করেননি, মার্কিন দেশে মন্তব্য রাহুলের

রাহুল জানান, তথ্যের সুরক্ষা ও নিরাপত্তার জন্য উপযুক্ত নিয়ম থাকা দরকার । একই সঙ্গে তিনি জানিয়েছেন যে পেগাসাস স্পাইওয়্যার ও অনুরূপ প্রযুক্তির বিষয়ে তিনি খুব বেশি চিন্তিত নন । তখনই তিনি উল্লেখ করেন যে তাঁর ফোনে ট্যাপ করা হচ্ছে ৷ তাই মজা করে তাঁর আইফোনে তিনি বলেন, "হ্যালো ! মিস্টার মোদি ৷"

  • It was a pleasure to engage with the learned audience at @Stanford on 'The New Global Equilibrium'.

    We discussed the challenges and opportunities of a changing world order. Actions based on truth is the way forward. pic.twitter.com/6tEoCV6OsM

    — Rahul Gandhi (@RahulGandhi) June 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাহুল গান্ধি বলেন, "আমি অনুমান করছি যে আমার আইফোনটি ট্যাপ করা হচ্ছে । আপনাকে একটি দেশ হিসাবে এবং একজন ব্যক্তি হিসাবে তথ্যের গোপনীয়তার বিষয়ে নিয়ম তৈরি করতে হবে ৷ যদি একটি দেশের সরকার সিদ্ধান্ত নেয় যে তারা আপনার ফোনে ট্যাপ করতে চায়, কেউ আটকাতে পারবে না । এটাই আমার মনে হয়৷ কোনও দেশের সরকার যদি ফোন ট্যাপ করতে আগ্রহী হয়, তাহলে এটা লাভজনক কোনও যুদ্ধ হবে না । আমি মনে করি, আমি যা কাজ করি, তার তথ্য সরকারের কাছে পাওয়া যাবে ৷"

ক্যালিফোর্নিয়ার সানিভেলে অবস্থিত, প্লাগ অ্যান্ড প্লে টেক সেন্টার হল স্টার্টআপের বৃহত্তম ইনকিউবেটরগুলির মধ্যে অন্যতম । এর সিইও ও প্রতিষ্ঠাতা সাঈদ আমিদির মতে, প্লাগ অ্যান্ড প্লে-এর স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের 50 শতাংশেরও বেশি ভারতীয় বা ভারতীয় আমেরিকান । অনুষ্ঠানের পর অমিদি পিটিআই-কে জানান যে রাহুলের আইটি সেক্টরের গভীর উপলব্ধি রয়েছে এবং সর্বশেষ ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে তাঁর জ্ঞানও বেশ চিত্তাকর্ষক ।

আরও পড়ুন: কর্ণাটকের পথে হেঁটে ক্যালিফোর্নিয়াতেও রাহুলের ‘ভালোবাসার দোকান’

ফিক্সনিক্স স্টার্টআপের প্রতিষ্ঠাতা অমিদি ও শন শঙ্করণের সঙ্গে একটি ফায়ারসাইড চ্যাটে অংশগ্রহণ করেন রাহুল ৷ সেখানে তিনি ভারতের প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষের উপর প্রযুক্তির যে প্রভাব ফেলবে, তার সঙ্গে সমস্ত প্রযুক্তিকে সংযুক্ত করার চেষ্টা করেন । তাঁর কাছে ড্রোন প্রযুক্তির ব্যবহার ও এর নিয়মনীতি নিয়ে প্রশ্ন করা হয় ৷ উত্তরে তিনি বলেন, "আপনি যদি ভারতে কোনও প্রযুক্তি ছড়িয়ে দিতে চান, তবে আপনার এমন একটি ব্যবস্থা থাকতে হবে যেখানে ক্ষমতা তুলনামূলকভাবে বিকেন্দ্রীকৃত হয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.