ETV Bharat / bharat

Rahul Gandhi: কনকনে শীতেও সর্বক্ষণ পরনে সাদা টিশার্ট কেন? মুখ খুললেন রাহুল - Bharat Jodo Yatra

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) কেন দীর্ঘদিন ধরে একই রঙের টি-শার্ট পরছেন ৷ সে সম্পর্কে এবার মুখ খুললেন তিনি । এদিন দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নেন রাহুল ।

ETV Bharat
Rahul Gandhi
author img

By

Published : Dec 28, 2022, 1:20 PM IST

Updated : Dec 28, 2022, 2:20 PM IST

নয়াদিল্লি, 28 ডিসেম্বর: ব্যাপারটা শুরু হয়েছে বেশ কয়েকমাস হল । গত কয়েক মাসের ভারত জড়ো যাত্রা হোক বা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান- সবসময় সাদা টি-শার্টে পরতেই দেখা যাচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে (Rahul Gandhi) ৷ আর এই নিয়েই বারবার প্রশ্ন উঠছিল ৷ কৌতুহলও ছিল অনেকের মনে ৷ কারণ সময়টা শীতকাল ৷ অন্যান্য রাজ্যের থেকে দিল্লিতে ঠান্ডাটা একটু বেশিই পড়ে ৷ এই কনকনে শীতেও সর্বক্ষণ কেন সাদা টি-শার্টেই রয়েছেন তাঁর জবাব আজ দিলেন তিনি ৷

তিনি বলেন, "টি-শার্ট হি চল রাহি হ্যায়, অর জব তাক চল রাহি হ্যায় চালায়েঙ্গে (টি-শার্টই তো এখন চলছে এবং যতদিন পারি পরব)।" সোমবার রাহুল দিল্লিতে মহাত্মা গান্ধি এবং একাধিক প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ শ্রদ্ধা জানান । সেখানেও তাঁকে দেখা গিয়েছে ঠান্ডার মধ্যে সকালে সাদা টি-শার্টে । তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে এই কংগ্রেস নেতা কীভাবে শুধু টি-শার্টেই দিল্লির হাড় হিম করা শীত সামলাচ্ছেন ৷ পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রীদের শ্রদ্ধা জানাতে খালি পায়ে হেঁটেছিলেন কংগ্রেস সাংসদ ।

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রায় দিল্লিতে মহাত্মা-নেহরু-ইন্দিরা ও রাজীবের সমাধিতে শ্রদ্ধা জানালেন রাহুল

এছাড়াও ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) সময় প্রত্যেকদিন তাঁকে শুধুমাত্র টি-শার্ট পরে থাকতে দেখা গিয়েছে । শীতকালে গরম কাপড় না পরার বিষয়ে এর আগে জবাব দিয়েছিলেন তিনি ৷ রাহুল বলেছিলেন, "আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কীভাবে ঠান্ডা আমি অনুভব করি না ৷ কিন্তু কৃষক, শ্রমিক, দরিদ্র শিশুদের এই প্রশ্নটি কেউ জিজ্ঞাসা করে না । আমি অনেক কিলোমিটার পথ হেঁটেছি ৷ কিন্তু আমি বিশ্বাস করি এটা কোনও বড় ব্যাপার নয় । কৃষকরাও এতটা পথ হাঁটে ৷ কারখানার শ্রমিকরা সমগ্র ভারতে এটা করে বেড়ায় ।"

আরও পড়ুন: আমার ভাবমূর্তি নষ্ট করতে হাজার কোটি টাকা খরচ করছে মোদি-বিজেপি, অভিযোগ রাহুলের

নয়াদিল্লি, 28 ডিসেম্বর: ব্যাপারটা শুরু হয়েছে বেশ কয়েকমাস হল । গত কয়েক মাসের ভারত জড়ো যাত্রা হোক বা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান- সবসময় সাদা টি-শার্টে পরতেই দেখা যাচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে (Rahul Gandhi) ৷ আর এই নিয়েই বারবার প্রশ্ন উঠছিল ৷ কৌতুহলও ছিল অনেকের মনে ৷ কারণ সময়টা শীতকাল ৷ অন্যান্য রাজ্যের থেকে দিল্লিতে ঠান্ডাটা একটু বেশিই পড়ে ৷ এই কনকনে শীতেও সর্বক্ষণ কেন সাদা টি-শার্টেই রয়েছেন তাঁর জবাব আজ দিলেন তিনি ৷

তিনি বলেন, "টি-শার্ট হি চল রাহি হ্যায়, অর জব তাক চল রাহি হ্যায় চালায়েঙ্গে (টি-শার্টই তো এখন চলছে এবং যতদিন পারি পরব)।" সোমবার রাহুল দিল্লিতে মহাত্মা গান্ধি এবং একাধিক প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ শ্রদ্ধা জানান । সেখানেও তাঁকে দেখা গিয়েছে ঠান্ডার মধ্যে সকালে সাদা টি-শার্টে । তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে এই কংগ্রেস নেতা কীভাবে শুধু টি-শার্টেই দিল্লির হাড় হিম করা শীত সামলাচ্ছেন ৷ পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রীদের শ্রদ্ধা জানাতে খালি পায়ে হেঁটেছিলেন কংগ্রেস সাংসদ ।

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রায় দিল্লিতে মহাত্মা-নেহরু-ইন্দিরা ও রাজীবের সমাধিতে শ্রদ্ধা জানালেন রাহুল

এছাড়াও ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) সময় প্রত্যেকদিন তাঁকে শুধুমাত্র টি-শার্ট পরে থাকতে দেখা গিয়েছে । শীতকালে গরম কাপড় না পরার বিষয়ে এর আগে জবাব দিয়েছিলেন তিনি ৷ রাহুল বলেছিলেন, "আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কীভাবে ঠান্ডা আমি অনুভব করি না ৷ কিন্তু কৃষক, শ্রমিক, দরিদ্র শিশুদের এই প্রশ্নটি কেউ জিজ্ঞাসা করে না । আমি অনেক কিলোমিটার পথ হেঁটেছি ৷ কিন্তু আমি বিশ্বাস করি এটা কোনও বড় ব্যাপার নয় । কৃষকরাও এতটা পথ হাঁটে ৷ কারখানার শ্রমিকরা সমগ্র ভারতে এটা করে বেড়ায় ।"

আরও পড়ুন: আমার ভাবমূর্তি নষ্ট করতে হাজার কোটি টাকা খরচ করছে মোদি-বিজেপি, অভিযোগ রাহুলের

Last Updated : Dec 28, 2022, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.