ETV Bharat / bharat

Inflation : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাহুলের নিশানায় কেন্দ্র, লালুর তোপে ডাবল ইঞ্জিন সরকার - পেট্রল

পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস থেকে রোজের ব্যবহারের যাবতীয় পণ্য ৷ দাম বাড়ছে সবকিছুরই ৷ আর এসবের জন্যই কেন্দ্রের মোদি সরকারকে দায়ী করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এবং আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব ৷ টুইটারে কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছেন তাঁরা ৷

Rahul Gandhi and Lalu Prasad Yadav slams modi government for price hike and inflation
Inflation : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাহুলের নিশানায় কেন্দ্র, লালুর তোপে ডাবল ইঞ্জিন সরকার
author img

By

Published : Oct 17, 2021, 6:04 PM IST

Updated : Oct 17, 2021, 6:18 PM IST

নয়াদিল্লি ও পটনা, 17 অক্টোবর : বিশ্ব ক্ষুধা সূচকে নম্বর কমেছে ভারতের ৷ আর তারপর থেকেই মোদি সরকারের ব্যর্থতা নিয়ে নতুন করে সরব হয়েছেন বিরোধীরা ৷ এদিকে, করোনা আবহে লাফিয়ে বাড়ছে পেট্রল, ডিজেলের দাম ৷ রবিবারও কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম বেড়েছে 33 পয়সা ৷ এদিন এক লিটার পেট্রল কিনতে আমজনতাকে দিতে হয়েছে 106 টাকা 43 পয়সা ৷ পিছিয়ে নেই ডিজেলও ৷ এদিন প্রতি লিটারে 35 পয়সা বেড়ে শহরে ডিজেলের দাম হয়েছে 97 টাকা 68 পয়সা ৷ যার জের গড়িয়েছে হেঁশেল পর্যন্ত ৷ খাদ্যপণ্য থেকে শুরু করে যাবতীয় সামগ্রীর দাম বাড়ছে ৷ সংসার টানতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আম আদমিকে ৷ পরিস্থিতির জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ টুইটারে নিশানা করেছেন মোদি সরকারকে ৷ কেন্দ্রের বিরুদ্ধে খড়্গহস্ত হয়েছেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবও (Lalu Prasad Yadav) ৷ তাঁর ইস্যু, রান্নার গ্যাসের লাগামছাড়া দামবৃদ্ধি ৷

আরও পড়ুন : Fuel Price Hike : কলকাতায় পেট্রলের দাম বেড়ে লিটার প্রতি 106.45 টাকা

রাহুল গান্ধি তাঁর টুইটার হ্যান্ডেলে একটি জাতীয় সংবাদমাধ্যমের একটি খবরের অংশ পোস্ট করেছেন ৷ তাতে হিন্দিতে লেখা রয়েছে, ‘‘যদি সরকার কর না বাড়াত, তাহলে প্রতি লিটার পেট্রলের দাম হত 66 টাকা, আর 55 টাকাতেই মিলত এক লিটার ডিজেল ৷’’ খবরের এই অংশের স্ক্রিন শটের সঙ্গে রাহুল হিন্দিতেই লিখেছেন, ‘‘সবকা বিনাশ, মেহঙ্গাই কি বিকাশ !’’ অর্থাৎ সকলের বিনাশ, মূল্যবৃদ্ধির বিকাশ ৷ প্রসঙ্গত, মোদি সরকারের অন্যতম ক্যাচ লাইন হল, ‘সবকা সাথ, সবকা বিকাশ’ ৷ অর্থাৎ, সকলের সঙ্গে বিকাশ ৷ কেন্দ্রের দাবি, মোদি জমানায় গোটা দেশে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে বিকাশ বা উন্নয়নের কাজ হচ্ছে ৷ ওয়াকিবহাল মহলের মতে, সরকারের এই দাবি যে কতটা অন্তঃসারশূন্য, তা বোঝাতেই কেন্দ্রের ক্যাচ লাইনকে কার্যত ব্যঙ্গ করেছেন রাহুল ৷

আরও পড়ুন : LPG Price Hike: উৎসবের মরসুমের শুরুতেই উর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম

মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্রীয় সরকারের তুলোধনা করেছেন বর্ষীয়ান রাজনীতিক লালুপ্রসাদ যাদবও (Lalu Prasad Yadav) ৷ মোদি-শাহরা কথায় কথায় ডাবল ইঞ্জিন সরকারের কথা বলেন ৷ তাঁদের দাবি, কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও যদি বিজেপির সরকার থাকে, তাহলে উন্নয়নের কাজে গতি আসবে ৷ রবিবার সেই ‘ডাবল ইঞ্জিন সরকার’কেই নিশানা করেন লালু ৷ এদিন সকালে হিন্দিতে একটি টুইট করেন তিনি ৷ তাতে রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে একটি তথ্য পেশ করেছেন তিনি ৷ মোদি জমানায় রান্নার গ্যাসের দাম (14.2 কিলোর সিলিন্ডারে) প্রায় এক হাজার টাকা ছুঁই ছুঁই ৷ এদিকে, বিহারে এখন এনডিএ জোটেরই সরকার রয়েছে ৷ অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার গড়েও মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই পাননি বিহারবাসী ৷ বরং লালুর অভিযোগ, এই ডাবল ইঞ্জিন সরকারই বিহারের মানুষকে নির্লজ্জের মতো লুট করছে ৷

নয়াদিল্লি ও পটনা, 17 অক্টোবর : বিশ্ব ক্ষুধা সূচকে নম্বর কমেছে ভারতের ৷ আর তারপর থেকেই মোদি সরকারের ব্যর্থতা নিয়ে নতুন করে সরব হয়েছেন বিরোধীরা ৷ এদিকে, করোনা আবহে লাফিয়ে বাড়ছে পেট্রল, ডিজেলের দাম ৷ রবিবারও কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম বেড়েছে 33 পয়সা ৷ এদিন এক লিটার পেট্রল কিনতে আমজনতাকে দিতে হয়েছে 106 টাকা 43 পয়সা ৷ পিছিয়ে নেই ডিজেলও ৷ এদিন প্রতি লিটারে 35 পয়সা বেড়ে শহরে ডিজেলের দাম হয়েছে 97 টাকা 68 পয়সা ৷ যার জের গড়িয়েছে হেঁশেল পর্যন্ত ৷ খাদ্যপণ্য থেকে শুরু করে যাবতীয় সামগ্রীর দাম বাড়ছে ৷ সংসার টানতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আম আদমিকে ৷ পরিস্থিতির জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ টুইটারে নিশানা করেছেন মোদি সরকারকে ৷ কেন্দ্রের বিরুদ্ধে খড়্গহস্ত হয়েছেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবও (Lalu Prasad Yadav) ৷ তাঁর ইস্যু, রান্নার গ্যাসের লাগামছাড়া দামবৃদ্ধি ৷

আরও পড়ুন : Fuel Price Hike : কলকাতায় পেট্রলের দাম বেড়ে লিটার প্রতি 106.45 টাকা

রাহুল গান্ধি তাঁর টুইটার হ্যান্ডেলে একটি জাতীয় সংবাদমাধ্যমের একটি খবরের অংশ পোস্ট করেছেন ৷ তাতে হিন্দিতে লেখা রয়েছে, ‘‘যদি সরকার কর না বাড়াত, তাহলে প্রতি লিটার পেট্রলের দাম হত 66 টাকা, আর 55 টাকাতেই মিলত এক লিটার ডিজেল ৷’’ খবরের এই অংশের স্ক্রিন শটের সঙ্গে রাহুল হিন্দিতেই লিখেছেন, ‘‘সবকা বিনাশ, মেহঙ্গাই কি বিকাশ !’’ অর্থাৎ সকলের বিনাশ, মূল্যবৃদ্ধির বিকাশ ৷ প্রসঙ্গত, মোদি সরকারের অন্যতম ক্যাচ লাইন হল, ‘সবকা সাথ, সবকা বিকাশ’ ৷ অর্থাৎ, সকলের সঙ্গে বিকাশ ৷ কেন্দ্রের দাবি, মোদি জমানায় গোটা দেশে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে বিকাশ বা উন্নয়নের কাজ হচ্ছে ৷ ওয়াকিবহাল মহলের মতে, সরকারের এই দাবি যে কতটা অন্তঃসারশূন্য, তা বোঝাতেই কেন্দ্রের ক্যাচ লাইনকে কার্যত ব্যঙ্গ করেছেন রাহুল ৷

আরও পড়ুন : LPG Price Hike: উৎসবের মরসুমের শুরুতেই উর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম

মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্রীয় সরকারের তুলোধনা করেছেন বর্ষীয়ান রাজনীতিক লালুপ্রসাদ যাদবও (Lalu Prasad Yadav) ৷ মোদি-শাহরা কথায় কথায় ডাবল ইঞ্জিন সরকারের কথা বলেন ৷ তাঁদের দাবি, কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও যদি বিজেপির সরকার থাকে, তাহলে উন্নয়নের কাজে গতি আসবে ৷ রবিবার সেই ‘ডাবল ইঞ্জিন সরকার’কেই নিশানা করেন লালু ৷ এদিন সকালে হিন্দিতে একটি টুইট করেন তিনি ৷ তাতে রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে একটি তথ্য পেশ করেছেন তিনি ৷ মোদি জমানায় রান্নার গ্যাসের দাম (14.2 কিলোর সিলিন্ডারে) প্রায় এক হাজার টাকা ছুঁই ছুঁই ৷ এদিকে, বিহারে এখন এনডিএ জোটেরই সরকার রয়েছে ৷ অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার গড়েও মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই পাননি বিহারবাসী ৷ বরং লালুর অভিযোগ, এই ডাবল ইঞ্জিন সরকারই বিহারের মানুষকে নির্লজ্জের মতো লুট করছে ৷

Last Updated : Oct 17, 2021, 6:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.