রায়পুর, 11 জুন: মানসিক দিক দিয়ে ভীষণ রকম ভেঙে পড়েছিলেন নাথুরাম গডসে ৷ তিনি জানতেন, মহাত্মা গান্ধিকে হত্যার পর তাঁকেও মরতে হবে ৷ এমনটাই দাবি করলেন পুরীর বর্তমান শঙ্করাচার্য সন্ন্যাসী স্বামী নিশ্চলানন্দ সরস্বতী ৷ শনিবার ছত্তিশগড়ের রায়পুরে তিনি সাংবাদিকদের জানান, তাঁর কাছে এই সংক্রান্ত দু'টি বই আছে ৷ সেগুলি এখন নিষিদ্ধ ৷ তার মধ্যে একটি বই আছে বৃন্দাবনে এবং অন্যটি পুরীতে ৷
পুরীর শঙ্কারাচার্যের দাবি, নিষিদ্ধ বই দু'টি পড়লে জানা যাবে, মহাত্মা গান্ধিকে গুলি করার পর ওই ঘটনায় বিপর্যস্ত হয়েছিলেন নাথুরাম গডসে ৷ হত্যার কারণ প্রসঙ্গে সন্ন্যাসী স্বামী নিশ্চলানন্দ সরস্বতীর মত, গডসে এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ, তাঁর মনে হয়েছিল বাপুজির আদর্শই শেষ পর্যন্ত ভারতে টিকে থাকবে ৷ আর তাতে দেশের কোনও উপকার হবে না ৷ তিনি বলেন, "বাপুর বেঁচে থাকাটা দেশের ভালো করার বদলে অনেক বেশি ক্ষতির কারণ হয়ে উঠবে ৷"
মহাত্মা গান্ধিকে হত্যার পরিকল্পনার সঙ্গে সঙ্গে নাথুরাম গডসে এটাও মেনে নিয়েছিলেন, তাঁকেও একদিন মরতে হবে ৷ সেই বইটা নিষিদ্ধ হয়ে যায় ৷ এই কথা জানিয়ে পুরীর সন্ন্যাসী বলেন, "বইয়ের বিষয়বস্তু ভালো করে পড়ে আমি গডসের মানসিক অবস্থা কেমন ছিল তা পরিষ্কার বুঝতে পেরেছি ।যে কেউ বই দু'টি পড়লেই বিষয়টি উপলব্ধি করতে পারবেন ৷" তিনি আরও জানান, নাথুরাম গডসে ভেবেছিলেন তাঁকে ফাঁসিকাঠে চড়ানো হবে ৷
আরও পড়ুন: ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়ে নেহরু-গান্ধিজিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন সাভারকর, অভিযোগ রাহুলের
সন্ন্যাসীর এই দাবি রাজনৈতিক মহলের একাংশকে অবাক করেছে ৷ তাঁরা এতদিন মনে করতেন, ফাঁসির প্রাকমুহূর্ত পর্যন্ত নাথুরাম গডসে তাঁর অপরাধ নিয়ে কোনও অনুতাপ প্রকাশ করেননি ৷ তিনি কী করেছেন এবং কেন করেছেন- তা তাঁর আগে থেকেই জানা ছিল ৷ এই কথা গডসে বারবার ঘনিষ্ঠদের জানিয়েছেন বলেই গত সাত দশক ধরে রাজনৈতিক মহলে চর্চা চলছে ৷ এই আবহে পুরীর শঙ্কারাচার্যের নয়া দাবি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে তরজা তৈরি হল ৷
সন্ন্যাসী কি এই ঘটনাকে সমর্থন করেন ? না, তা তিনি কখনওই গডসের মহাত্মাকে গুলি করাকে সমর্থন করেন না বলেই জানিয়েছেন ৷ এর পাশাপাশি স্বামী নিশ্চলানন্দ সরস্বতী আরও দাবি করেছেন, তিনি প্রমাণ করতে পারেন যে, মহাত্মা গান্ধিকে হত্যা করে নাথুরাম গডসে কী প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দিয়ে গিয়েছেন ৷ পরে সাংবাদিকদের তিনি বলেন, "আমি বিজেপি বা কংগ্রেস- কোনও দলের সদস্য নই ৷ তাই রাজনৈতিক বিতর্কে জড়াতে চাই না ৷"
আরও পড়ুন: গান্ধি হত্যায় ব্যবহৃত পিস্তলটি গোয়ালিয়র থেকে কিনেছিলেন নাথুরাম