ETV Bharat / bharat

48 ঘণ্টা আগে কোরোনা পরীক্ষা, নেগেটিভ হলে মিলবে জগন্নাথ মন্দিরে প্রবেশ অনুমতি - কোরোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ

কোরোনা পরিস্থিতির জেরে দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর খুলল পুরীর জগন্নাথ মন্দির ৷ তবে মন্দিরে প্রবেশে 48 ঘণ্টা আগে করা কোরোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ হলেই মিলবে মন্দিরে ঢোকার অনুমতি ৷

Puri Lord Jagannath temple
Puri Lord Jagannath temple
author img

By

Published : Dec 23, 2020, 6:56 PM IST

পুরী, 23 ডিসেম্বর : আজ থেকে খুলল পুরীর জগন্নাথ মন্দিরের দরজা ৷ দেশজুড়ে কোরোনা পরিস্থিতির জেরে দীর্ঘ নয় মাস ধরে বন্ধ ছিল মন্দিরের দরজা ৷ কোরোনা সংক্রমণের কারণে মার্চ মাস থেকে বন্ধ করে দেওয়া হয় জগন্নাথ মন্দিরের দরজা ৷

এবার জগন্নাথের দর্শনে পুরীর বাসিন্দাদের জন্য ওয়ার্ড অনুযায়ী সময়সূচি তৈরি করল জেলা প্রশাসন ৷ সেই তালিকায় উল্লেখিত সময় ও ওয়ার্ড অনুসারে মন্দিরে প্রবেশের অনুমতি প্রদান করা হবে ৷

আরও পড়ুন : কোরোনা-বিধি মেনে ফের খুলল কেরালার সবরীমালা মন্দির

তবে মন্দিরে প্রবেশের জন্য কোরোনাবিধি মানা বাধ্যতামূলক বলে জানিয়েছে সেখানকার প্রশাসন ৷ মন্দিরে প্রবেশে 48 ঘণ্টা আগে করা কোরোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ হলেই মিলবে মন্দিরে ঢোকার অনুমতি ৷ পাশাপাশি মূর্তিতে ফুল, তূলসী দিতে পারবেন না বলেও জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে৷

আরও পড়ুন : স্বাস্থ্যবিধি মেনে সাতমাস পর খুলল হায়দরাবাদ চিড়িয়াখানা

পুরী, 23 ডিসেম্বর : আজ থেকে খুলল পুরীর জগন্নাথ মন্দিরের দরজা ৷ দেশজুড়ে কোরোনা পরিস্থিতির জেরে দীর্ঘ নয় মাস ধরে বন্ধ ছিল মন্দিরের দরজা ৷ কোরোনা সংক্রমণের কারণে মার্চ মাস থেকে বন্ধ করে দেওয়া হয় জগন্নাথ মন্দিরের দরজা ৷

এবার জগন্নাথের দর্শনে পুরীর বাসিন্দাদের জন্য ওয়ার্ড অনুযায়ী সময়সূচি তৈরি করল জেলা প্রশাসন ৷ সেই তালিকায় উল্লেখিত সময় ও ওয়ার্ড অনুসারে মন্দিরে প্রবেশের অনুমতি প্রদান করা হবে ৷

আরও পড়ুন : কোরোনা-বিধি মেনে ফের খুলল কেরালার সবরীমালা মন্দির

তবে মন্দিরে প্রবেশের জন্য কোরোনাবিধি মানা বাধ্যতামূলক বলে জানিয়েছে সেখানকার প্রশাসন ৷ মন্দিরে প্রবেশে 48 ঘণ্টা আগে করা কোরোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ হলেই মিলবে মন্দিরে ঢোকার অনুমতি ৷ পাশাপাশি মূর্তিতে ফুল, তূলসী দিতে পারবেন না বলেও জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে৷

আরও পড়ুন : স্বাস্থ্যবিধি মেনে সাতমাস পর খুলল হায়দরাবাদ চিড়িয়াখানা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.