নয়াদিল্লি, 1 অক্টোবর : মোদি সরকারের তৈরি করা কৃষি আইন প্রত্যাহার করার দাবি তুললেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি ৷ শুক্রবার নয়াদিল্লিতে তিনি দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ৷ সেখানেই মোদির কাছে তিনি এই দাবি করেছেন ৷
চরণজিৎ সিং চান্নি কয়েকদিন আগেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে বসেছেন ৷ তার পর এই প্রথম তিনি নয়াদিল্লিতে এলেন ৷ আর মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে ৷
আরও পড়ুন : Captian Amrinder Singh : ক্যাপ্টেনের অভিযোগ ওড়াল কংগ্রেস, নতুন দল গড়তে পারেন অমরিন্দর
এদিন 7 নম্বর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে তিনি 40 মিনিট ধরে বৈঠক করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তিনি নয়া তিনটি কৃষি আইন প্রত্যাহার করার দাবি জানান ৷ তাছাড়া পঞ্জাবে ধান প্রক্রিয়াকরণের কাজও দ্রুত শুরু করার দাবি জানান তিনি ৷ একই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে করোনার জন্য বন্ধ হয়ে যাওয়া করতারপুর করিডর ফের খুলে দেওয়ার আর্জি জানিয়েছেন ৷
প্রসঙ্গত, পঞ্জাবে ধান প্রক্রিয়াকরণের কাজ শুরু হত 1 অক্টোবর ৷ এবার কেন্দ্রের সিদ্ধান্তে তা 11 অক্টোবর হয়ে গিয়েছে ৷ হরিয়ানার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর করা হয়েছে ৷ সেই নিয়ম ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী ৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী নিজে বিষয়টি নিয়ে পদক্ষেপ করুন ৷
আরও পড়ুন : Natwar Singh : পঞ্জাবে ভুল হয়েছে, গান্ধি পরিবারকে কটাক্ষ নটবর সিংয়ের
এদিন চান্নি কংগ্রেসের উচ্চ নেতৃত্বের সঙ্গেও দেখা করবেন বলে খবর ৷ সেখানে পঞ্জাব সরকারের কাজকর্ম নিয়ে একটি প্যানেল তৈরি হওয়া নিয়ে আলোচনা হতে পারে ৷ এই নিয়ে নভজ্যোত সিং সিধু ও চান্নির মধ্যে আলোচনা হয়েছে বলে খবর ৷