চণ্ডীগড়, 31 জানুয়ারি: কৃষকদের আন্দোলনে ফের একবার আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের৷ তাঁর অভিযোগ, দিল্লির সীমানাগুলিতে অবস্থানরত পঞ্জাবী কৃষকদের উপর হামলা চালাচ্ছে গুন্ডারা৷ ঘটনার জন্য পুলিশকেও কাঠগড়ায় তুলেছেন তিনি৷ এই পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়াতে আগামী মঙ্গলবার একটি সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন অমরিন্দর৷
রবিবার এই সংক্রান্ত একটি বিবৃতিও জারি করা হয়৷ তাতে বলা হয়েছে, আগামী মঙ্গলবার বেলা 11টা থেকে বৈঠক শুরু হবে৷ বিভিন্ন রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে তিনি বলেন, ‘এটা মান-অভিমান করার সময় নয়৷ এটা মানুষের পাশে দাঁড়ানোর সময়৷’’
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, দিল্লির সীমানায় কৃষক আন্দোলনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে সর্বদলীয় বৈঠকে৷ বিশেষ করে 26 জানুয়ারির হিংসার পর যেভাবে সিঙ্ঘু, টিকরি সীমানায় কৃষকদের উপর হামলা হয়েছে, তার উপর গুরুত্ব আরোপ করা হবে বৈঠকে৷
আরও পড়ুন: দিল্লিতে কৃষক আন্দোলনের জের, পঞ্জাবে জারি হাই অ্য়ালার্ট
মঙ্গলবারের বৈঠকে যোগ দেওয়ার জন্য রাজ্যের সবক’টি রাজনৈতিক দলকেই আবেদন করেছেন অমরিন্দর৷ তিনি বলেন, নয়া কৃষি আইনের ফলে শুধুমাত্র রাজ্যের কৃষকরাই নন, সকলেই প্রভাবিত হয়েছেন৷ তাই সকলকে একসঙ্গেই এর মোকাবিলা করতে হবে৷