ETV Bharat / bharat

Narendra Modi : পুনেতে মোদির মন্দির তৈরি করলেন নমো ভক্ত ময়ূর - মোদির মন্দির তৈরি করলেন পুনের ময়ূর

ময়ূর মুন্ডে নামে এক ব্যক্তি, যিনি নমো ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ৷ তিনি পুনেতে তৈরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্দির ৷

pune-man-builds-temple-for-prime-minister-narendra-modi
Narendra Modi : মোদির মন্দির তৈরি করলেন পুনের ময়ূর
author img

By

Published : Aug 17, 2021, 7:57 PM IST

পুনে (মহারাষ্ট্র), 17 অগস্ট : রামমন্দির তৈরির দাবি ঘিরেই ভারতীয় রাজনীতিতে ক্রমে শক্তিবৃদ্ধি করেছে ভারতীয় জনতা পার্টি ৷ প্রায় 500 বছরের লড়াই শেষে আদালতের নির্দেশে ভগবান শ্রীরামের সেই মন্দির তৈরির কাজ শুরু হয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যায় ৷ মন্দিরের শিলান্যাস করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন : Tokyo paralympics 2020 : টোকিয়োগামী দেশের প্যারা অ্যাথলিটদের মনোবল বাড়াবেন মোদি

কিন্তু রাম জন্মভূমিতে সেই মন্দির নির্মাণের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তৈরি হয়ে গেল নরেন্দ্র মোদির মন্দির ৷ এই মন্দির তৈরি হয়েছে মহারাষ্ট্রের পুনের ঔনধ এলাকায় ৷ যিনি তৈরি করেছেন তাঁর নাম ময়ূর মুন্ডে ৷ তিনি নমো ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ৷

ভগবানের মন্দির নির্মাণের আগে তৈরি হয়ে গেল ভক্তের মন্দির ৷ তা তৈরি করলেন ভক্তেরই ভক্ত ৷ আর সেই ভক্ত ময়ূর মুন্ডে ইটিভি ভারতের কাছে দাবি করলেন ভারতে তাঁর নিজের জমিতেই প্রথম নরেন্দ্র মোদির মন্দির ৷ মোদির কাজের প্রতি অনুপ্রাণিত হয়ে তিনি এই কাজ করেছেন ৷

আরও পড়ুন : India Olympics : সিন্ধুকে আইসক্রিম, নীরজকে চুরমা, কথা রাখলেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, ‘‘এটা বলা হয় যে আমরা যতদিন বেঁচে আছি, সমাজকে কিছুটা ফিরিয়ে দিতে হয় ৷ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ভারতের জন্য অনেক কিছু করছেন ৷ তা সত্যিই অনুপ্ররেণার ৷ তাই আমরা প্রধানমন্ত্রীর জন্য একটি মন্দির তৈরি করতে চেয়েছি ৷’’ তাঁর দাবি, তিনি একা নন ৷ তাঁর মতো আরও অনেকে আছেন, যাঁরা এমন মন্দির তৈরি করতে চান ৷

পুনে (মহারাষ্ট্র), 17 অগস্ট : রামমন্দির তৈরির দাবি ঘিরেই ভারতীয় রাজনীতিতে ক্রমে শক্তিবৃদ্ধি করেছে ভারতীয় জনতা পার্টি ৷ প্রায় 500 বছরের লড়াই শেষে আদালতের নির্দেশে ভগবান শ্রীরামের সেই মন্দির তৈরির কাজ শুরু হয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যায় ৷ মন্দিরের শিলান্যাস করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন : Tokyo paralympics 2020 : টোকিয়োগামী দেশের প্যারা অ্যাথলিটদের মনোবল বাড়াবেন মোদি

কিন্তু রাম জন্মভূমিতে সেই মন্দির নির্মাণের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তৈরি হয়ে গেল নরেন্দ্র মোদির মন্দির ৷ এই মন্দির তৈরি হয়েছে মহারাষ্ট্রের পুনের ঔনধ এলাকায় ৷ যিনি তৈরি করেছেন তাঁর নাম ময়ূর মুন্ডে ৷ তিনি নমো ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ৷

ভগবানের মন্দির নির্মাণের আগে তৈরি হয়ে গেল ভক্তের মন্দির ৷ তা তৈরি করলেন ভক্তেরই ভক্ত ৷ আর সেই ভক্ত ময়ূর মুন্ডে ইটিভি ভারতের কাছে দাবি করলেন ভারতে তাঁর নিজের জমিতেই প্রথম নরেন্দ্র মোদির মন্দির ৷ মোদির কাজের প্রতি অনুপ্রাণিত হয়ে তিনি এই কাজ করেছেন ৷

আরও পড়ুন : India Olympics : সিন্ধুকে আইসক্রিম, নীরজকে চুরমা, কথা রাখলেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, ‘‘এটা বলা হয় যে আমরা যতদিন বেঁচে আছি, সমাজকে কিছুটা ফিরিয়ে দিতে হয় ৷ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ভারতের জন্য অনেক কিছু করছেন ৷ তা সত্যিই অনুপ্ররেণার ৷ তাই আমরা প্রধানমন্ত্রীর জন্য একটি মন্দির তৈরি করতে চেয়েছি ৷’’ তাঁর দাবি, তিনি একা নন ৷ তাঁর মতো আরও অনেকে আছেন, যাঁরা এমন মন্দির তৈরি করতে চান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.