পুদুচেরী, 3 মে : কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরীর বিধানসভা নির্বাচনে 6টি আসনে জিতেছে বিজেপি ৷ তারা 9টি আসনে লড়াই করেছিল ৷ এই নির্বাচনে বিজেপির শরিক ছিল এআইএডিএমকে ৷ ভোটের ফল বের হওয়ার পর দেখা গেল, তারা এখন ছোট শরিক হয়ে গিয়েছে ৷
ফলে বিজেপি এবার দক্ষিণ ভারতের এই কেন্দ্রশাসিত অঞ্চলে মুখ্যমন্ত্রিত্বের বড় দাবিদার ৷ তবে সেখানকার রাজনৈতিক মহলের থেকে জানা যাচ্ছে যে বিজেপির পক্ষে এই দাবি শরিকদের থেকে আদায় করা সহজ হবে না ৷ কারণ, বিজেপি-র এই জোটে রয়েছে এনআর কংগ্রেসও ৷ তারাও পুদুচেরীর মুখ্যমন্ত্রী পদের দাবি করতে শুরু করেছে ৷
আরও পড়ুন : তাজা বাতাস দেবে ত্রিপুরার অক্সিজেন পার্ক
আগামী শুক্রবার পুদুচেরীর নতুন সরকার শপথ নেবে ৷ তার আগে জয়ী পক্ষের পরিষদীয় দল বসে ঠিক করবে যে কে হবেন মুখ্যমন্ত্রী ৷ সেই বৈঠকে বিজেপি না এনআর কংগ্রেস, কাদের দাবি পূরণ হয়, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷