ভারতের বাজারে ফের কি ফিরে আসছে পাবজি ? এমনই জল্পনা উঠলেও সরকারি ভাবে কোনও তরফই এই বিষয়ে কিছু জানায়নি ৷
গত বছর ভারত সরকার ব্য়ান করে জনপ্রিয় গেম পাবজিকে ৷ যাদের ব্য়বহারকারীর সংখ্য়া ছিল প্রায় কয়েক লাখ ৷ নিরাপত্তার কারণ দেখিয়ে রাতারাতি বন্ধ করে দেওয়া হয় গেমটি ৷ কিন্তু ফের পাবজি প্রিয় মানুষদের কাছে হাসি ফুটতে পারে , এমনই মনে করা হচ্ছে ৷
পাবজি বন্ধ করার পর সংস্থার তরফে বারবার সরকারের সঙ্গে আলোচনা চালানো হয়েছে ৷ ভারতে ফের গেমটি চালু করার বিষয়ে বেশ কিছু শর্ত আরোপ করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে ৷ এবং সেই সব বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলে দুই পক্ষের মধ্য়ে ৷ এমনই জানা যাচ্ছে সূত্র মারফত ৷ যদিও এই বিষয়ে কী চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তা এখনও কোনও পক্ষই জানায়নি ৷
আরও পড়ুন- ফেসবুকে আসছে নতুন ফিচার, সুবিধা হবে আপনারও
কয়েকদিন আগে মাইক্রোসফট আজ়ুরের সঙ্গে জোট করেছে পাবজি গেমস ৷ শুধু তাই নয়, লিঙ্কডিনে ওই সংস্থার তরফে বিজ্ঞাপন দেওয়া হয়েছে স্ট্রাটেজি অ্য়ানালিস্ট নেওয়ার জন্য় ৷ এবং ইনভেস্টমেন্ট পার্টনারের খোঁজ চালাচ্ছে সংস্থাটি ৷ যা দেখে বিশেষজ্ঞরা মনে করছেন ফের ভারতে ফিরে আসতে পারে পাবজি গেমস ৷
পাবজি মোবাইলের কনটেন্ট ক্রিয়েটর গডনিক্সন ওরফে লাভ শর্মা তাঁর একটি কন্টেন্টে জানিয়েছেন, ভারত সরকার পাবজিকে ফের ছাড় দিতে পারে ৷ তবে নির্দিষ্ট করে কোনও দিন বা তারিখ জানা যায়নি ৷
অন্য়দিকে পাবজি গেমসের প্রো গেমার ঘাতক যার অপর নাম অভিজিৎ অন্ধারে টুইট করে জানিয়েছেন, এই বিষয়ে কোনও তথ্য় প্রকাশ করতে চাননা তবে পাবজি প্রেমীদের জন্য় আগামী দুমাসের মধ্য়ে বেশ কিছু ভালো খবর আসছে ৷