দিল্লি, 28 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জখম পুলিশকর্মীদের দেখতে হাসপাতালে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আহত পুলিশকর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসকদের থেকে তাঁদের স্বাস্থ্যের খবরও নেন তিনি।
বৃহস্পতিবার সিভিল লাইন এলাকায় সুশ্রুত ট্রমা কেয়ার সেন্টার ও তীর্থ রাম হাসপাতালে আহত পুলিশকর্মীদের দেখতে যান অমিত শাহ । তিনি বলেন, ''পুলিশকর্মীরা যে সাহস দেখিয়েছেন, সে জন্য আমরা গর্বিত।''
দিল্লি পুলিশ জানিয়েছে, 26 জানুয়ারি বিক্ষোভকারী কৃষকরা নিজেদের মিছিলের রুট ভেঙে ট্র্যাক্টর নিয়ে ও হেঁটে দিল্লির প্রাণকেন্দ্রে ঢুকে পড়লে তাঁদের বাধা দেওয়া হয় । তখনই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে । আইটিও এলাকায় ধুন্ধুমার বাঁধার পর লালকেল্লায় ঢুকে পড়েন বিক্ষোভরত কৃষকরা। সেখানে নিজেদের পতাকাও তুলে দেন তাঁরা। যদিও হিংসার ঘটনায় তাঁদের কোনও হাত নেই বলে দাবি করেছেন কৃষক নেতারা।
আরও পড়ুন: কৃষক নেতাদের উপর নজর রাখতে গোয়েন্দাদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের
সে দিনের ঘটনায় 300-রও বেশি পুলিশকর্মী জখম হয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ ব্যারিকেড করে তাঁদের মিছিলকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। টিয়ার গ্যাস ছোড়ার পাশাপাশি তারা লাঠিচার্জও করে। তবে সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় কর্মরত এক পুলিশকর্মীর দাবি, বিক্ষোভকারীরা 'পুলিশকে মারো' বলে স্লোগান তুলেছিল। হাতে লাঠি নিয়েই লালকেল্লায় ঢুকে কর্তব্যরত পুলিশকর্মীদের বেধড়ক মারধর করেন বিক্ষোভকারীরা। ট্র্যাক্টর দিয়ে পুলিশ কর্মীদের চাপা দেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ।
তীর্থ রাম শাহ হাসপাতালে ভর্তি জখম হেড কনস্টেবল পঞ্জাব সিং বলেন, ''আমরা যখন বিক্ষোভকারী কৃষকদের থামানোর চেষ্টা করলাম তখন ওরা আমাদের ঘিরে ধরল। লাঠি নিয়ে আমাদের উপর হামলা চালাল। আমাকে লাঠি দিয়ে মারা হয়েছে । মাথায় ও কবজিতে ৃআঘাত লেগেছে। আমি তখন দাঁড়াতেও পারছিলাম না, মাটিতে পড়ে যাই।''