ETV Bharat / bharat

Rakesh Tikait on Farm Laws Repeal : সংসদে কৃষি আইন প্রত্যাহার হলেই আন্দোলনে ইতি, জানালেন রাকেশ টিকায়েত - Samyukt Kisan Morcha

সংসদে কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত কৃষকদের অবস্থান বিক্ষোভ উঠবে না বলে জানালেন কৃষক নেতা রাকেশ টিকায়েত ৷ কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণার পর ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন ভারতীয় কিষান ইউনিয়নের এই নেতা ৷ অন্যদিকে, কৃষি আইন প্রত্যাহারকে স্বাগত জানালেও, রাকেশ টিকায়েতের সুরেই কেন্দ্রকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখল সংযুক্ত কিষান মোর্চা ৷

Protest will end when farm laws repealed in Parliament says Rakesh Tikait
সংসদে কৃষি আইন প্রত্যাহার হলেই উঠবে আন্দোলন, জানালেন রাকেশ টিকায়েত
author img

By

Published : Nov 19, 2021, 1:22 PM IST

Updated : Nov 19, 2021, 6:53 PM IST

গাজিয়াবাদ, 19 নভেম্বর : দিল্লির সীমানা থেকে এখনই কৃষকদের আন্দোলন প্রত্যাহার করা হবে না ৷ মহারাষ্ট্রে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত ৷ তিনি জানিয়েছেন, যতক্ষণ না কৃষক বিরোধী তিনটি আইন সংসদে প্রত্যাহার করা হচ্ছে, ততক্ষণ কৃষকদের আন্দোলন চলবে ৷ তবে, 40টি কৃষক সংগঠনকে নিয়ে গঠিত সংযুক্ত কিষান মোর্চা কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ৷ এনিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে সংযুক্ত কিষান মোর্চা ৷ যেখানে বলা হয়েছে, কৃষি আইন প্রত্যাহার নিয়ে কেন্দ্রের নেওয়া সবরকম পদক্ষেপের উপর তারা নজর রাখবে এবং দ্রুত বৈঠক করে পরবর্তী সিদ্ধান্তের কথা জানানো হবে ৷ প্রসঙ্গত, আজ সকালে জাতির উদ্দেশ্যে ভাষণে নয়া তিনটি কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

তবে, কেন্দ্র পিছু হটলেও কৃষক সংগঠনগুলি এখনই আন্দোলন প্রত্যাহারের পথে যাবে না বলে জানিয়ে দিলেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত ৷ মহারাষ্ট্রে ইটিভি ভারতকে এক সাক্ষাৎকারে রাকেশ টিকায়েত বলেন, ‘‘সংসদে কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত কৃষকদের অবস্থান বিক্ষোভ চলবে ৷ সেই সঙ্গে ন্যূনতম সহায়ক মূল্যও সরকারকে ঘোষণা করতে হবে ৷ এনিয়ে আজ সংযুক্ত কিষান মোর্চা বৈঠকে বসবে ৷ সেখানেই পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷’’

আরও পড়ুন : Farm Laws : তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা মোদির

কেন্দ্রীয় সরকারের পিছু হটার কারণ জানিয়ে টিকায়েত বলেন, ‘‘গত একবছরে দেশজুড়ে বিজেপি সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে ৷ তাই নিজেদের মুখ বাঁচাতে বাধ্য হয়ে পিছু হটেছে মোদি সরকার ৷’’ এদিন সকালে এনিয়ে একটি টুইটও করেন রাকেশ টিকায়েত ৷ সেখানেও একই কথা বলেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা ৷ তিনি বলেন, ‘‘এখনই আন্দোলন তুলে নেওয়া হবে না ৷ আমরা সেই দিনের জন্য অপেক্ষা করব, যেদিন সংসদে কৃষি আইন প্রত্যাহার করা হবে ৷ আর সেই সঙ্গে ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করা হবে ৷ আর সরকারকে অন্যান্য সমস্যাগুলি নিয়েও কৃষকদের সঙ্গে কথা বলতে হবে ৷’’

আরও পড়ুন : Farm Laws : কৃষি আইন প্রত্যাহার কৃষক সমাজের জয়, বললেন মমতা

তবে, রাকেশ টিকায়েতকে যতটা না আগ্রাসী মনোভাব নিতে দেখা গিয়েছে ৷ তার থেকেও বেশ কঠোর মনোভাব দেখিয়েছে 40টি কৃষক সংগঠনকে নিয়ে তৈরি সংযুক্ত কিষান মোর্চা’ ৷ সংগঠনের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে,কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে ৷ সেই সঙ্গে কেন্দ্রের পরবর্তী পদক্ষেপের উপরেও তারা নজর রাখবে বলে জানানো হয়েছে ৷ সেই মতো সংযুক্ত কিষান মোর্চার বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷

মোর্চার তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সংযুক্ত কিষান মোর্চা সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে এবং সেইসঙ্গে যথাযথ সংসদীয় পদ্ধতির মাধ্যমে ঘোষণা কার্যকর হওয়ার জন্য অপেক্ষা করা হবে ৷ এটা যদি সত্যি হয় ! তবে, ভারতের কৃষকদের একবছর ধরে চলা এই আন্দোলনের ঐতিহাসিক জয় হবে ৷ এই লড়াইয়ে প্রায় 700 জন কৃষক শহিদ হয়েছেন ৷ কেন্দ্রীয় সরকারের হঠকারী সিদ্ধান্তে এই কৃষকদের মৃত্যুর কারণ ৷ সেই সঙ্গে লখিমপুর খেরির ঘটনার জন্যও তারাই দায়ী ৷’’

আরও পড়ুন : Farm Laws : কৃষি আইন প্রত্যাহারে কৃষকদের অভিনন্দন জানানোর ধুম বামেদের, মমতাকে খোঁচা সুজনের

তবে, কৃষকদের আন্দোলন যে শুধু কৃষি আইন প্রত্যাহার নিয়ে নয় ৷ সেটাও প্রেস বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মনে করিয়ে দিয়েছে সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্ব ৷ ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা এবং সংশোধিত বিদ্যুৎ আইন প্রত্যাহারের বিষয়টিও প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছে মোর্চা ৷ এনিয়ে দ্রুত সংগঠনের তরফে বৈঠকে বসা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ৷

প্রসঙ্গত, গত বছর 11 সেপ্টেম্বর সংসদে নয়া তিনটি কেন্দ্রীয় কৃষি আইন পাশ করায় এনডিএ সরকার ৷ যে আইন কৃষকদের স্বার্থবিরোধী বলে দাবি করে 26 নভেম্বর থেকে দিল্লি সীমানায় আন্দোলন শুরু করে কৃষকদের একাংশ ৷ মূলত পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান এবং উত্তরপ্রদেশের কৃষকরা রাজধানীর বিভিন্ন সীমানায় অবস্থান বিক্ষোভ শুরু করে ৷ এমনকি এবছর 26 জানুয়ারি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের লালকেল্লা অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ৷ এরপর একাধিকবার সংযুক্ত কিষান মোর্চার প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক হয় ৷ যেখানে তিনটি কৃষি আইন সম্পূর্ণভাবে প্রত্যাহারের দাবিতে অনড় থাকেন কৃষকরা ৷ যার ফলস্বরূপ এবার পিছু হটল কেন্দ্র ৷

গাজিয়াবাদ, 19 নভেম্বর : দিল্লির সীমানা থেকে এখনই কৃষকদের আন্দোলন প্রত্যাহার করা হবে না ৷ মহারাষ্ট্রে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত ৷ তিনি জানিয়েছেন, যতক্ষণ না কৃষক বিরোধী তিনটি আইন সংসদে প্রত্যাহার করা হচ্ছে, ততক্ষণ কৃষকদের আন্দোলন চলবে ৷ তবে, 40টি কৃষক সংগঠনকে নিয়ে গঠিত সংযুক্ত কিষান মোর্চা কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ৷ এনিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে সংযুক্ত কিষান মোর্চা ৷ যেখানে বলা হয়েছে, কৃষি আইন প্রত্যাহার নিয়ে কেন্দ্রের নেওয়া সবরকম পদক্ষেপের উপর তারা নজর রাখবে এবং দ্রুত বৈঠক করে পরবর্তী সিদ্ধান্তের কথা জানানো হবে ৷ প্রসঙ্গত, আজ সকালে জাতির উদ্দেশ্যে ভাষণে নয়া তিনটি কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

তবে, কেন্দ্র পিছু হটলেও কৃষক সংগঠনগুলি এখনই আন্দোলন প্রত্যাহারের পথে যাবে না বলে জানিয়ে দিলেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত ৷ মহারাষ্ট্রে ইটিভি ভারতকে এক সাক্ষাৎকারে রাকেশ টিকায়েত বলেন, ‘‘সংসদে কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত কৃষকদের অবস্থান বিক্ষোভ চলবে ৷ সেই সঙ্গে ন্যূনতম সহায়ক মূল্যও সরকারকে ঘোষণা করতে হবে ৷ এনিয়ে আজ সংযুক্ত কিষান মোর্চা বৈঠকে বসবে ৷ সেখানেই পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷’’

আরও পড়ুন : Farm Laws : তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা মোদির

কেন্দ্রীয় সরকারের পিছু হটার কারণ জানিয়ে টিকায়েত বলেন, ‘‘গত একবছরে দেশজুড়ে বিজেপি সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে ৷ তাই নিজেদের মুখ বাঁচাতে বাধ্য হয়ে পিছু হটেছে মোদি সরকার ৷’’ এদিন সকালে এনিয়ে একটি টুইটও করেন রাকেশ টিকায়েত ৷ সেখানেও একই কথা বলেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা ৷ তিনি বলেন, ‘‘এখনই আন্দোলন তুলে নেওয়া হবে না ৷ আমরা সেই দিনের জন্য অপেক্ষা করব, যেদিন সংসদে কৃষি আইন প্রত্যাহার করা হবে ৷ আর সেই সঙ্গে ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করা হবে ৷ আর সরকারকে অন্যান্য সমস্যাগুলি নিয়েও কৃষকদের সঙ্গে কথা বলতে হবে ৷’’

আরও পড়ুন : Farm Laws : কৃষি আইন প্রত্যাহার কৃষক সমাজের জয়, বললেন মমতা

তবে, রাকেশ টিকায়েতকে যতটা না আগ্রাসী মনোভাব নিতে দেখা গিয়েছে ৷ তার থেকেও বেশ কঠোর মনোভাব দেখিয়েছে 40টি কৃষক সংগঠনকে নিয়ে তৈরি সংযুক্ত কিষান মোর্চা’ ৷ সংগঠনের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে,কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে ৷ সেই সঙ্গে কেন্দ্রের পরবর্তী পদক্ষেপের উপরেও তারা নজর রাখবে বলে জানানো হয়েছে ৷ সেই মতো সংযুক্ত কিষান মোর্চার বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷

মোর্চার তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সংযুক্ত কিষান মোর্চা সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে এবং সেইসঙ্গে যথাযথ সংসদীয় পদ্ধতির মাধ্যমে ঘোষণা কার্যকর হওয়ার জন্য অপেক্ষা করা হবে ৷ এটা যদি সত্যি হয় ! তবে, ভারতের কৃষকদের একবছর ধরে চলা এই আন্দোলনের ঐতিহাসিক জয় হবে ৷ এই লড়াইয়ে প্রায় 700 জন কৃষক শহিদ হয়েছেন ৷ কেন্দ্রীয় সরকারের হঠকারী সিদ্ধান্তে এই কৃষকদের মৃত্যুর কারণ ৷ সেই সঙ্গে লখিমপুর খেরির ঘটনার জন্যও তারাই দায়ী ৷’’

আরও পড়ুন : Farm Laws : কৃষি আইন প্রত্যাহারে কৃষকদের অভিনন্দন জানানোর ধুম বামেদের, মমতাকে খোঁচা সুজনের

তবে, কৃষকদের আন্দোলন যে শুধু কৃষি আইন প্রত্যাহার নিয়ে নয় ৷ সেটাও প্রেস বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মনে করিয়ে দিয়েছে সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্ব ৷ ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা এবং সংশোধিত বিদ্যুৎ আইন প্রত্যাহারের বিষয়টিও প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছে মোর্চা ৷ এনিয়ে দ্রুত সংগঠনের তরফে বৈঠকে বসা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ৷

প্রসঙ্গত, গত বছর 11 সেপ্টেম্বর সংসদে নয়া তিনটি কেন্দ্রীয় কৃষি আইন পাশ করায় এনডিএ সরকার ৷ যে আইন কৃষকদের স্বার্থবিরোধী বলে দাবি করে 26 নভেম্বর থেকে দিল্লি সীমানায় আন্দোলন শুরু করে কৃষকদের একাংশ ৷ মূলত পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান এবং উত্তরপ্রদেশের কৃষকরা রাজধানীর বিভিন্ন সীমানায় অবস্থান বিক্ষোভ শুরু করে ৷ এমনকি এবছর 26 জানুয়ারি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের লালকেল্লা অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ৷ এরপর একাধিকবার সংযুক্ত কিষান মোর্চার প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক হয় ৷ যেখানে তিনটি কৃষি আইন সম্পূর্ণভাবে প্রত্যাহারের দাবিতে অনড় থাকেন কৃষকরা ৷ যার ফলস্বরূপ এবার পিছু হটল কেন্দ্র ৷

Last Updated : Nov 19, 2021, 6:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.