ETV Bharat / bharat

প্রতিবাদ আর সন্ত্রাসবাদ এক জিনিস নয়, দিল্লি হিংসা মামলায় পর্যবেক্ষণ আদালতের - জামিন

দিল্লি হিংসার ঘটনায় ধৃত নতাশা নারওয়াল, দেবাঙ্গনা কালিতা এবং আসিফ ইকবাল তনহাকে জামিন দিল দিল্লি হাইকোর্ট ৷ এই ঘটনায় আদালতের পর্যবেক্ষণ, ‘‘সংবিধান স্বীকৃত প্রতিবাদের অধিকার’’ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ এক জিনিস নয় ৷ বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ করাতেই গত বছরের মে মাসে গ্রেফতার করা হয়েছিল এই তিনজনকে ৷

protest and terrorism are not the same, said delhi high court on activists' arrests in delhi violence case
প্রতিবাদ আর সন্ত্রাসবাদ এক জিনিস নয়, দিল্লি হিংসা মামলায় পর্যবেক্ষণ আদালতের
author img

By

Published : Jun 15, 2021, 2:04 PM IST

নয়াদিল্লি, 15 জুন : ‘‘সংবিধান স্বীকৃত প্রতিবাদের অধিকার’’ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ এক জিনিস নয় ৷ মঙ্গলবার তার পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court) ৷ এদিন দিল্লি দাঙ্গা মামলায় ধৃত তিন প্রতিবাদীর জামিন মঞ্জুর করার সময় এই মন্তব্য করে আদালত ৷ গত বছরের গোড়ার দিকে হিংসা ছড়ায় রাজধানী দিল্লিতে ৷ সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই তিন প্রতিবাদীকে গ্রেফতার করা হয় ৷ তারপর থেকে এক বছরেরও বেশি সময় ধরে বন্দি ছিলেন তাঁরা ৷ সূত্রের খবর, বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ করাতেই গ্রেফতার করা হয়েছিল এই তিনজনকে ৷

ধৃতদের মধ্যে নতাশা নারওয়াল (Natasha Narwal) এবং দেবাঙ্গনা কালিতা (Devangana Kalita) পিঞ্জরা তোড় (Pinjra Tod) নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত ৷ যারা মূলত নারীর অধিকার রক্ষা নিয়ে কাজ করে ৷ অপর ধৃত আসিফ ইকবাল তনহা (Asif Iqbal Tanha) জামিয়া মিলিয়া ইসলামিয়ার (Jamia Millia Islamia) ছাত্র ৷ গত বছরের মে মাসে তাঁদের গ্রেফতার করা হয় ৷ কঠোর বেআইনি কার্যকলাপ (বিরোধী) আইনের আওতায় তাঁদের গ্রেফতার করা হয় ৷ এবং এর আগে এই তিনজনেরই জামিনের আবেদন নাকচ করে দেয় নিম্ন আদালত ৷

আরও পড়ুন : বাবার শেষকৃত্যের জন্য অন্তর্বর্তী জামিন পেলেন নতাশা নারওয়াল

মঙ্গলবার নিম্ন আদালতের সেই রায়ের সঙ্গে সহমত হয়নি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ বিচারপতি সিদ্ধার্থ মৃদুল এবং বিচারপতি অনুপ জয়রাম ভাম্ভানি তিন আবেদনকারীরই জামিনের আবেদন মঞ্জুর করেন ৷ তাঁদের প্রত্যেককে 50 হাজার টাকার ব্যক্তিগত বন্ড ও সিওরিটির বিনিময়ে জামিন দেওয়া হয় ৷ বদলে তিনজনকেই তাঁদের পাসপোর্ট জমা রাখতে হয়েছে ৷ একইসঙ্গে আদালতের নির্দেশ, জামিনে ছাড়া পাওয়ার পর তাঁর কোনও বেআইনি কাজে যুক্ত হতে পারবেন না এবং তদন্তেও পূর্ণ সহযোগিতা করতে হবে ৷

এদিনের শুনানি চলাকালীন আদালত তার পর্যবেক্ষণে বলে, ‘‘মনে হচ্ছে, মতবিরোধকে চেপে দেওয়ার যে উদ্বেগ রাষ্ট্রের মানসিকতায় রয়েছে, তাতে সংবিধান স্বীকৃত প্রতিবাদের অধিকার এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের মধ্যেকার সীমারেখা ঝাপসা হয়ে যাচ্ছে ৷ যদি এই ধরনের মানসিকতা ক্রমশ বাড়তে থাকে, তাহলে তা গণতন্ত্রের জন্য দুঃখের ৷’’

আরও পড়ুন : দিল্লির হিংসায় অভিযুক্ত 20 জনের ছবি প্রকাশ

আদালতের এই পর্যবেক্ষণ পুলিশ, প্রশাসন ও সরকারের পক্ষে অস্বস্তিকর বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ তাছাড়া, এদিন আদালতের মন্তব্যে সরাসরি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ পুলিশের দাবি ছিল, নতাশা নারওয়াল হিংসায় উসকানি দিয়েছেন ৷ কিন্তু কোনও ভিডিয়ো ফুটেজে পুলিশের এই দাবির প্রমাণ মেলেনি বলে জানিয়েছে আদালত ৷

নয়াদিল্লি, 15 জুন : ‘‘সংবিধান স্বীকৃত প্রতিবাদের অধিকার’’ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ এক জিনিস নয় ৷ মঙ্গলবার তার পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court) ৷ এদিন দিল্লি দাঙ্গা মামলায় ধৃত তিন প্রতিবাদীর জামিন মঞ্জুর করার সময় এই মন্তব্য করে আদালত ৷ গত বছরের গোড়ার দিকে হিংসা ছড়ায় রাজধানী দিল্লিতে ৷ সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই তিন প্রতিবাদীকে গ্রেফতার করা হয় ৷ তারপর থেকে এক বছরেরও বেশি সময় ধরে বন্দি ছিলেন তাঁরা ৷ সূত্রের খবর, বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ করাতেই গ্রেফতার করা হয়েছিল এই তিনজনকে ৷

ধৃতদের মধ্যে নতাশা নারওয়াল (Natasha Narwal) এবং দেবাঙ্গনা কালিতা (Devangana Kalita) পিঞ্জরা তোড় (Pinjra Tod) নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত ৷ যারা মূলত নারীর অধিকার রক্ষা নিয়ে কাজ করে ৷ অপর ধৃত আসিফ ইকবাল তনহা (Asif Iqbal Tanha) জামিয়া মিলিয়া ইসলামিয়ার (Jamia Millia Islamia) ছাত্র ৷ গত বছরের মে মাসে তাঁদের গ্রেফতার করা হয় ৷ কঠোর বেআইনি কার্যকলাপ (বিরোধী) আইনের আওতায় তাঁদের গ্রেফতার করা হয় ৷ এবং এর আগে এই তিনজনেরই জামিনের আবেদন নাকচ করে দেয় নিম্ন আদালত ৷

আরও পড়ুন : বাবার শেষকৃত্যের জন্য অন্তর্বর্তী জামিন পেলেন নতাশা নারওয়াল

মঙ্গলবার নিম্ন আদালতের সেই রায়ের সঙ্গে সহমত হয়নি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ বিচারপতি সিদ্ধার্থ মৃদুল এবং বিচারপতি অনুপ জয়রাম ভাম্ভানি তিন আবেদনকারীরই জামিনের আবেদন মঞ্জুর করেন ৷ তাঁদের প্রত্যেককে 50 হাজার টাকার ব্যক্তিগত বন্ড ও সিওরিটির বিনিময়ে জামিন দেওয়া হয় ৷ বদলে তিনজনকেই তাঁদের পাসপোর্ট জমা রাখতে হয়েছে ৷ একইসঙ্গে আদালতের নির্দেশ, জামিনে ছাড়া পাওয়ার পর তাঁর কোনও বেআইনি কাজে যুক্ত হতে পারবেন না এবং তদন্তেও পূর্ণ সহযোগিতা করতে হবে ৷

এদিনের শুনানি চলাকালীন আদালত তার পর্যবেক্ষণে বলে, ‘‘মনে হচ্ছে, মতবিরোধকে চেপে দেওয়ার যে উদ্বেগ রাষ্ট্রের মানসিকতায় রয়েছে, তাতে সংবিধান স্বীকৃত প্রতিবাদের অধিকার এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের মধ্যেকার সীমারেখা ঝাপসা হয়ে যাচ্ছে ৷ যদি এই ধরনের মানসিকতা ক্রমশ বাড়তে থাকে, তাহলে তা গণতন্ত্রের জন্য দুঃখের ৷’’

আরও পড়ুন : দিল্লির হিংসায় অভিযুক্ত 20 জনের ছবি প্রকাশ

আদালতের এই পর্যবেক্ষণ পুলিশ, প্রশাসন ও সরকারের পক্ষে অস্বস্তিকর বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ তাছাড়া, এদিন আদালতের মন্তব্যে সরাসরি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ পুলিশের দাবি ছিল, নতাশা নারওয়াল হিংসায় উসকানি দিয়েছেন ৷ কিন্তু কোনও ভিডিয়ো ফুটেজে পুলিশের এই দাবির প্রমাণ মেলেনি বলে জানিয়েছে আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.