ETV Bharat / bharat

দুর্ঘটনা ডিঙিয়ে রামপুর পৌঁছাল প্রিয়াঙ্কার কনভয় - দুর্ঘটনা ডিঙিয়ে রামপুর পৌঁছাল প্রিয়াঙ্কার কনভয়

মৃত কৃষকের পরিবারকে সমবদেনা জানাতে রামপুরে পৌঁছালেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ সকালে রামপুরে যাওয়ার পথে গড় মুক্তেশ্বরে দুর্ঘটনার কবলে পড়ে প্রিয়াঙ্কা গান্ধির বঢরার কনভয় ৷

priyanka-to-visit-rampur-to-condole-farmers-death-during-r-day-rally
priyanka-to-visit-rampur-to-condole-farmers-death-during-r-day-rally
author img

By

Published : Feb 4, 2021, 1:38 PM IST

দিল্লি, 4 ফেব্রুয়ারি : 26 জানুয়ারির কিষান ট্র্যাক্টর ব়্যালিতে মৃত কৃষক নভরিত সিংয়ের পরিবারের সঙ্গে দেখা করতে উত্তরপ্রদশের রামপুরে পৌঁছালেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ প্রথম থেকেই কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস ৷ এবার মৃত কৃষকের পরিবারকে সমবেদনা জানাতে রামপুরে পৌঁছালেন প্রিয়াঙ্কা ৷ এদিকে সকালে রামপুরে যাওয়ার পথে গড় মুক্তেশ্বরে দুর্ঘটনার কবলে পড়ে প্রিয়াঙ্কা গান্ধির বঢরার কনভয় ৷ কনভয়ের একটি গাড়ি আচমকা ব্রেক কষতে অন্য গাড়িগুলির সঙ্গে ধাক্কাধাক্কি হয় ৷ এতে অবশ্য কংগ্রেস নেত্রী বা অন্য কেউ আহত হননি ৷

আরও খবর: দিল্লির ট্র্যাক্টর মিছিলে মৃত কৃষকের বাড়ি যাচ্ছেন প্রিয়াঙ্কা

সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর যাত্রার অনুমতি দিয়েছিল দিল্লি পুলিশ ৷ কিন্তু, একদল কৃষক পুলিশের তিনটি ব্যারকেড ভেঙে আইটিও এলাকায় ঢুকে পড়ে ৷ সেখানেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারী কৃষকদের সংঘর্ষ হয় ৷ যাতে মৃত্যু হয় আন্দোলনকারী কৃষক নভনিত সিংয়ের ৷ এই নভনিত সিংয়ের পরিবারের সঙ্গে দেখা করতেই রামপুরে পৌঁছেছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, কৃষক পরিবারের সঙ্গে দেখা করতে রামপুরে পৌঁছেছেন উত্তরপ্রদেশের প্রথম সারির কংগ্রেস নেতারাও ৷

রামপুর পৌঁছালেন প্রিয়াঙ্কা ৷

এদিকে এখনও অবধি জানা যায়নি মৃত কৃষক পরিবারের সঙ্গে দেখা করার বিষয়ে প্রিয়াঙ্কা স্থানীয় প্রশাসনের অনুমতি পেয়েছেন কি-না ৷

দিল্লি, 4 ফেব্রুয়ারি : 26 জানুয়ারির কিষান ট্র্যাক্টর ব়্যালিতে মৃত কৃষক নভরিত সিংয়ের পরিবারের সঙ্গে দেখা করতে উত্তরপ্রদশের রামপুরে পৌঁছালেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ প্রথম থেকেই কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস ৷ এবার মৃত কৃষকের পরিবারকে সমবেদনা জানাতে রামপুরে পৌঁছালেন প্রিয়াঙ্কা ৷ এদিকে সকালে রামপুরে যাওয়ার পথে গড় মুক্তেশ্বরে দুর্ঘটনার কবলে পড়ে প্রিয়াঙ্কা গান্ধির বঢরার কনভয় ৷ কনভয়ের একটি গাড়ি আচমকা ব্রেক কষতে অন্য গাড়িগুলির সঙ্গে ধাক্কাধাক্কি হয় ৷ এতে অবশ্য কংগ্রেস নেত্রী বা অন্য কেউ আহত হননি ৷

আরও খবর: দিল্লির ট্র্যাক্টর মিছিলে মৃত কৃষকের বাড়ি যাচ্ছেন প্রিয়াঙ্কা

সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর যাত্রার অনুমতি দিয়েছিল দিল্লি পুলিশ ৷ কিন্তু, একদল কৃষক পুলিশের তিনটি ব্যারকেড ভেঙে আইটিও এলাকায় ঢুকে পড়ে ৷ সেখানেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারী কৃষকদের সংঘর্ষ হয় ৷ যাতে মৃত্যু হয় আন্দোলনকারী কৃষক নভনিত সিংয়ের ৷ এই নভনিত সিংয়ের পরিবারের সঙ্গে দেখা করতেই রামপুরে পৌঁছেছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, কৃষক পরিবারের সঙ্গে দেখা করতে রামপুরে পৌঁছেছেন উত্তরপ্রদেশের প্রথম সারির কংগ্রেস নেতারাও ৷

রামপুর পৌঁছালেন প্রিয়াঙ্কা ৷

এদিকে এখনও অবধি জানা যায়নি মৃত কৃষক পরিবারের সঙ্গে দেখা করার বিষয়ে প্রিয়াঙ্কা স্থানীয় প্রশাসনের অনুমতি পেয়েছেন কি-না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.