লখনউ, 5 অক্টোবর : নরেন্দ্র মেদিকে (Narendra Modi) একহাত নিলেন প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi Vadra) ৷ টুইটারে এদিন তিনি একটি ভিডিয়ো বার্তা দেন ৷ তাতে লখিমপুর কাণ্ডের যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা দেখিয়ে মোদির কাছে জবাব চাইলেন ৷
প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে শুরু করেন প্রিয়াঙ্কা ৷ তবে আর কোনও কথা না বাড়িয়েই সোজাসুজি বলেন, "আমি শুনলাম অমৃত মহোৎসব উদযাপন করতে আজ আপনি লখনউ আসছেন ৷ কিন্তু আপনি এই ভিডিয়োটি দেখেছেন কি ?" সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখিয়ে প্রশ্নটি করেন ৷
- — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 5, 2021
">— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 5, 2021
প্রিয়াঙ্কা চাঁছাছোলা ভাষায় বলেন, "আপনার সরকারের এক মন্ত্রীর ছেলের গাড়ি কিছু কৃষকের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে ৷ এই ভিডিয়োতে সেটাই দেখা যাচ্ছে ৷ এই ভিডিয়োটা দেখুন এবং দেশের মানুষের কাছে জবাব দিন, এই মন্ত্রীকে এখনও কেন বরখাস্ত করা হয়নি ৷ পাশাপাশি তাঁর ছেলেকে এখনও কেন গ্রেফতার করা হল না তার জবাবও দিন ৷"
নিজের আটক থাকার প্রসঙ্গ টেনে প্রিয়াঙ্কা বলেন, "আমাদের মতো বিরোধী নেতাদের আপনি কোনও এফআইআর ছাড়াই আটকে রেখেছেন ৷ তাহলে এই মন্ত্রীর ছেলে কী করে এখনও গ্রেফতার হয়নি ?"
মোদির অমৃত উৎসবে যোগদান নিয়ে তাঁকে কটাক্ষ করেন প্রিয়াঙ্কা ৷ বলেন, "যে স্বাধীনতার উৎসবে আপনি যোগদান করবেন, সেই স্বাধীনতা এই কৃষকরাও এনে দিয়েছেন ৷ তাঁদের ছেলেরাই আজ সীমান্তে প্রহরারত ৷ এই কৃষকরা উপেক্ষিতই থেকেছেন চিরকাল ৷ আজ তাঁরা নিজেদের কথা জানাচ্ছেন, আর আপনি তা উপেক্ষা করছেন ৷"
সোমবার লখিমপুরে যেতে গেলে প্রিয়াঙ্কাকে অতিথিশালায় আটকে রাখে যোগী সরকারের পুলিশ ৷ কংগ্রেসের দাবি, সীতাপুরের কাছে তাঁকে হরগাঁও নামে একটি জায়গা থেকে আটক করা হয় প্রিয়াঙ্কাকে ৷
আরও পড়ুন : Lakhimpur Kheri violence : অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে লখিমপুরের ঘটনার তদন্ত, ঘোষণা যোগী সরকারের