ETV Bharat / bharat

Priyanka Gandhi: কেসিআরের আমলে রাজ্যে আট হাজার কৃষক আত্মহত্যা করেছেন, অভিযোগ প্রিয়াঙ্কার - 2014 থেকে যে সংখ্যায় রাজ্যে কৃষক

প্রিয়াঙ্কার অভিযোগ, 2014 থেকে যে সংখ্যায় তেলেঙ্গানায় কৃষক আত্মহত্যা করেছেন তাতে স্পষ্ট প্রতিদিন গড়ে প্রায় তিনজন কৃষক আত্মহত্যা করেছেন ৷

Etv Bharat
অভিযোগ প্রিয়াঙ্কার
author img

By

Published : May 8, 2023, 8:54 PM IST

হায়দ্রাবাদ, 8 মে: কর্ণাটকে নির্বাচনী প্রচার শেষে হায়দরাবাদে এসে তেলেঙ্গানা সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ রাজ্য সরকার কর্মসংস্থানের ক্ষেত্রে যেমন ব্যর্থ, তেমনই সাধারণ মানুষের প্রাথমিক চাহিদা বাড়ি বাড়ি জল পৌঁছে দিতেও কেসিআর-এর নেতৃত্বাধীন সরকার ব্যর্থ বলে সোমবার অভিযোগ করেন প্রিয়াঙ্কা ৷

সোমবারই ছিল কর্ণাটক ভোটের শেষ দিনের প্রচার ৷ আগামী বুধবার সে রাজ্যের 224 আসনে ভোট গ্রহণ ৷ সেখানে কংগ্রেসের হয়ে প্রচারে অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধি, রাহুল গান্ধিরা ৷ সেই প্রচার শেষে পড়শি রাজ্য থেকে হায়দরাবাদে আসেন প্রিয়াঙ্কা ৷ এখানেও অবশ্য চন্দ্রশেখর রাওয়ের সরকারকে তীব্র আক্রমণ করেন প্রিয়াঙ্কা ৷ তাঁর অভিযোগ, 2014 সাল থেকে প্রায় আট হাজার কৃষক আত্মহত্যা করেছে রাজ্যে ৷ একই সঙ্গে, রাজ্যের মানুষের কর্মসংস্থান দিতে সরকার ব্যর্থ বলেও দাবি করেছেন কংগ্রেস নেত্রী ৷

এদিন জনসভা থেকে প্রিয়াঙ্কা বলেন, "চাকরি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে জনগণের আশা-আকাঙ্খা পূরণ করতে ব্যর্থ হয়েছে এই সরকার ৷" তিনি এদিন আরও অভিযোগ করেছেন, কর্মসংস্থানের অভাবের জেরে রাজ্যে আত্মহত্যার ঘটনা বেড়েছে। তিনি স্পষ্ট জানান, 2014 সাল থেকে রাজ্যে আট হাজার কৃষক। জনসভায় বিআরএস সরকারকে আক্রমণ করে তিনি অভিযোগ করে বলেন, "যারা ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ তারাই এখানে চাকরি পান ৷ আর তারাই এখানে জল এবং ভাতা পাচ্ছেন।" তাঁর অভিযোগ, 2014 থেকে যে সংখ্যায় রাজ্যে কৃষক আত্মহত্যা করেছেন তাতে স্পষ্ট প্রতিদিন গড়ে প্রায় তিনজন কৃষক আত্মহত্যা করেছেন ৷

বিআরএস প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের শাসনকালের কথা উল্লেখ করে, তিনি বলেন, "এই সরকার মনে করে যে তেলেঙ্গানা তাদের জমিদারির এস্টেট ৷ তারা এখানে নতুন জমিদার ৷ সব সম্পত্তির মালিক বলে নিজেদের মনে করেন।" প্রিয়াঙ্কা আরও বলেন, "আজ, এখানে পরিস্থিতি এমন, তেলেঙ্গানায় শুধুমাত্র শাসক দলের (বিআরএস) লোকরাই জল পাচ্ছেন। সমস্ত ভাতা তাদের কাছে যাচ্ছে ৷ আর এখানকার সাধারণ মানুষের জন্য যে কাজগুলি হওয়ার কথা, তা শাসকদলের বন্ধুবান্ধব এবং পরিবারের লোকরা পাচ্ছেন।" এদিনের অনুষ্ঠানে কংগ্রেসের তরফে 'ইয়ুথ ডিক্লারেশন' প্রকাশ করা হয় ৷ তেলেঙ্গানার যুবদের প্রতি প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, যদি দল রাজ্যে ক্ষমতায় আসে তবে রাজ্য়ে যুবদের জন্য কর্মসংস্থানের কাজ করা হবে।

আরও পড়ুন: মণিপুরের হিংসাকে 'ম্যানমেড' আখ্যা উদ্বিগ্ন মমতার

হায়দ্রাবাদ, 8 মে: কর্ণাটকে নির্বাচনী প্রচার শেষে হায়দরাবাদে এসে তেলেঙ্গানা সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ রাজ্য সরকার কর্মসংস্থানের ক্ষেত্রে যেমন ব্যর্থ, তেমনই সাধারণ মানুষের প্রাথমিক চাহিদা বাড়ি বাড়ি জল পৌঁছে দিতেও কেসিআর-এর নেতৃত্বাধীন সরকার ব্যর্থ বলে সোমবার অভিযোগ করেন প্রিয়াঙ্কা ৷

সোমবারই ছিল কর্ণাটক ভোটের শেষ দিনের প্রচার ৷ আগামী বুধবার সে রাজ্যের 224 আসনে ভোট গ্রহণ ৷ সেখানে কংগ্রেসের হয়ে প্রচারে অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধি, রাহুল গান্ধিরা ৷ সেই প্রচার শেষে পড়শি রাজ্য থেকে হায়দরাবাদে আসেন প্রিয়াঙ্কা ৷ এখানেও অবশ্য চন্দ্রশেখর রাওয়ের সরকারকে তীব্র আক্রমণ করেন প্রিয়াঙ্কা ৷ তাঁর অভিযোগ, 2014 সাল থেকে প্রায় আট হাজার কৃষক আত্মহত্যা করেছে রাজ্যে ৷ একই সঙ্গে, রাজ্যের মানুষের কর্মসংস্থান দিতে সরকার ব্যর্থ বলেও দাবি করেছেন কংগ্রেস নেত্রী ৷

এদিন জনসভা থেকে প্রিয়াঙ্কা বলেন, "চাকরি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে জনগণের আশা-আকাঙ্খা পূরণ করতে ব্যর্থ হয়েছে এই সরকার ৷" তিনি এদিন আরও অভিযোগ করেছেন, কর্মসংস্থানের অভাবের জেরে রাজ্যে আত্মহত্যার ঘটনা বেড়েছে। তিনি স্পষ্ট জানান, 2014 সাল থেকে রাজ্যে আট হাজার কৃষক। জনসভায় বিআরএস সরকারকে আক্রমণ করে তিনি অভিযোগ করে বলেন, "যারা ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ তারাই এখানে চাকরি পান ৷ আর তারাই এখানে জল এবং ভাতা পাচ্ছেন।" তাঁর অভিযোগ, 2014 থেকে যে সংখ্যায় রাজ্যে কৃষক আত্মহত্যা করেছেন তাতে স্পষ্ট প্রতিদিন গড়ে প্রায় তিনজন কৃষক আত্মহত্যা করেছেন ৷

বিআরএস প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের শাসনকালের কথা উল্লেখ করে, তিনি বলেন, "এই সরকার মনে করে যে তেলেঙ্গানা তাদের জমিদারির এস্টেট ৷ তারা এখানে নতুন জমিদার ৷ সব সম্পত্তির মালিক বলে নিজেদের মনে করেন।" প্রিয়াঙ্কা আরও বলেন, "আজ, এখানে পরিস্থিতি এমন, তেলেঙ্গানায় শুধুমাত্র শাসক দলের (বিআরএস) লোকরাই জল পাচ্ছেন। সমস্ত ভাতা তাদের কাছে যাচ্ছে ৷ আর এখানকার সাধারণ মানুষের জন্য যে কাজগুলি হওয়ার কথা, তা শাসকদলের বন্ধুবান্ধব এবং পরিবারের লোকরা পাচ্ছেন।" এদিনের অনুষ্ঠানে কংগ্রেসের তরফে 'ইয়ুথ ডিক্লারেশন' প্রকাশ করা হয় ৷ তেলেঙ্গানার যুবদের প্রতি প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, যদি দল রাজ্যে ক্ষমতায় আসে তবে রাজ্য়ে যুবদের জন্য কর্মসংস্থানের কাজ করা হবে।

আরও পড়ুন: মণিপুরের হিংসাকে 'ম্যানমেড' আখ্যা উদ্বিগ্ন মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.