ETV Bharat / bharat

Priyanka Gandhi Slams BJP: 'বিজেপির কুশাসনে শিশু, মহিলা,আদিবাসী, দলিত সুরক্ষিত নেই', আক্রমণ প্রিয়াঙ্কার

মধ্যপ্রদেশের উজ্জয়িনীর রাস্তায় সাহায্য চাইছে রক্তাক্ত নাবালিকা ৷ এই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ এই ঘটনায় মধ্যপ্রদেশের বিজেপি সরকারকে আক্রমণ করলেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷

ETV Bharat
প্রিয়াঙ্কা গান্ধি বঢরা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 6:32 PM IST

নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর: নাবালিকা ধর্ষণের ঘটনায় মধ্যপ্রদেশ সরকারকে তুলোধনা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) তিনি অভিযোগ করেন, মধ্যপ্রদেশে বিজেপি সরকারের অপশাসন চলছে ৷ রাজ্য সরকার শিশু, মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ ৷

আজ সকালে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা লেখেন, "ভগবান মহাকালের শহর উজ্জয়িনীতে এক ছোট বাচ্চার সঙ্গে যে বর্বরতার ঘটনা ঘটেছে, তা সবাইকে চমকে দেবে ৷ তার উপর অত্যাচার হয়েছে ৷ তারপর সে আড়াই ঘণ্টা ধরে প্রত্যেকটি বাড়ির দরজায় সাহায্য চেয়ে কড়া নেড়েছে ৷ কিন্তু কোথাও কোনও সাহায্য পায়নি ৷ মহিলাদের সুরক্ষা ব্যবস্থায় মধ্যপ্রদেশের আইনকানুনের এই হাল ৷ 20 বছর ধরে বিজেপির কুশাসন চলেছে রাজ্যে ৷ এতে বাচ্চা, মহিলা, আদিবাসী, দলিত- কেউ সুরক্ষিত নেই ৷ লাডলি বোনের নাম করে নির্বাচনে নানারকম ঘোষণা করে কী লাভ ? এদিকে বাচ্চারা কোনও সুরক্ষা, সাহায্য কিছু পাচ্ছে না ৷"

  • भगवान महाकाल की नगरी उज्जैन में एक छोटी बच्ची के साथ हुई बर्बरता आत्मा को झकझोर देने वाली है। अत्याचार के बाद वह ढाई घंटे तक दर-दर मदद के लिए भटकती रही और फिर बेहोश होकर सड़क पर गिर गई लेकिन मदद नहीं मिल सकी।

    ये है मध्य प्रदेश की कानून व्यवस्था और महिला सुरक्षा? भाजपा के 20 साल…

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) September 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের রাস্তায় এক নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৷ সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল ৷ জানা যায়, মাত্র 12 বছর বয়সী ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে ৷ সে রক্তাক্ত অবস্থায় ঘুরে বেড়িয়েছে এবং সাহায্য চেয়েছে ৷ কিন্তু কোথাও থেকে কোনও সাহায্য় পায়নি ৷ বুধবার তাকে হাসপাতালে ভরতি করা হয় ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, তার অবস্থা সংকটজনক হলেও আপাতত স্থিতিশীল ৷

মধ্যপ্রদেশে নাবালিকা ধর্ষণের ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন ৷

  • मध्य प्रदेश में एक 12 साल की बच्ची के साथ हुआ भयावह अपराध, भारत माता के हृदय पर आघात है।

    महिलाओं के खिलाफ़ अपराध और नाबालिग बच्चियों के खिलाफ़ हुए दुष्कर्म की संख्या सबसे ज़्यादा मध्य प्रदेश में है।

    इसके गुनहगार वो अपराधी तो हैं ही जिन्होंने ये गुनाह किए। साथ ही प्रदेश की…

    — Rahul Gandhi (@RahulGandhi) September 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাহুল সামাজিক মাধ্যমে লেখেন, "মধ্যপ্রদেশের সবচেয়ে বেশি সংখ্যায় মহিলা এবং নাবালিকাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ঘটে ৷ যে এই অপরাধ করেছে সে তো অপরাধী বটেই, এর সঙ্গে বিজেপি সরকারও সমান অপরাধী ৷ তারা মেয়েদের রক্ষা করতে পারেনি ৷ এখানে না তো ন্যায় বিচার আছে, না আইন, না তো অধিকার ৷ কিন্তু মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর কোনও লজ্জা নেই ৷ তাঁরা নির্বাচনী ভাষণ, ফাঁপা প্রতিশ্রুতি আর মিথ্যে স্লোগানের তলায় মেয়েদের চাপা দিয়ে দিয়েছেন ৷"

আরও পড়ুন: উজ্জয়িনীতে আড়াই ঘণ্টা রাস্তায় ঘুরেও সাহায্য পেল না ধর্ষিতা নাবালিকা ! তদন্তে পুলিশ

নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর: নাবালিকা ধর্ষণের ঘটনায় মধ্যপ্রদেশ সরকারকে তুলোধনা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) তিনি অভিযোগ করেন, মধ্যপ্রদেশে বিজেপি সরকারের অপশাসন চলছে ৷ রাজ্য সরকার শিশু, মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ ৷

আজ সকালে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা লেখেন, "ভগবান মহাকালের শহর উজ্জয়িনীতে এক ছোট বাচ্চার সঙ্গে যে বর্বরতার ঘটনা ঘটেছে, তা সবাইকে চমকে দেবে ৷ তার উপর অত্যাচার হয়েছে ৷ তারপর সে আড়াই ঘণ্টা ধরে প্রত্যেকটি বাড়ির দরজায় সাহায্য চেয়ে কড়া নেড়েছে ৷ কিন্তু কোথাও কোনও সাহায্য পায়নি ৷ মহিলাদের সুরক্ষা ব্যবস্থায় মধ্যপ্রদেশের আইনকানুনের এই হাল ৷ 20 বছর ধরে বিজেপির কুশাসন চলেছে রাজ্যে ৷ এতে বাচ্চা, মহিলা, আদিবাসী, দলিত- কেউ সুরক্ষিত নেই ৷ লাডলি বোনের নাম করে নির্বাচনে নানারকম ঘোষণা করে কী লাভ ? এদিকে বাচ্চারা কোনও সুরক্ষা, সাহায্য কিছু পাচ্ছে না ৷"

  • भगवान महाकाल की नगरी उज्जैन में एक छोटी बच्ची के साथ हुई बर्बरता आत्मा को झकझोर देने वाली है। अत्याचार के बाद वह ढाई घंटे तक दर-दर मदद के लिए भटकती रही और फिर बेहोश होकर सड़क पर गिर गई लेकिन मदद नहीं मिल सकी।

    ये है मध्य प्रदेश की कानून व्यवस्था और महिला सुरक्षा? भाजपा के 20 साल…

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) September 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের রাস্তায় এক নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৷ সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল ৷ জানা যায়, মাত্র 12 বছর বয়সী ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে ৷ সে রক্তাক্ত অবস্থায় ঘুরে বেড়িয়েছে এবং সাহায্য চেয়েছে ৷ কিন্তু কোথাও থেকে কোনও সাহায্য় পায়নি ৷ বুধবার তাকে হাসপাতালে ভরতি করা হয় ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, তার অবস্থা সংকটজনক হলেও আপাতত স্থিতিশীল ৷

মধ্যপ্রদেশে নাবালিকা ধর্ষণের ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন ৷

  • मध्य प्रदेश में एक 12 साल की बच्ची के साथ हुआ भयावह अपराध, भारत माता के हृदय पर आघात है।

    महिलाओं के खिलाफ़ अपराध और नाबालिग बच्चियों के खिलाफ़ हुए दुष्कर्म की संख्या सबसे ज़्यादा मध्य प्रदेश में है।

    इसके गुनहगार वो अपराधी तो हैं ही जिन्होंने ये गुनाह किए। साथ ही प्रदेश की…

    — Rahul Gandhi (@RahulGandhi) September 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাহুল সামাজিক মাধ্যমে লেখেন, "মধ্যপ্রদেশের সবচেয়ে বেশি সংখ্যায় মহিলা এবং নাবালিকাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ঘটে ৷ যে এই অপরাধ করেছে সে তো অপরাধী বটেই, এর সঙ্গে বিজেপি সরকারও সমান অপরাধী ৷ তারা মেয়েদের রক্ষা করতে পারেনি ৷ এখানে না তো ন্যায় বিচার আছে, না আইন, না তো অধিকার ৷ কিন্তু মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর কোনও লজ্জা নেই ৷ তাঁরা নির্বাচনী ভাষণ, ফাঁপা প্রতিশ্রুতি আর মিথ্যে স্লোগানের তলায় মেয়েদের চাপা দিয়ে দিয়েছেন ৷"

আরও পড়ুন: উজ্জয়িনীতে আড়াই ঘণ্টা রাস্তায় ঘুরেও সাহায্য পেল না ধর্ষিতা নাবালিকা ! তদন্তে পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.