ETV Bharat / bharat

Mirzapur : ফুচকা খেতে গিয়ে দুষ্টুমি, ‘শিক্ষা’ দিতে খুদেকে উল্টো করে ঝুলিয়ে দিলেন শিক্ষক - Uttar Pradesh

সোনুর বাবা রঞ্জিত যাদব বলেন, ‘‘অন্য পড়ুয়াদের সঙ্গে ছেলে শুধু ফুচকা খেতে গিয়েছিল ৷ একটু দুষ্টুমি করছিল ওরা ৷ তাতেই ছেলেকে উল্টো করে ঝুলিয়ে শাস্তি দেন অধ্যক্ষ ৷ এতে একটা বিপত্তিও তো ঘটে যেতে পারত!’’

Mirzapur
Mirzapur
author img

By

Published : Oct 29, 2021, 3:33 PM IST

Updated : Oct 29, 2021, 6:05 PM IST

মির্জাপুর (উত্তরপ্রদেশ), 29 অক্টোবর : ফুচকা খাওয়ার সময় দুষ্টুমি ৷ তার জন্য শিশুকে ‘চরম শিক্ষা’ শিক্ষকের ৷ একতলার বারান্দা থেকে উল্টো করে শিশুটিকে ঝুলিয়ে ধরলেন তিনি ৷ উত্তরপ্রদেশের একটি স্কুল থেকে এমনই দৃশ্য সামনে এল এ বার ৷ তাতে ওই শিক্ষকের আচরণে নিন্দার ঝড় উঠছে নেটমাধ্যমে ৷

উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার অহরৌরার একটি বেসরকারি স্কুল, সদ্ভাবনা শিক্ষণ সংস্থান জুনিয়র হাইস্কুলে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে ৷ স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত স্কুলের অধ্যক্ষ মনোজ বিশ্বকর্মা ৷ স্কুলের একতলার বারান্দা থেকে দ্বিতীয় শ্রেণির সোনু যাদবকে তিনি উল্টো করে ঝুলিয়ে ধরেছিলেন বলে অভিযোগ ৷

স্কুলের একটি সূত্রে জানা গিয়েছে, ফুচকা খাওয়ার সময় সোনু দুষ্টুমি করছিল ৷ তাতে রেগে যান অধ্যক্ষ ৷ একটা পা ধরে দোতলার বারান্দা থেকে সোনুকে উল্টো করে ঝুলিয়ে ধরেন তিনি ৷ তাতে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে সোনু ৷ বার বার ক্ষমা চায় ৷ তার পরই রেহাই পায় সে ৷

স্কুলের মধ্যে খুদে পড়ুয়ার সঙ্গে এই ঘটনা ক্যামেরাবন্দি করে নেয় কেউ ৷ পরে সেটি ছেড়ে দেওয়া হয় নেটমাধ্যমে ৷ তাতেই টনক নড়ে সকলের ৷ সোনুর বাবা রঞ্জিত যাদব বলেন, ‘‘অন্য পড়ুয়াদের সঙ্গে ছেলে শুধু ফুচকা খেতে গিয়েছিল ৷ একটু দুষ্টুমি করছিল ওরা ৷ তাতেই ছেলেকে উল্টো করে ঝুলিয়ে শাস্তি দেন অধ্যক্ষ ৷ এতে একটা বিপত্তিও তো ঘটে যেতে পারত!’’

আরও পড়ুন : leander Paes joins TMC : দিদির মতো ইয়ং লেডির হাত শক্ত করতেই তৃণমূলে : লিয়েন্ডার

সোনুর বাবা রঞ্জিত যাদব সংবাদমাধ্যমে বলেন, ‘‘অন্য পড়ুয়াদের সঙ্গে ছেলে শুধু ফুচকা খেতে গিয়েছিল ৷ একটু দুষ্টুমি করছিল ওরা ৷ তাতেই ছেলেকে উল্টো করে ঝুলিয়ে শাস্তি দেন অধ্যক্ষ ৷ এতে একটা বিপত্তিও তো ঘটে যেতে পারত!’’

মির্জাপুরের জেলাশাসক প্রবীণকুমার লক্সকরের কানেও বিষয়টি পৌঁছেছে ৷ অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে নির্দেশ দিয়েছেন তিনি ৷ এর পাশাপাশি, একজন বেসিক এডুকেশন অফিসার নিয়োগ করা হচ্ছে, যিনি গোটা বিষয়টি তদন্ত করে দেখবেন ৷

আরও পড়ুন : Akhilesh Yadav: বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ অখিলেশের

মির্জাপুর (উত্তরপ্রদেশ), 29 অক্টোবর : ফুচকা খাওয়ার সময় দুষ্টুমি ৷ তার জন্য শিশুকে ‘চরম শিক্ষা’ শিক্ষকের ৷ একতলার বারান্দা থেকে উল্টো করে শিশুটিকে ঝুলিয়ে ধরলেন তিনি ৷ উত্তরপ্রদেশের একটি স্কুল থেকে এমনই দৃশ্য সামনে এল এ বার ৷ তাতে ওই শিক্ষকের আচরণে নিন্দার ঝড় উঠছে নেটমাধ্যমে ৷

উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার অহরৌরার একটি বেসরকারি স্কুল, সদ্ভাবনা শিক্ষণ সংস্থান জুনিয়র হাইস্কুলে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে ৷ স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত স্কুলের অধ্যক্ষ মনোজ বিশ্বকর্মা ৷ স্কুলের একতলার বারান্দা থেকে দ্বিতীয় শ্রেণির সোনু যাদবকে তিনি উল্টো করে ঝুলিয়ে ধরেছিলেন বলে অভিযোগ ৷

স্কুলের একটি সূত্রে জানা গিয়েছে, ফুচকা খাওয়ার সময় সোনু দুষ্টুমি করছিল ৷ তাতে রেগে যান অধ্যক্ষ ৷ একটা পা ধরে দোতলার বারান্দা থেকে সোনুকে উল্টো করে ঝুলিয়ে ধরেন তিনি ৷ তাতে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে সোনু ৷ বার বার ক্ষমা চায় ৷ তার পরই রেহাই পায় সে ৷

স্কুলের মধ্যে খুদে পড়ুয়ার সঙ্গে এই ঘটনা ক্যামেরাবন্দি করে নেয় কেউ ৷ পরে সেটি ছেড়ে দেওয়া হয় নেটমাধ্যমে ৷ তাতেই টনক নড়ে সকলের ৷ সোনুর বাবা রঞ্জিত যাদব বলেন, ‘‘অন্য পড়ুয়াদের সঙ্গে ছেলে শুধু ফুচকা খেতে গিয়েছিল ৷ একটু দুষ্টুমি করছিল ওরা ৷ তাতেই ছেলেকে উল্টো করে ঝুলিয়ে শাস্তি দেন অধ্যক্ষ ৷ এতে একটা বিপত্তিও তো ঘটে যেতে পারত!’’

আরও পড়ুন : leander Paes joins TMC : দিদির মতো ইয়ং লেডির হাত শক্ত করতেই তৃণমূলে : লিয়েন্ডার

সোনুর বাবা রঞ্জিত যাদব সংবাদমাধ্যমে বলেন, ‘‘অন্য পড়ুয়াদের সঙ্গে ছেলে শুধু ফুচকা খেতে গিয়েছিল ৷ একটু দুষ্টুমি করছিল ওরা ৷ তাতেই ছেলেকে উল্টো করে ঝুলিয়ে শাস্তি দেন অধ্যক্ষ ৷ এতে একটা বিপত্তিও তো ঘটে যেতে পারত!’’

মির্জাপুরের জেলাশাসক প্রবীণকুমার লক্সকরের কানেও বিষয়টি পৌঁছেছে ৷ অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে নির্দেশ দিয়েছেন তিনি ৷ এর পাশাপাশি, একজন বেসিক এডুকেশন অফিসার নিয়োগ করা হচ্ছে, যিনি গোটা বিষয়টি তদন্ত করে দেখবেন ৷

আরও পড়ুন : Akhilesh Yadav: বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ অখিলেশের

Last Updated : Oct 29, 2021, 6:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.