ETV Bharat / bharat

Gautam Adani: শিল্প সম্মেলনে কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে ‘মোদির বন্ধু’ আদানি

শুক্রবার রাজস্থানে ছিল শিল্প সম্মেলন ৷ সেখানে হাজির ছিলেন শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani) ৷ কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের (Rajasthan CM Ashok Gehlot) আমন্ত্রণেই তিনি সেখানে হাজির ছিলেন ৷ এই নিয়ে রাহুল গান্ধিকে কটাক্ষ করেছে বিজেপি ৷

Prime Minister Narendra Modi's friend Gautam Adani spotted beside Congress-ruled state Chief Minister in Business Summit
Goutam Adani: শিল্প সম্মেলনে কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে ‘মোদির বন্ধু’ আদানি
author img

By

Published : Oct 7, 2022, 7:05 PM IST

কলকাতা, 7 অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বন্ধু ৷ শিল্পপতি গৌতম আদানিকে (Gautam Adani) নিয়ে এই কথা বারবার বলতে শোনা গিয়েছে কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধিকে (Rahul Gandhi) ৷ অবশ্যই নাম উল্লেখ না করে ৷ এমনকি, লোকসভায় বক্তৃতা দিতে গিয়েও মোদির বন্ধুর প্রসঙ্গ টেনেছেন ওয়েনাড়ের সাংসদ ৷

শুক্রবার সেই আদানিকেই দেখা গেল তাঁর দলের হেভিওয়েট নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের (Rajasthan CM Ashok Gehlot) পাশে ৷ ওই রাজ্যের শিল্প সম্মেলনে এদিন হাজির ছিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার ৷ কংগ্রেস শাসিত ওই রাজ্যে বিনিয়োগেরও আশ্বাস দিয়েছেন ৷ তাঁর প্রশংসাও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী গেহলতের মুখে ৷ বারবার আদানিকে গৌতম ভাই বলেও উল্লেখ করেছেন তিনি ৷

স্বাভাবিক ভাবেই এই নিয়ে সরগরম হয়েছে জাতীয় রাজনীতি ৷ রাহুলের বিরুদ্ধে এমন অস্ত্র পেয়ে নীরব থাকেনি মোদির দল ৷ বিজেপির (BJP) আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) টুইট করেছেন এই নিয়ে ৷ এই পদক্ষেপ আসলে রাহুলের বিরুদ্ধে গেহলতের বিদ্রোহ বলে কটাক্ষ করেছেন তিনি ৷

  • In another sign of revolt and brewing discontent against the Gandhis, Rajasthan CM Ashok Gehlot invites Gautam Adani for the investor summit. He is given a seat right next to the CM. This is an open message to Rahul Gandhi, who doesn’t tire berating Adani-Ambani, to back off… pic.twitter.com/ycdCoBcxi1

    — Amit Malviya (@amitmalviya) October 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজনৈতিক মহল বলছে, এই বিতর্ক স্বাভাবিক ৷ কারণ, সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধি দুই ভারতের তত্ত্ব তুলে ধরেছিলেন ৷ যার একদিকে ছিল ধনীদের কথা ৷ সেই তালিকায় বারবার মোদির দুই বন্ধুর কথা বলেছেন ৷ নাম বললেও ইংরেজির এ-এ অক্ষরের মাধ্যমে বুঝিয়েছেন যে তাঁর নিশানা আসলে মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও গৌতম আদানি ৷

  • Jaipur | We will give full cooperation in the construction of a cricket stadium in Udaipur. We also discussed which districts in the state do not have a medical college, and how we can help the state in this direction: Adani Group chairman Gautam Adani at Invest Rajasthan Summit pic.twitter.com/eZrANCrwq6

    — ANI (@ANI) October 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফলে সেই আদানিকেই যদি সাদরে কংগ্রেস শাসিত রাজ্যের শিল্প সম্মলনে আমন্ত্রণ করে আনা হয় ৷ মুখ্যমন্ত্রী তথা হেভিওয়েট কংগ্রেস নেতার পাশের আসনে বসানো হয় ৷ তাহলে রাহুল গান্ধির পক্ষে অস্বস্তি হওয়া স্বাভাবিক ৷ তাই অমিত মালব্য সুযোগ বুঝে কটাক্ষ করেছেন, এই পদক্ষেপের মাধ্যমে রাহুল গান্ধিকে আম্বানি ও আদানির বিরুদ্ধে চুপ করে যেতে বলছেন ৷

  • Adani Group invested over Rs 35,000 cr across multiple industrial sector in Rajasthan. Continuing our investment in renewable business, another 10,000 MW with an investment of Rs 50,000 cr is under implementation: Adani Group chairman Gautam Adani at Invest Rajasthan 2022 Summit pic.twitter.com/JXq65BsFht

    — ANI (@ANI) October 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, কংগ্রেসের সভাপতি নির্বাচন ঘিরে খবরে ছিলেন অশোক গেহলত ৷ তিনি মনোনয়ন জমা দেবেন বলে শোনা গিয়েছিল ৷ কিন্তু তাঁর অনুগামীদের মধ্যে কাউকে মুখ্যমন্ত্রী করতে হবে কার্যত দাবি তুলেছিলেন ৷ তারপর তিনি সভাপতিত্বের দৌড় থেকে সরে যান ৷

  • Jaipur | Gautam bhai was speaking about Gujarat. Gujaratis have always been very capable,even pre-independence. It had industrialisation even before independence.Maharashtra-Gujarat have always been economically well off: Rajasthan CM Ashok Gehlot, at Invest Rajasthan 2022 Summit pic.twitter.com/OoNxRRQ1KX

    — ANI (@ANI) October 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর তার পরই আদানিকে পাশে নিয়ে তাঁর এই শিল্প সম্মেলন রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল ৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, অমিত মালব্য সেই বিষয়টিকে উস্কে দিয়ে গেহলত ও গান্ধিদের মধ্যে লড়াই বাঁধাতে চাইছেন ৷

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর কুর্সি কি হারাবেন অশোক গেহলত ? শুরু জল্পনা

কলকাতা, 7 অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বন্ধু ৷ শিল্পপতি গৌতম আদানিকে (Gautam Adani) নিয়ে এই কথা বারবার বলতে শোনা গিয়েছে কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধিকে (Rahul Gandhi) ৷ অবশ্যই নাম উল্লেখ না করে ৷ এমনকি, লোকসভায় বক্তৃতা দিতে গিয়েও মোদির বন্ধুর প্রসঙ্গ টেনেছেন ওয়েনাড়ের সাংসদ ৷

শুক্রবার সেই আদানিকেই দেখা গেল তাঁর দলের হেভিওয়েট নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের (Rajasthan CM Ashok Gehlot) পাশে ৷ ওই রাজ্যের শিল্প সম্মেলনে এদিন হাজির ছিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার ৷ কংগ্রেস শাসিত ওই রাজ্যে বিনিয়োগেরও আশ্বাস দিয়েছেন ৷ তাঁর প্রশংসাও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী গেহলতের মুখে ৷ বারবার আদানিকে গৌতম ভাই বলেও উল্লেখ করেছেন তিনি ৷

স্বাভাবিক ভাবেই এই নিয়ে সরগরম হয়েছে জাতীয় রাজনীতি ৷ রাহুলের বিরুদ্ধে এমন অস্ত্র পেয়ে নীরব থাকেনি মোদির দল ৷ বিজেপির (BJP) আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) টুইট করেছেন এই নিয়ে ৷ এই পদক্ষেপ আসলে রাহুলের বিরুদ্ধে গেহলতের বিদ্রোহ বলে কটাক্ষ করেছেন তিনি ৷

  • In another sign of revolt and brewing discontent against the Gandhis, Rajasthan CM Ashok Gehlot invites Gautam Adani for the investor summit. He is given a seat right next to the CM. This is an open message to Rahul Gandhi, who doesn’t tire berating Adani-Ambani, to back off… pic.twitter.com/ycdCoBcxi1

    — Amit Malviya (@amitmalviya) October 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজনৈতিক মহল বলছে, এই বিতর্ক স্বাভাবিক ৷ কারণ, সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধি দুই ভারতের তত্ত্ব তুলে ধরেছিলেন ৷ যার একদিকে ছিল ধনীদের কথা ৷ সেই তালিকায় বারবার মোদির দুই বন্ধুর কথা বলেছেন ৷ নাম বললেও ইংরেজির এ-এ অক্ষরের মাধ্যমে বুঝিয়েছেন যে তাঁর নিশানা আসলে মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও গৌতম আদানি ৷

  • Jaipur | We will give full cooperation in the construction of a cricket stadium in Udaipur. We also discussed which districts in the state do not have a medical college, and how we can help the state in this direction: Adani Group chairman Gautam Adani at Invest Rajasthan Summit pic.twitter.com/eZrANCrwq6

    — ANI (@ANI) October 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফলে সেই আদানিকেই যদি সাদরে কংগ্রেস শাসিত রাজ্যের শিল্প সম্মলনে আমন্ত্রণ করে আনা হয় ৷ মুখ্যমন্ত্রী তথা হেভিওয়েট কংগ্রেস নেতার পাশের আসনে বসানো হয় ৷ তাহলে রাহুল গান্ধির পক্ষে অস্বস্তি হওয়া স্বাভাবিক ৷ তাই অমিত মালব্য সুযোগ বুঝে কটাক্ষ করেছেন, এই পদক্ষেপের মাধ্যমে রাহুল গান্ধিকে আম্বানি ও আদানির বিরুদ্ধে চুপ করে যেতে বলছেন ৷

  • Adani Group invested over Rs 35,000 cr across multiple industrial sector in Rajasthan. Continuing our investment in renewable business, another 10,000 MW with an investment of Rs 50,000 cr is under implementation: Adani Group chairman Gautam Adani at Invest Rajasthan 2022 Summit pic.twitter.com/JXq65BsFht

    — ANI (@ANI) October 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, কংগ্রেসের সভাপতি নির্বাচন ঘিরে খবরে ছিলেন অশোক গেহলত ৷ তিনি মনোনয়ন জমা দেবেন বলে শোনা গিয়েছিল ৷ কিন্তু তাঁর অনুগামীদের মধ্যে কাউকে মুখ্যমন্ত্রী করতে হবে কার্যত দাবি তুলেছিলেন ৷ তারপর তিনি সভাপতিত্বের দৌড় থেকে সরে যান ৷

  • Jaipur | Gautam bhai was speaking about Gujarat. Gujaratis have always been very capable,even pre-independence. It had industrialisation even before independence.Maharashtra-Gujarat have always been economically well off: Rajasthan CM Ashok Gehlot, at Invest Rajasthan 2022 Summit pic.twitter.com/OoNxRRQ1KX

    — ANI (@ANI) October 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর তার পরই আদানিকে পাশে নিয়ে তাঁর এই শিল্প সম্মেলন রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল ৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, অমিত মালব্য সেই বিষয়টিকে উস্কে দিয়ে গেহলত ও গান্ধিদের মধ্যে লড়াই বাঁধাতে চাইছেন ৷

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর কুর্সি কি হারাবেন অশোক গেহলত ? শুরু জল্পনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.