ETV Bharat / bharat

NATGRID : খুব শীঘ্রই সন্ত্রাসবাদ দমনে নয়া প্রযুক্তি ন্য়াটগ্রিডের সূচনা করবেন মোদি

ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড বা ন্যাটগ্রিড, যা ভারতের সন্ত্রাস দমনের ক্ষমতা আরও বৃদ্ধি করতে তৈরি করা হয়েছে ৷ খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সূচনা করতে পারেন বলে সরকারি একটি সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে ৷

prime-minister-narendra-modi-to-launch-natgrid-to-curb-terror
NATGRID : সন্ত্রাসবাদ দমনে খুব শীঘ্রই মোদি সূচনা করবেন ন্য়াটগ্রিডের
author img

By

Published : Sep 13, 2021, 1:02 PM IST

নয়াদিল্লি, 13 সেপ্টেম্বর : ভারতের সন্ত্রাস দমনের ক্ষমতা আরও বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) খুব শীঘ্রই ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড (National Intelligence Grid) বা ন্যাটগ্রিডের (NATGRID) সূচনা করতে চলেছেন ৷ সরকারি একটি সূত্র থেকে এমন খবর পাওয়া গিয়েছে ৷ 2008 সালে মুম্বইয়ে 26/11 জঙ্গি হামলা হয়েছিল ৷ তার পরই সরকারি তরফে এই ধরনের একটি প্রযুক্তি তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল ৷ সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) জানিয়েছেন, সন্ত্রাসবাদ, অর্থনৈতিক অপরাধ এবং ওই ধরনের অপরাধের ক্ষেত্রে ন্যাটগ্রিড খুবই নিরাপদ একটি ডেটাবেস ৷

আরও পড়ুন : Bhupendra Patel : আজই গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল

চলতি মাসের 4 তারিখ ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট (Bureau of Police Research and Development) বা বিপিআরডির (BPRD) 51তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অমিত শাহ ৷ সেখানেই তিনি এই কথা জানিয়েছিলেন ৷ সঙ্গে যোগ করেছিলেন, করোনা পরিস্থিতি (COVID-19) না হলে প্রধানমন্ত্রী ন্যাটগ্রিডকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করতেন ৷ তাঁর আশা খুব শীঘ্রই প্রধানমন্ত্রী ন্যাটগ্রিডের সূচনা করবেন ৷ তাছাড়া তিনি জানান, নতুন এই প্রযুক্তির মাধ্যমে অভিবাসন, ব্যাঙ্কিং, করদাতা, বিমান ও ট্রেনে যাতায়াতকারীদের রিয়েল টাইম ডেটা ব্যবহার করার মাধ্যমে জঙ্গি ও সন্দেহভাজনদের দ্রুত ধরে ফেলা যাবে ৷

আরও পড়ুন : Gujrat CM: গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

প্রাথমিক সরকারি পরিকল্পনা অনুযায়ী, 10টি ইউজার এজেন্সি ও 21টি সার্ভিস প্রোভাইডারকে ন্যাটগ্রিডের সঙ্গে যুক্ত করা হবে ৷ পরে আরও সাড়ে ন’শো সংগঠনকে এর সঙ্গে যুক্ত করা হবে ৷ ভবিষ্যতে এর সঙ্গে যুক্ত হবে এক হাজারেরও বেশি সংগঠন ৷ তাছাড়া দেশে যে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থাগুলি রয়েছে, তাদেরও ন্যাটগ্রিডের সঙ্গে যুক্ত হওয়ার অনুমতি দেওয়া হবে ৷

এছাড়া সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI), ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টালিজেন্স (DRI), এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED), সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBITC), সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (আয়কর দফতরের জন্য) (CBDT), ক্যাবিনেট সচিবালয়, ইন্টেলিজেন্স ব্যুরো (IB), ডিরেক্টরেট জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন্স, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো (NCB), ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (FIU) এবং ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সিকে (NIA) ন্যাটগ্রিড ব্যবহারের অনুমতি দেওয়া হবে ৷

আরও পড়ুন : CJI Ramana : ইন্দিরা গান্ধির বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টের রায় দারুণ সাহসিকতার, বললেন প্রধান বিচারপতি

মুম্বইয়ের সন্ত্রাসবাদী হামলায় অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলি ৷ মার্কিন এই সন্ত্রাসবাদী 2006 সাল থেকে 2009 সালের মধ্যে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে সন্ত্রাসমূলক কার্যকলাপ করার ছক কষেছে ৷ পাকিস্তানস্থিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবাকে ছবি ও ভিডিয়ো পাঠিয়ে সাহায্য করেছে ৷ সেইমতো পরিকল্পনা করেই লস্করের তরফে মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলা করা হয় ৷ যে ঘটনায় বিদেশি-সহ 166 জন প্রাণ হারিয়েছিলেন ৷

ডেভিডের কীর্তিকলাপ নিয়ে গোয়েন্দা বা তদন্তকারী সংস্থার কাছে তাৎক্ষণিক তথ্য না পৌঁছানোয় তাঁকে ধরা যায়নি ৷ এমনটাই মনে করা হয় ৷ সেই কারণেই এই ন্যাটগ্রিড তৈরির পরিকল্পনা করা হয়, যাতে সন্দেহভাজনদের তথ্য সঙ্গে সঙ্গে পৌঁছে দেওয়া যায় গোয়েন্দাদের হাতে ৷

আরও পড়ুন : Independence Special : বার্মার ব্রিটিশ কারাগারে একাকী মৃত্যুবরণ শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের

2010 সালে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি (CCS) ন্যাটগ্রিড তৈরির অনুমতি দেয় ৷ যে প্রকল্পের জন্য বরাদ্দ করা হয় 3400 কোটি টাকা ৷ কিন্তু 2012 সালে এই প্রকল্প নির্মাণের গতি কমিয়ে দেওয়া হয় ৷ পরে 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি এই প্রকল্প ফের দ্রুতগতিতে চালু করার নির্দেশ দেন ৷ যা আর কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷

নয়াদিল্লি, 13 সেপ্টেম্বর : ভারতের সন্ত্রাস দমনের ক্ষমতা আরও বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) খুব শীঘ্রই ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড (National Intelligence Grid) বা ন্যাটগ্রিডের (NATGRID) সূচনা করতে চলেছেন ৷ সরকারি একটি সূত্র থেকে এমন খবর পাওয়া গিয়েছে ৷ 2008 সালে মুম্বইয়ে 26/11 জঙ্গি হামলা হয়েছিল ৷ তার পরই সরকারি তরফে এই ধরনের একটি প্রযুক্তি তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল ৷ সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) জানিয়েছেন, সন্ত্রাসবাদ, অর্থনৈতিক অপরাধ এবং ওই ধরনের অপরাধের ক্ষেত্রে ন্যাটগ্রিড খুবই নিরাপদ একটি ডেটাবেস ৷

আরও পড়ুন : Bhupendra Patel : আজই গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল

চলতি মাসের 4 তারিখ ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট (Bureau of Police Research and Development) বা বিপিআরডির (BPRD) 51তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অমিত শাহ ৷ সেখানেই তিনি এই কথা জানিয়েছিলেন ৷ সঙ্গে যোগ করেছিলেন, করোনা পরিস্থিতি (COVID-19) না হলে প্রধানমন্ত্রী ন্যাটগ্রিডকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করতেন ৷ তাঁর আশা খুব শীঘ্রই প্রধানমন্ত্রী ন্যাটগ্রিডের সূচনা করবেন ৷ তাছাড়া তিনি জানান, নতুন এই প্রযুক্তির মাধ্যমে অভিবাসন, ব্যাঙ্কিং, করদাতা, বিমান ও ট্রেনে যাতায়াতকারীদের রিয়েল টাইম ডেটা ব্যবহার করার মাধ্যমে জঙ্গি ও সন্দেহভাজনদের দ্রুত ধরে ফেলা যাবে ৷

আরও পড়ুন : Gujrat CM: গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

প্রাথমিক সরকারি পরিকল্পনা অনুযায়ী, 10টি ইউজার এজেন্সি ও 21টি সার্ভিস প্রোভাইডারকে ন্যাটগ্রিডের সঙ্গে যুক্ত করা হবে ৷ পরে আরও সাড়ে ন’শো সংগঠনকে এর সঙ্গে যুক্ত করা হবে ৷ ভবিষ্যতে এর সঙ্গে যুক্ত হবে এক হাজারেরও বেশি সংগঠন ৷ তাছাড়া দেশে যে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থাগুলি রয়েছে, তাদেরও ন্যাটগ্রিডের সঙ্গে যুক্ত হওয়ার অনুমতি দেওয়া হবে ৷

এছাড়া সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI), ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টালিজেন্স (DRI), এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED), সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBITC), সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (আয়কর দফতরের জন্য) (CBDT), ক্যাবিনেট সচিবালয়, ইন্টেলিজেন্স ব্যুরো (IB), ডিরেক্টরেট জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন্স, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো (NCB), ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (FIU) এবং ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সিকে (NIA) ন্যাটগ্রিড ব্যবহারের অনুমতি দেওয়া হবে ৷

আরও পড়ুন : CJI Ramana : ইন্দিরা গান্ধির বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টের রায় দারুণ সাহসিকতার, বললেন প্রধান বিচারপতি

মুম্বইয়ের সন্ত্রাসবাদী হামলায় অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলি ৷ মার্কিন এই সন্ত্রাসবাদী 2006 সাল থেকে 2009 সালের মধ্যে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে সন্ত্রাসমূলক কার্যকলাপ করার ছক কষেছে ৷ পাকিস্তানস্থিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবাকে ছবি ও ভিডিয়ো পাঠিয়ে সাহায্য করেছে ৷ সেইমতো পরিকল্পনা করেই লস্করের তরফে মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলা করা হয় ৷ যে ঘটনায় বিদেশি-সহ 166 জন প্রাণ হারিয়েছিলেন ৷

ডেভিডের কীর্তিকলাপ নিয়ে গোয়েন্দা বা তদন্তকারী সংস্থার কাছে তাৎক্ষণিক তথ্য না পৌঁছানোয় তাঁকে ধরা যায়নি ৷ এমনটাই মনে করা হয় ৷ সেই কারণেই এই ন্যাটগ্রিড তৈরির পরিকল্পনা করা হয়, যাতে সন্দেহভাজনদের তথ্য সঙ্গে সঙ্গে পৌঁছে দেওয়া যায় গোয়েন্দাদের হাতে ৷

আরও পড়ুন : Independence Special : বার্মার ব্রিটিশ কারাগারে একাকী মৃত্যুবরণ শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের

2010 সালে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি (CCS) ন্যাটগ্রিড তৈরির অনুমতি দেয় ৷ যে প্রকল্পের জন্য বরাদ্দ করা হয় 3400 কোটি টাকা ৷ কিন্তু 2012 সালে এই প্রকল্প নির্মাণের গতি কমিয়ে দেওয়া হয় ৷ পরে 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি এই প্রকল্প ফের দ্রুতগতিতে চালু করার নির্দেশ দেন ৷ যা আর কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.