নয়াদিল্লি, 9 জুলাই : করোনা ভাইরাসের (Coronavirus) তৃতীয় ঢেউয়ের (Third Wave) জন্য আগাম তৎপরতা শুরু করে দিল কেন্দ্রীয় সরকার ৷ দেশজুড়ে অক্সিজেনের (Oxygen) পরিস্থিতি কী, তা খতিয়ে দেখতে আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ আজ বেলা 11.30টায় সেই বৈঠক হওয়ার কথা ৷ দেশে বর্তমানে কতটা মেডিক্যাল অক্সিজেন পাওয়া যাচ্ছে এবং অক্সিজেনের পরিমাণের বৃদ্ধি ঘটাতে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়ে পর্যালোচনা করবেন নমো ৷
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর দেশজুড়ে অক্সিজেনের সঙ্কট দেখা দিয়েছিল ৷ বিশেষজ্ঞরা সাবধানবাণী দিয়ে বলেছেন, তৃতীয় ঢেউ আরও ভয়ংকর হতে পারে ৷ তাই পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই তৎপর কেন্দ্র ৷ আজ বৈঠকে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ জোর দেবেন বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন: দেশে সামান্য কমল করোনা সংক্রমণ, বাড়ল মৃত্যু
কোভিড মোকাবিলায় বৃহস্পতিবারই জরুরি ভিত্তিতে 23,123 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার ৷ মন্ত্রিসভার সম্প্রসারণের পর প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই আর্থিক প্যাকেজে ছাড়পত্র দেওয়া হয়েছে ৷ এ কথা ঘোষণা করেন নতুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷ তিনি জানান, "করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধ্বংসলীলার পর পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার 23 হাজার কোটি টাকার ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছে ৷"
এই আর্থিক প্যাকেজ 736টি জেলায় শিশুদের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে, 20,000 নতুন আইসিইউ শয্যার ব্যবস্থা করতে এবং ওষুধের স্টক বাড়িয়ে রাখতে বিশেষ সাহায্য করবে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী ৷ জেলাস্তরে অক্সিজেন ও ওষুধ মজুত রাখার ব্যবস্থাও গড়ে তোলা হবে বলে জানান তিনি ৷ বলেন, "রাজ্যগুলির সঙ্গে কথা বলার পর তাদের জন্য টাকা ররাদ্দ করা হবে ৷"
আরও পড়ুন: কোভিড-ব্যর্থতা ঢাকতে হর্ষ বর্ধনকে বলির পাঁঠা করেছেন মোদি, কটাক্ষ অধীরের
কেন্দ্র যে 23 হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে, তার মধ্যে 15,000 কোটি টাকা খরচ করবে কেন্দ্র ৷ আর 8,000 কোটি টাকা রাজ্যগুলিকে দেওয়া হবে ৷ আগামী 9 মাসে এই সংক্রান্ত যাবতীয় পরিকল্পনার বাস্তবায়ন করা হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে ৷