ETV Bharat / bharat

PM Modi inaugurates AIIMS Bilaspur: হিমাচল প্রদেশের বিলাসপুরে এইমসের উদ্বোধন প্রধানমন্ত্রীর - হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন

বুধবার হিমাচল প্রদেশের বিলাসপুরে এইমস (AIIMS)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ 247 একর জমিতে তৈরি এই হাসপাতালের নির্মাণ খরচ 1470 কোটি টাকা ৷

Prime Minister Narendra Modi inaugurates AIIMS Bilaspur in Himachal Pradesh
PM Modi inaugurates AIIMS Bilaspur: হিমাচল প্রদেশের বিলাসপুরে এইমসের উদ্বোধন প্রধানমন্ত্রীর
author img

By

Published : Oct 5, 2022, 1:30 PM IST

বিলাসপুর (হিমাচল প্রদেশ), 5 অক্টোবর : এবার এইমস (AIIMS) তৈরি হল হিমাচল প্রদেশের বিলাসপুরে (Bilaspur) ৷ বুধবার বিজয়া দশমীর দিন ওই এইমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ সেখানে উপস্থিত ছিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর (Himachal Pradesh CM Jairam Thakur), কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Union Minister Anurag Thakur) এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJPs National Chief JP Nadda) ৷

এই হাসপাতালে 18টি স্পেশালিটি ও 17টি সুপার স্পেশালিটি বিভাগ থাকছে ৷ আর থাকছে 18টি মডিউলার অপারেশন থিয়েটার ৷ এখানে সাধারণ বেডের সংখ্যা সাড়ে সাতশো৷ আইসিইউ-তে 64টি বেড থাকছে ৷ এই হাসপাতালটি তৈরি করতে খরচ হয়েছে 1470 কোটি টাকা ৷

247 একর জমির উপর তৈরি হয়েছে বিলাসপুরের এইমস (AIIMS at Bilaspur) ৷ সেখানে 24 ঘণ্টার জরুরি ভিত্তিক ডায়ালিসিস পরিষেবা পাবেন রোগীরা ৷ চিকিৎসা সংক্রান্ত অত্যাধুনিক যন্ত্রও থাকছে ৷ এছাড়া আয়ুষ ফার্মেসি ও জন ঔষধী কেন্দ্রও থাকছে ৷ আর থাকছে 30 বেডের আয়ুষ ব্লক ৷

ওই হাসপাতালে তৈরি করা হয়েছে ডিজিটাল হেল্থ সেন্টার ৷ এর কাজ হিমাচল প্রদেশে বসবাসকারী উপজাতিদের (Tribal of Himachal Pradesh) চিকিৎসার ব্যবস্থা দেওয়া ৷ কাজা, সালুনি, কেলংয়ের মতো এলাকায় শিবির করে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করবে ওই সেন্টার ৷

হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন (Himachal Pradesh Assembly Elections) আসন্ন ৷ সেখানে এখন ক্ষমতায় রয়েছে বিজেপি (BJP) ৷ আগামী জানুয়ারিতে 68 আসনের ওই বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে ৷ তবে রাজনৈতিক মহলের অনুমান আগামী নভেম্বরেই হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন হতে পারে ৷ নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গেলে আর উদ্বোধন সম্ভব নয় ৷ সেই কারণেই তড়িঘড়ি উদ্বোধন বলেও অনেকে মনে করছেন ৷

আরও পড়ুন : ভূস্বর্গে এখন আর কারও পাথর ছোড়ার সাহস নেই, উধাও হরতাল : শাহ

বিলাসপুর (হিমাচল প্রদেশ), 5 অক্টোবর : এবার এইমস (AIIMS) তৈরি হল হিমাচল প্রদেশের বিলাসপুরে (Bilaspur) ৷ বুধবার বিজয়া দশমীর দিন ওই এইমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ সেখানে উপস্থিত ছিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর (Himachal Pradesh CM Jairam Thakur), কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Union Minister Anurag Thakur) এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJPs National Chief JP Nadda) ৷

এই হাসপাতালে 18টি স্পেশালিটি ও 17টি সুপার স্পেশালিটি বিভাগ থাকছে ৷ আর থাকছে 18টি মডিউলার অপারেশন থিয়েটার ৷ এখানে সাধারণ বেডের সংখ্যা সাড়ে সাতশো৷ আইসিইউ-তে 64টি বেড থাকছে ৷ এই হাসপাতালটি তৈরি করতে খরচ হয়েছে 1470 কোটি টাকা ৷

247 একর জমির উপর তৈরি হয়েছে বিলাসপুরের এইমস (AIIMS at Bilaspur) ৷ সেখানে 24 ঘণ্টার জরুরি ভিত্তিক ডায়ালিসিস পরিষেবা পাবেন রোগীরা ৷ চিকিৎসা সংক্রান্ত অত্যাধুনিক যন্ত্রও থাকছে ৷ এছাড়া আয়ুষ ফার্মেসি ও জন ঔষধী কেন্দ্রও থাকছে ৷ আর থাকছে 30 বেডের আয়ুষ ব্লক ৷

ওই হাসপাতালে তৈরি করা হয়েছে ডিজিটাল হেল্থ সেন্টার ৷ এর কাজ হিমাচল প্রদেশে বসবাসকারী উপজাতিদের (Tribal of Himachal Pradesh) চিকিৎসার ব্যবস্থা দেওয়া ৷ কাজা, সালুনি, কেলংয়ের মতো এলাকায় শিবির করে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করবে ওই সেন্টার ৷

হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন (Himachal Pradesh Assembly Elections) আসন্ন ৷ সেখানে এখন ক্ষমতায় রয়েছে বিজেপি (BJP) ৷ আগামী জানুয়ারিতে 68 আসনের ওই বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে ৷ তবে রাজনৈতিক মহলের অনুমান আগামী নভেম্বরেই হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন হতে পারে ৷ নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গেলে আর উদ্বোধন সম্ভব নয় ৷ সেই কারণেই তড়িঘড়ি উদ্বোধন বলেও অনেকে মনে করছেন ৷

আরও পড়ুন : ভূস্বর্গে এখন আর কারও পাথর ছোড়ার সাহস নেই, উধাও হরতাল : শাহ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.