ETV Bharat / bharat

PM Modi greets Bachchan: অমিতাভের জন্মদিনে শুভেচ্ছার টুইট প্রধানমন্ত্রী মোদির - Modi extends birthday greetings

আজ অমিতাভ বচ্চনের 80তম জন্মদিন (Amitabh Bachchan 80th Birthday) ৷ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ এই নিয়ে মঙ্গলবার সকালে টুইট করেছেন প্রধানমন্ত্রী ৷

Prime Minister Narendra Modi extends birthday greetings to Amitabh Bachchan
PM Modi greets Bachchan: অমিতাভের জন্মদিনে শুভেচ্ছার টুইট প্রধানমন্ত্রী মোদির
author img

By

Published : Oct 11, 2022, 12:34 PM IST

নয়াদিল্লি, 11 অক্টোবর : অমিতাভ বচ্চনকে জন্মদিনের (Amitabh Bachchan 80th Birthday) শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ মঙ্গলবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানান ৷

টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘অমিতাভ বচ্চনজিকে 80তম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ৷ তিনি ভারতের অন্যতম উল্লেখযোগ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব, যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মুগ্ধ করেছেন এবং বিনোদন দিয়েছেন ৷ তিনি আরও দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করুন ৷’’ টুইটের শেষে বিগ বি-র টুইটার অ্যাকাউন্টকে মেনশন করেছেন প্রধানমন্ত্রী ৷

1969 এ সাত হিন্দুস্তানি দিয়ে কেরিয়ার শুরু করে পাঁচ দশকের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন অমিতাভ বচ্চন ৷ বিভিন্ন ধরনের চরিত্রে তাঁকে দেখেছেন দর্শকরা ৷ তাই ভক্তের সংখ্যাও অসংখ্য ৷ ফলে এদিন সকাল থেকেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ পোস্ট করেছেন ৷

Prime Minister Narendra Modi extends birthday greetings to Amitabh Bachchan
অমিতাভের জন্মদিনে শুভেচ্ছার টুইট প্রধানমন্ত্রী মোদির

তবে সবচেয়ে আবেগপূর্ণ পোস্ট বোধহয় করেছেন তাঁর মেয়ে শ্বেতা বচ্চন ৷ ইনস্টাগ্রামে শ্বেতা অমিতাভের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলি তুলে ধরেন (Instagram Post) ৷ বাবার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেন শ্বেতা । অমিতাভের সঙ্গে শ্বেতার ছোট থেকে বড় বয়সের বিভিন্ন ছবি রয়েছে সেখানে ৷

আরও পড়ুন : 'তোমার মতো কেউ নেই এবং কখনও হবে না', অমিতাভের জন্মদিনে আবেগী পোস্ট পরিবারের

নয়াদিল্লি, 11 অক্টোবর : অমিতাভ বচ্চনকে জন্মদিনের (Amitabh Bachchan 80th Birthday) শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ মঙ্গলবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানান ৷

টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘অমিতাভ বচ্চনজিকে 80তম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ৷ তিনি ভারতের অন্যতম উল্লেখযোগ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব, যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মুগ্ধ করেছেন এবং বিনোদন দিয়েছেন ৷ তিনি আরও দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করুন ৷’’ টুইটের শেষে বিগ বি-র টুইটার অ্যাকাউন্টকে মেনশন করেছেন প্রধানমন্ত্রী ৷

1969 এ সাত হিন্দুস্তানি দিয়ে কেরিয়ার শুরু করে পাঁচ দশকের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন অমিতাভ বচ্চন ৷ বিভিন্ন ধরনের চরিত্রে তাঁকে দেখেছেন দর্শকরা ৷ তাই ভক্তের সংখ্যাও অসংখ্য ৷ ফলে এদিন সকাল থেকেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ পোস্ট করেছেন ৷

Prime Minister Narendra Modi extends birthday greetings to Amitabh Bachchan
অমিতাভের জন্মদিনে শুভেচ্ছার টুইট প্রধানমন্ত্রী মোদির

তবে সবচেয়ে আবেগপূর্ণ পোস্ট বোধহয় করেছেন তাঁর মেয়ে শ্বেতা বচ্চন ৷ ইনস্টাগ্রামে শ্বেতা অমিতাভের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলি তুলে ধরেন (Instagram Post) ৷ বাবার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেন শ্বেতা । অমিতাভের সঙ্গে শ্বেতার ছোট থেকে বড় বয়সের বিভিন্ন ছবি রয়েছে সেখানে ৷

আরও পড়ুন : 'তোমার মতো কেউ নেই এবং কখনও হবে না', অমিতাভের জন্মদিনে আবেগী পোস্ট পরিবারের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.