নয়াদিল্লি, 6 জুন : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্মদিনে গতকাল তাঁকে টুইটার তথা সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি শুভেচ্ছা জানালেন না স্বয়ং নরেন্দ্র মোদি ৷ তবে কি যোগীর উপর চটেছেন তিনি ? নানা কানাঘুষো চলছে বিজেপির অন্দরমহলে ৷
উত্তরপ্রদেশে করোনাসংক্রমণ নিয়ন্ত্রণে যোগীর ভূমিকা নিয়ে চটেছেন বিজেপির বেশ কিছু নেতা ৷ দলের কিছু বিধায়ক আর সাংসদও এ নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন ৷ তাই যোগী-রাজ্যকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে বিজেপির শীর্ষনেতারা ৷
আরও পড়ুন : বিতর্কিত করোনিল কিটের বিরুদ্ধে কেন্দ্রকে চিঠি আইএমএ মহারাষ্ট্রর
সামনের বছরে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন আর 2024-এ লোকসভা ৷ এমন গুজবও রটেছে যে হয়তো যোগী বা তাঁর দু'জন সহকারীকে সরানো হতে পারে ৷ যদিও এই কানাঘুষো নস্য়াৎ করেছেন বিজেপি-র সাধারণ সম্পাদক বি এল সন্তোষ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাধামোহন সিং ৷ সন্তোষ জানিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রীকে প্যানডেমিক সামলানো নিয়ে প্রশংসাসূচক টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ এমনকি রাজ্যসরকারের কাজকর্ম নিয়ে দু'দিনের একটি "পর্যালোচনা" বৈঠক করেছেন ৷
মোদি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দফতর অবশ্য জানিয়েছে দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রধানমন্ত্রী কাউকেই টুইটে শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন না ৷ এমনকি বিরোধী দলের শাসকপক্ষের কেরালা, রাজস্থান, হরিয়ানা, গোয়ার মুখ্যমন্ত্রীদেরও নয় ৷
তবে, প্রধানমন্ত্রী ফোনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কথা বলেছেন যোগী আদিত্যনাথের সঙ্গে ৷