নয়াদিল্লি, 16 মে : উত্তরপ্রদেশ সহ দেশের চার রাজ্য়ের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ৷ টেলিফোনে রাজ্যগুলির করোনা পরিস্থিতি এবং ভ্যাকসিনেশন নিয়ে আলোচনা করেন তিনি ৷ প্রধানমন্ত্রীর মন্ত্রক থেকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গাস্বামীর সঙ্গে টেলিফোনে দীর্ঘক্ষণ কথা হয় প্রধানমন্ত্রীর ৷
এদিনের এই টেলিফোন আলোচনায় করোনা মোকাবিলায় রাজ্যগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ সেই সঙ্গে প্রতি মুহূর্তের পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে তথ্য প্রদান করে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি ৷ এমনকি যা যা প্রয়োজন, সেগুলি কেন্দ্রকে জানাতে বলেছেন ৷ চার রাজ্যে করোনা সংক্রমণের হার, সুস্থতার হার এবং কতগুলি আইসিইউ বেড রয়েছে তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি করোনা মোকাবিলায় অক্সিজেনের সরবরাহ এবং প্রয়োজনীয় ওষুধের জোগান নিয়েও কথা হয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ৷
আরও পড়ুন : টিকাপ্রাপ্ত কোভিড আক্রান্তদের মাত্র 0.06 শতাংশকে ভর্তি করতে হয় হাসপাতালে : রিপোর্ট
পরে রাজ্য ও কেন্দ্র একসঙ্গে এই করোনা মহামারির সঙ্গে লড়াই করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ প্রসঙ্গত, গত 24 ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণ অনেকটাই কমেছে ৷ স্বাস্থ্যমন্ত্রকের পেশ করা তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন, 3 লক্ষ 11 হাজার 170 জন ৷ মৃত্যু হয়েছে 4 হাজার 77 জনের ৷