কলকাতা, 14 জুন : রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022)-এর লক্ষ্য নিয়ে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির আলোচনা ৷ সেই উদ্দেশ্যে আজই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Going to Delhi Today to Attend Opposition Meeting) ৷ এই সফর রাষ্ট্রপতি নির্বাচন কেন্দ্রিক হলেও, আগামী দিনে জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী ঐক্য এবং বৃহত্তর জোটের সম্ভাবনা কতটা ? তা এই সফরের উপর অনেকটাই নির্ভর করছে বলে মনে করা হচ্ছে ৷ যদিও, 24-এর লোকসভা নির্বাচন এখনও প্রায় দেড় বছর বাকি ৷ দ্বিধাবিভক্ত বিরোধীরা এই সময়ের মধ্যে একত্রিত হতে পারবে কি না, সেটাই এই সফরে দেখার ৷
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগামিকাল বিকেল তিনটেয় দিল্লির কনস্টিটিউশন ক্লাবে 22টি বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ৷ এর মধ্যে আট রাজ্যের মুখ্যমন্ত্রীও রয়েছেন ৷ তাৎপর্যপূর্ণ হলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে আমন্ত্রণ জানানোর দিনেই বিজেপি বিরোধী অন্যান্য রাজনৈতিক দলের তরফেও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠক ডাকা হয়েছে ৷ ফলে তৃণমূল সুপ্রিমোর ডাকা বৈঠকের সাফল্য নিয়ে আগেই প্রশ্ন উঠে গিয়েছে ৷ কিন্তু, নামটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় তখন অনেক কিছুই সম্ভব বলে মনে করছে রাজ্যের শাসক দল ৷ তাই এই বৈঠকের সাফল্য নিয়ে নিশ্চিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৷
আরও পড়ুন : Presidential Poll : এবার লক্ষ্য দেশের মসনদ, রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে লালু প্রসাদ যাদব
এ দিকে আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা যাবেন ৷ সে ক্ষেত্রে ত্রিপুরার প্রচার কর্মসূচি সেরে সরাসরি দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ দেবেন অভিষেক ৷ এখনও পর্যন্ত মমতার যা ঘোষিত কর্মসূচি, তাতে আজ বিকেলে দিল্লি পৌঁছবেন তিনি ৷ রাতেই বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা তাঁর সঙ্গে দেখা করতে পারেন ৷ এর পর আগামিকাল রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠক রয়েছে কনস্টিটিউশন ক্লাবে ৷ এই বৈঠকে যোগ দেওয়ার পর বৃহস্পতিবার রাজ্যে ফিরবেন মমতা ৷
আরও পড়ুন : Presidential Election 2022: রাইসিনা হিলসের লড়াইয়ে কি আবারও কাছাকাছি মমতা-সোনিয়া!
মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনও দিল্লি সফরে ঠাসা কর্মসূচি থাকে ৷ বহু বিরোধী দলের নেতা-নেত্রী এই সফরে তাঁর সঙ্গে দেখা করেন ৷ একই ভাবে তিনি বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্ব থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেন ৷ এই অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক তথা বিরোধীদের ঐক্যবদ্ধ করার প্রয়াস কতটা সফল হয়, সেটাই এখন দেখার ৷