ETV Bharat / bharat

President remembers CDS Rawat : "দেশের অন্যতম সাহসী কম্যান্ডার", রাওয়াতকে স্মরণ রাষ্ট্রপতির - বিপিন রাওয়াতকে স্মরণ রাষ্ট্রপতি কোবিন্দের

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President remembers CDS Rawat in Republic Day) 73তম সাধারণতন্ত্র দিবসের (Republic Day 2022) ভাষণে প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের প্রতি শ্রদ্ধা জানালেন ৷

President Ram Nath Kovind remembers CDS Gen Bipin Rawat in Republic Day address
সাধারণতন্ত্র দিবসের ভাষণে রাওয়াতকে স্মরণ রাষ্ট্রপতির
author img

By

Published : Jan 26, 2022, 10:58 AM IST

নয়াদিল্লি, 26 জানুয়ারি: হেলিকপ্টার দুর্ঘটনায় সদ্য প্রয়াত দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ (President remembers CDS Rawat in Republic Day)৷ 73তম সাধারণতন্ত্র দিবসের (Republic Day 2022) ভাষণে তিনি রাওয়াতকে দেশের অন্যতম সাহসী কম্যান্ডার বলে উল্লেখ করলেন ৷

মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে রাষ্ট্রপতি (President Ram Nath Kovind remembers CDS Gen Bipin Rawat) বলেন, কর্তব্যরত অবস্থায় একজন বীর জওয়ানের মৃত্যু হলে তা গোটা দেশের জন্য খুবই বেদনাদায়ক ৷ কোবিন্দের কথায়, "গত মাসে একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় আমরা দেশের অন্যতম সাহসী কম্যান্ডার বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও অন্যান্য সাহসী সৈনিকদের হারিয়েছি ৷ এই ক্ষতির জন্য গোটা দেশ গভীর ভাবে মর্মাহত ৷"

আরও পড়ুন: ITBP Celebrates Republic Day : হাড় কাঁপানো শীতেও টগবগে জওয়ানরা, সাধারণতন্ত্র দিবস পালন আইটিবিপি-র

দেশের জওয়ান ও নিরাপত্তা রক্ষীরা দেশের গর্বের উত্তরাধিকার বয়ে নিয়ে চলেছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি (President Kovind's Republic Day address) ৷ গতবছর সশস্ত্র বাহিনীতে মহিলাদের ক্ষমতায়নে বিশেষ উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন, "আমাদের কন্যারা কাচের ছাদ ভেঙে দিয়েছে এবং নয়া ক্ষেত্রে মহিলা অফিসারদের নিযুক্তিতে অনুমোদন দিয়েছে স্থায়ী কমিশন ৷ সৈনিক স্কুল ও জাতীয় ডিফেন্স অ্যাকাডেমি থেকে যে মহিলা প্রতিভা আসবে তা বাহিনীকে আরও মজবুত করবে ৷ লিঙ্গ ভারসাম্য তৈরি হওয়ায় আমাদের সশস্ত্র বাহিনীও তার থেকে সুবিধে পাবে ৷"

আরও পড়ুন: 73rd Republic Day : সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট মোদি-মমতার

এ ছাড়াও দেশপ্রেম নাগরিকদের মধ্যে কর্তব্যবোধ বাড়িয়ে তুলতে পারে মনে করেন রাষ্ট্রপতি ৷ তিনি বলেন, "আপনি একজন ডাক্তার হোন বা আইনজীবী, দোকানদার হোন বা অফিসকর্মী, সাফাইকর্মী হোন বা দিনমজুর, প্রত্যেকে নিজের কর্তব্যটা পালন করলে সেটাই হবে দেশের জন্য আপনার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ৷"

নয়াদিল্লি, 26 জানুয়ারি: হেলিকপ্টার দুর্ঘটনায় সদ্য প্রয়াত দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ (President remembers CDS Rawat in Republic Day)৷ 73তম সাধারণতন্ত্র দিবসের (Republic Day 2022) ভাষণে তিনি রাওয়াতকে দেশের অন্যতম সাহসী কম্যান্ডার বলে উল্লেখ করলেন ৷

মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে রাষ্ট্রপতি (President Ram Nath Kovind remembers CDS Gen Bipin Rawat) বলেন, কর্তব্যরত অবস্থায় একজন বীর জওয়ানের মৃত্যু হলে তা গোটা দেশের জন্য খুবই বেদনাদায়ক ৷ কোবিন্দের কথায়, "গত মাসে একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় আমরা দেশের অন্যতম সাহসী কম্যান্ডার বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও অন্যান্য সাহসী সৈনিকদের হারিয়েছি ৷ এই ক্ষতির জন্য গোটা দেশ গভীর ভাবে মর্মাহত ৷"

আরও পড়ুন: ITBP Celebrates Republic Day : হাড় কাঁপানো শীতেও টগবগে জওয়ানরা, সাধারণতন্ত্র দিবস পালন আইটিবিপি-র

দেশের জওয়ান ও নিরাপত্তা রক্ষীরা দেশের গর্বের উত্তরাধিকার বয়ে নিয়ে চলেছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি (President Kovind's Republic Day address) ৷ গতবছর সশস্ত্র বাহিনীতে মহিলাদের ক্ষমতায়নে বিশেষ উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন, "আমাদের কন্যারা কাচের ছাদ ভেঙে দিয়েছে এবং নয়া ক্ষেত্রে মহিলা অফিসারদের নিযুক্তিতে অনুমোদন দিয়েছে স্থায়ী কমিশন ৷ সৈনিক স্কুল ও জাতীয় ডিফেন্স অ্যাকাডেমি থেকে যে মহিলা প্রতিভা আসবে তা বাহিনীকে আরও মজবুত করবে ৷ লিঙ্গ ভারসাম্য তৈরি হওয়ায় আমাদের সশস্ত্র বাহিনীও তার থেকে সুবিধে পাবে ৷"

আরও পড়ুন: 73rd Republic Day : সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট মোদি-মমতার

এ ছাড়াও দেশপ্রেম নাগরিকদের মধ্যে কর্তব্যবোধ বাড়িয়ে তুলতে পারে মনে করেন রাষ্ট্রপতি ৷ তিনি বলেন, "আপনি একজন ডাক্তার হোন বা আইনজীবী, দোকানদার হোন বা অফিসকর্মী, সাফাইকর্মী হোন বা দিনমজুর, প্রত্যেকে নিজের কর্তব্যটা পালন করলে সেটাই হবে দেশের জন্য আপনার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.