ETV Bharat / bharat

Padma Awards 2020 : গুণীজনদের হাতে পদ্ম সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি - রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

গুণীজনের স্বীকৃতি হিসাবে তাঁদের হাতে পদ্ম সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind) ৷ সোমবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টদের হাতে এই পুরস্কার তুলে দেন তিনি ৷ প্রাপকদের তালিকায় রয়েছেন অলিম্পিয়ান পি ভি সিন্ধু থেকে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, গায়ক আদনান স্বামী-সহ অন্যরা ৷ মরণোত্তর পদ্ম সম্মানে ভূষিত করা হয় ভারতের প্রয়াত বিদেশমন্ত্রী তথা বিজেপি নেত্রী সুষমা স্বরাজকে ৷

president Ram Nath Kovind presents Padma Awards at Rashtrapati Bhavan
Padma Awards 2020 : গুণীজনদের হাতে পদ্ম সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি
author img

By

Published : Nov 8, 2021, 12:16 PM IST

Updated : Nov 8, 2021, 1:14 PM IST

নয়াদিল্লি, 8 নভেম্বর : পদ্ম সম্মানে ভূষিত করা হল 119 জনকে ৷ তাঁদের মধ্যে 29 জন মহিলা ৷ মরণোত্তর সম্মান জানানো হল 16 জনকে ৷ যাঁদের মধ্যে অন্যতম ভারতের প্রয়াত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ প্রাপকদের তালিকায় নজর কেড়েছেন ভারতের প্রথম মহিলা এয়ার মার্শাল (অবসরপ্রাপ্ত) ডা. পদ্মা বন্দ্যোপাধ্যায় (Dr Padma Bandopadhyay) ৷ বায়ুসেনায় থাকাকালীন চিকিৎসা পরিষেবায় তাঁর অবদানের তাঁকে দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত করা হয়েছে ৷ ভারতীয় বায়ুসেনার ইতিহাসে পদ্মা বন্দ্যোপাধ্য়ায়ই প্রথম মহিলা আধিকারিক, যাঁকে এয়ার মার্শাল পদে উন্নীত করা হয় ৷ বায়ুসেনা থেকে অবসর নেওয়ার পর একজন সাধারণ নাগরিক হিসাবেও পদ্মা তাঁর চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন ৷

আরও পড়ুন : National Film Awards: রজনীকান্তকে দাদাসাহেব ফালকে, পুরস্কৃত কঙ্গনা-মনোজ-ধনুশ

মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয় প্রয়াত বিজেপি নেত্রী তথা প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে (Sushma Swaraj) ৷ রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান গ্রহণ করেন সুষমার মেয়ে বাঁশুরি স্বরাজ ৷ ভারতের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন সুষমা ৷ মোদি জমানায় বিদেশমন্ত্রী হিসাবে সুষমা নিজেকে যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, তা আর কারও পক্ষে সম্ভব কিনা, তার উত্তর দেবে সময় ৷ কিন্তু, তিনি দায়িত্বে থাকাকালীন যখনই কোনও ভারতীয় বিদেশের মাটিতে বিপদে পড়েছেন, ত্রাতা হয়ে তাঁদের উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছেন সুষমা ৷ তাছাড়া, রাজধানী দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রীও ছিলেন সুষমা ৷ 1998 সালে খুবই অল্প সময়ের জন্য এই দায়িত্ব সামলেছিলেন তিনি ৷ 2019 সালের 6 অগাস্ট দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুষমা ৷

president Ram Nath Kovind presents Padma Awards at Rashtrapati Bhavan
পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় নজর কেড়েছেন ভারতের প্রথম মহিলা এয়ার মার্শাল (অবসরপ্রাপ্ত) ডা. পদ্মা বন্দ্যোপাধ্যায় ৷

এবারের পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় ছিলেন ব্য়াডমিন্টন খেলোয়াড় তথা অলিম্পিয়ান পি ভি সিন্ধুও (P V Sindhu) ৷ তাঁকে দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণে সম্মানিত করেন রাষ্ট্রপতি ৷ প্রসঙ্গত, সিন্ধু ভারতের প্রথম মহিলা খেলোয়াড় যাঁর ঝুলিতে দু’টি একক অলিম্পিক মেডেল রয়েছে ৷ টোকিও অলিম্পিকে চিনের বিং জিয়াওকে পরাজিত করে ব্রোঞ্জ পকেটে পোরেন সিন্ধু ৷ এর পাশাপাশি পদ্মশ্রী সম্মান প্রদান করা হয় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকেও (Kangana Ranaut) ৷

আরও পড়ুন : পদ্ম সম্মানের জন্য প্রতিভাধরদের বেছে নিন, দেশবাসীকে আহ্বান মোদির

এদিন রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhavan) পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-সহ (S. Jaishankar) অন্যরা ৷ এবারে মোট সাতজনকে পদ্মবিভূষণ, 10 জনকে পদ্মভূষণ এবং 102 জনকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয় ৷ প্রাপকদের তালিকায় একজন রূপান্তরকামী রয়েছেন ৷

নয়াদিল্লি, 8 নভেম্বর : পদ্ম সম্মানে ভূষিত করা হল 119 জনকে ৷ তাঁদের মধ্যে 29 জন মহিলা ৷ মরণোত্তর সম্মান জানানো হল 16 জনকে ৷ যাঁদের মধ্যে অন্যতম ভারতের প্রয়াত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ প্রাপকদের তালিকায় নজর কেড়েছেন ভারতের প্রথম মহিলা এয়ার মার্শাল (অবসরপ্রাপ্ত) ডা. পদ্মা বন্দ্যোপাধ্যায় (Dr Padma Bandopadhyay) ৷ বায়ুসেনায় থাকাকালীন চিকিৎসা পরিষেবায় তাঁর অবদানের তাঁকে দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত করা হয়েছে ৷ ভারতীয় বায়ুসেনার ইতিহাসে পদ্মা বন্দ্যোপাধ্য়ায়ই প্রথম মহিলা আধিকারিক, যাঁকে এয়ার মার্শাল পদে উন্নীত করা হয় ৷ বায়ুসেনা থেকে অবসর নেওয়ার পর একজন সাধারণ নাগরিক হিসাবেও পদ্মা তাঁর চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন ৷

আরও পড়ুন : National Film Awards: রজনীকান্তকে দাদাসাহেব ফালকে, পুরস্কৃত কঙ্গনা-মনোজ-ধনুশ

মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয় প্রয়াত বিজেপি নেত্রী তথা প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে (Sushma Swaraj) ৷ রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান গ্রহণ করেন সুষমার মেয়ে বাঁশুরি স্বরাজ ৷ ভারতের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন সুষমা ৷ মোদি জমানায় বিদেশমন্ত্রী হিসাবে সুষমা নিজেকে যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, তা আর কারও পক্ষে সম্ভব কিনা, তার উত্তর দেবে সময় ৷ কিন্তু, তিনি দায়িত্বে থাকাকালীন যখনই কোনও ভারতীয় বিদেশের মাটিতে বিপদে পড়েছেন, ত্রাতা হয়ে তাঁদের উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছেন সুষমা ৷ তাছাড়া, রাজধানী দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রীও ছিলেন সুষমা ৷ 1998 সালে খুবই অল্প সময়ের জন্য এই দায়িত্ব সামলেছিলেন তিনি ৷ 2019 সালের 6 অগাস্ট দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুষমা ৷

president Ram Nath Kovind presents Padma Awards at Rashtrapati Bhavan
পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় নজর কেড়েছেন ভারতের প্রথম মহিলা এয়ার মার্শাল (অবসরপ্রাপ্ত) ডা. পদ্মা বন্দ্যোপাধ্যায় ৷

এবারের পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় ছিলেন ব্য়াডমিন্টন খেলোয়াড় তথা অলিম্পিয়ান পি ভি সিন্ধুও (P V Sindhu) ৷ তাঁকে দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণে সম্মানিত করেন রাষ্ট্রপতি ৷ প্রসঙ্গত, সিন্ধু ভারতের প্রথম মহিলা খেলোয়াড় যাঁর ঝুলিতে দু’টি একক অলিম্পিক মেডেল রয়েছে ৷ টোকিও অলিম্পিকে চিনের বিং জিয়াওকে পরাজিত করে ব্রোঞ্জ পকেটে পোরেন সিন্ধু ৷ এর পাশাপাশি পদ্মশ্রী সম্মান প্রদান করা হয় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকেও (Kangana Ranaut) ৷

আরও পড়ুন : পদ্ম সম্মানের জন্য প্রতিভাধরদের বেছে নিন, দেশবাসীকে আহ্বান মোদির

এদিন রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhavan) পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-সহ (S. Jaishankar) অন্যরা ৷ এবারে মোট সাতজনকে পদ্মবিভূষণ, 10 জনকে পদ্মভূষণ এবং 102 জনকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয় ৷ প্রাপকদের তালিকায় একজন রূপান্তরকামী রয়েছেন ৷

Last Updated : Nov 8, 2021, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.