ETV Bharat / bharat

Dumka Murder: দুমকায় উদ্ধার অন্তঃসত্ত্বা নাবালিকার ঝুলন্ত দেহ, খুনের অভিযোগে গ্রেফতার যুবক - দুমকায় উদ্ধার অন্তঃসত্ত্বা নাবালিকার ঝুলন্ত দেহ

অন্তঃসত্ত্বা আদিবাসী নাবালিকাকে (Pregnant Tribal Minor) খুনের অভিযোগ উঠল ঝাড়খণ্ডে ৷ শনিবার মেয়েটির ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷

Pregnant Tribal Minor Hanging Body Found in Jharkhand Dumka
Dumka Murder: দুমকায় উদ্ধার অন্তঃসত্ত্বা নাবালিকার ঝুলন্ত দেহ, খুনের অভিযোগে গ্রেফতার যুবক
author img

By

Published : Sep 3, 2022, 8:39 PM IST

নয়াদিল্লি ও দুমকা, 3 সেপ্টেম্বর : অন্তঃসত্ত্বা নাবালিকার (Pregnant Tribal Minor) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল ঝাড়খণ্ডের দুমকায় (Dumka Murder) ৷ শনিবার স্থানীয় মানুষ একটি গাছে মেয়েটিকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় ৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ৷

বছর 14-র ওই মেয়েটি আদিবাসী সম্প্রদায়ের ৷ তাঁকে খুন করার পর ঝুলিয়ে দেওয়া হয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনই জানা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷

এই নিয়ে পুলিশ এখনই কিছু বলতে নারাজ ৷ তবে পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে খুনের ঘটনাকে সামনে রেখেই তদন্ত শুরু হয়েছে ৷ এই ঘটনায় পুলিশ আমন আনসারি নামে একজনকে গ্রেফতার করেছে ৷ জেরায় সে খুনের কথা স্বীকার করেছে বলে পুলিশের ওই সূত্রের দাবি ৷ পাশাপাশি প্রাথমিক তদন্তে মেয়েটির ফোন নম্বরের কল রেকর্ডসে আমানের সঙ্গে কথোপকথনের প্রমাণ মিলেছে ৷

জানা গিয়েছে, মেয়েটিও শ্রমিকের কাজ করত ৷ এক আত্মীয়ের বাড়িতে এসে আমনের সঙ্গে পরিচয় হয় ৷ তার পর দু’জনের সম্পর্ক হয় ৷ পুলিশের অনুমান, মেয়েটি আমনের জন্য অন্তঃসত্ত্বা হয়েছে ৷ সেই নিয়ে গোলমালের জেরে খুনের ঘটনা ঘটে ৷ পুলিশের একটি সূত্রের দাবি, জেরায় আমন জানিয়েছে যে ঘটনাটিকে আত্মহত্যা বোঝাতেই সে মৃতদেহ ঝুলিয়ে দিয়েছিল গাছে ৷

এই ঘটনা নিয়ে ফের উত্তাল হয়েছে ঝাড়খণ্ডের রাজনীতি ৷ সরব হয়েছে বিজেপি (BJP) ৷ টুইট করেছেন দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ তিনি কয়েকদিন আগে মৃত অঙ্কিতা সিংয়ের প্রসঙ্গও টেনে এনেছেন ৷ তাঁর দাবি, হেমন্ত সোরেনের (Hemanta Soren) শাসনে ঝাড়খণ্ডে দলিত ও আদিবাসীরা সুরক্ষিত নন ৷

প্রসঙ্গত, অঙ্কিতার (Ankita Murder Case) গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল ৷ প্রেমে প্রত্যাখাত হয়ে এক যুবক এই ঘটনা ঘটায় বলে অভিযোগ ৷ বেশ কয়েকদিন চিকিৎসার পর অঙ্কিতার মৃত্যু হয় ৷

আরও পড়ুন : কর্নাটকের কংগ্রেস নেত্রীকে জেলে পাঠানোর হুমকি, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

নয়াদিল্লি ও দুমকা, 3 সেপ্টেম্বর : অন্তঃসত্ত্বা নাবালিকার (Pregnant Tribal Minor) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল ঝাড়খণ্ডের দুমকায় (Dumka Murder) ৷ শনিবার স্থানীয় মানুষ একটি গাছে মেয়েটিকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় ৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ৷

বছর 14-র ওই মেয়েটি আদিবাসী সম্প্রদায়ের ৷ তাঁকে খুন করার পর ঝুলিয়ে দেওয়া হয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনই জানা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷

এই নিয়ে পুলিশ এখনই কিছু বলতে নারাজ ৷ তবে পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে খুনের ঘটনাকে সামনে রেখেই তদন্ত শুরু হয়েছে ৷ এই ঘটনায় পুলিশ আমন আনসারি নামে একজনকে গ্রেফতার করেছে ৷ জেরায় সে খুনের কথা স্বীকার করেছে বলে পুলিশের ওই সূত্রের দাবি ৷ পাশাপাশি প্রাথমিক তদন্তে মেয়েটির ফোন নম্বরের কল রেকর্ডসে আমানের সঙ্গে কথোপকথনের প্রমাণ মিলেছে ৷

জানা গিয়েছে, মেয়েটিও শ্রমিকের কাজ করত ৷ এক আত্মীয়ের বাড়িতে এসে আমনের সঙ্গে পরিচয় হয় ৷ তার পর দু’জনের সম্পর্ক হয় ৷ পুলিশের অনুমান, মেয়েটি আমনের জন্য অন্তঃসত্ত্বা হয়েছে ৷ সেই নিয়ে গোলমালের জেরে খুনের ঘটনা ঘটে ৷ পুলিশের একটি সূত্রের দাবি, জেরায় আমন জানিয়েছে যে ঘটনাটিকে আত্মহত্যা বোঝাতেই সে মৃতদেহ ঝুলিয়ে দিয়েছিল গাছে ৷

এই ঘটনা নিয়ে ফের উত্তাল হয়েছে ঝাড়খণ্ডের রাজনীতি ৷ সরব হয়েছে বিজেপি (BJP) ৷ টুইট করেছেন দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ তিনি কয়েকদিন আগে মৃত অঙ্কিতা সিংয়ের প্রসঙ্গও টেনে এনেছেন ৷ তাঁর দাবি, হেমন্ত সোরেনের (Hemanta Soren) শাসনে ঝাড়খণ্ডে দলিত ও আদিবাসীরা সুরক্ষিত নন ৷

প্রসঙ্গত, অঙ্কিতার (Ankita Murder Case) গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল ৷ প্রেমে প্রত্যাখাত হয়ে এক যুবক এই ঘটনা ঘটায় বলে অভিযোগ ৷ বেশ কয়েকদিন চিকিৎসার পর অঙ্কিতার মৃত্যু হয় ৷

আরও পড়ুন : কর্নাটকের কংগ্রেস নেত্রীকে জেলে পাঠানোর হুমকি, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.