ETV Bharat / bharat

Prashant Kishor on Congress: কর্ণাটকের জনাদেশ লোকসভার ফলাফলের আভাস নয়, কংগ্রেসকে সতর্ক করলেন পিকে - কর্ণাটকে জয় কংগ্রেসের

কর্ণাটক বিধানসভা নির্বাচনে 135টি আসনে জয় পেয়েছে কংগ্রেস ৷ রাজ্যে ক্ষমতাচ্যুত হয়েছে বিজেপি ৷ এই ফলকে লোকসভা ভোটের আভাস হিসেবে ধরছেন কংগ্রেস নেতা-কর্মীরা ৷ পুরনো পরিসংখ্যান টেনে তাদেরকে সতর্ক করলেন প্রশান্ত কিশোর ৷

Etv Bharat
ফাইল ছবি
author img

By

Published : May 17, 2023, 8:11 PM IST

পটনা, 17 মে: সদ্য সমাপ্ত কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করেছে কংগ্রেস ৷ 224টি আসনের মধ্যে 135টিতে জিতে রাজ্যে ক্ষমতাসীন বিজেপিকে সরিয়ে সরকার গড়তে চলেছে হাত শিবির ৷ দলের এই ফলে উচ্ছ্বসিত দলের নেতা-কর্মীরা ৷ দক্ষিণ ভারতের এই রাজ্যে পদ্ম শিবিরের এই হারে বাড়তি অক্সিজেন পেয়েছে বিরোধী শিবিরও ৷ কংগ্রেস-সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলি মনে করছে আগামী বছর লোকসভা নির্বাচনের আগে এই ফল দেখিয়ে দিচ্ছে বিজেপিকে হারানো সম্ভব, এটাই তাদের শেষের শুরু ৷ তবে বিষয়টি নিয়ে এখনই এত উচ্ছ্বাসের কিছু দেখছেন না একদা ভোট কুশলী প্রশান্ত কিশোর ৷

তাঁর তৈরি সংস্থা আইপ্যাক ছেড়ে বর্তমানে রাজনীতির ময়দানে নেমেছেন পিকে ৷ বিহারে বর্তমানে তিনি জন সূরজ যাত্রা কর্মসূচি করছেন ৷ তাঁর সংগঠনের তরফে প্রকাশিত এক বিবৃতিতে প্রশান্ত কিশোর জানিয়েছেন, এই ফলকে লোকসভা ভোটের আভাস ভাবলে ভুল হবে ৷ তিনি মনে করিয়ে দিয়েছেন, 2013 সালেও কর্ণাটকে জয় পেয়েছিল কংগ্রেস ৷ কিন্তু পরের বছর, 2014 সালের লোকসভা ভোটে তদের হারিয়ে কেন্দ্রের মসনদে বসে বিজেপি ৷ 2018 সালে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ের মতো রাজ্যে জয়ের পরেও 2019 লোকসভা ভোটে কংগ্রেস ভালো ফল করতে পারেনি ৷

বিবৃতিতে প্রশান্ত কিশোর বলেছেন, "কর্ণাটকে সাফল্যের জন্য কংগ্রেসকে শুভেচ্ছা ৷ কিন্তু আমি তাদের নেতা-কর্মীদের সতর্ক করতে চাই, এই ফলকে তারা লোকসভা ভোটের ইঙ্গিত বলে গুলিয়ে ফেলছেন ৷" উল্লেখ্য, বর্তমানে পায়ে সমস্যার জন্য তাঁর জন সূরজ যাত্রা স্থগিত রেখেছেন পিকে ৷ তিনি আরও জানিয়েছেন, 2012 সালে সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেছিল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ৷ কিন্তু 2 বছর পর 2014 এর লোকসভা ভোটে রাজ্যের 80টির মধ্যে 73টিতেই জিতেছিল বিজেপি ৷ পিকের কথায় স্পষ্ট, কংগ্রেসের এই জয়কে তিনি লোকসভার ফলের সঙ্গে একই আসনে বসাতে নারাজ ৷ তাঁর মতে, লোকসভা ভোটের সঙ্গে কোনও রাজ্যের বিধানসভার ফল গুলিয়ে ফেলা উচিত নয় ৷

আরও পড়ুন: কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, বৃহস্পতিবার শপথ বেঙ্গালুরুতে

পটনা, 17 মে: সদ্য সমাপ্ত কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করেছে কংগ্রেস ৷ 224টি আসনের মধ্যে 135টিতে জিতে রাজ্যে ক্ষমতাসীন বিজেপিকে সরিয়ে সরকার গড়তে চলেছে হাত শিবির ৷ দলের এই ফলে উচ্ছ্বসিত দলের নেতা-কর্মীরা ৷ দক্ষিণ ভারতের এই রাজ্যে পদ্ম শিবিরের এই হারে বাড়তি অক্সিজেন পেয়েছে বিরোধী শিবিরও ৷ কংগ্রেস-সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলি মনে করছে আগামী বছর লোকসভা নির্বাচনের আগে এই ফল দেখিয়ে দিচ্ছে বিজেপিকে হারানো সম্ভব, এটাই তাদের শেষের শুরু ৷ তবে বিষয়টি নিয়ে এখনই এত উচ্ছ্বাসের কিছু দেখছেন না একদা ভোট কুশলী প্রশান্ত কিশোর ৷

তাঁর তৈরি সংস্থা আইপ্যাক ছেড়ে বর্তমানে রাজনীতির ময়দানে নেমেছেন পিকে ৷ বিহারে বর্তমানে তিনি জন সূরজ যাত্রা কর্মসূচি করছেন ৷ তাঁর সংগঠনের তরফে প্রকাশিত এক বিবৃতিতে প্রশান্ত কিশোর জানিয়েছেন, এই ফলকে লোকসভা ভোটের আভাস ভাবলে ভুল হবে ৷ তিনি মনে করিয়ে দিয়েছেন, 2013 সালেও কর্ণাটকে জয় পেয়েছিল কংগ্রেস ৷ কিন্তু পরের বছর, 2014 সালের লোকসভা ভোটে তদের হারিয়ে কেন্দ্রের মসনদে বসে বিজেপি ৷ 2018 সালে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ের মতো রাজ্যে জয়ের পরেও 2019 লোকসভা ভোটে কংগ্রেস ভালো ফল করতে পারেনি ৷

বিবৃতিতে প্রশান্ত কিশোর বলেছেন, "কর্ণাটকে সাফল্যের জন্য কংগ্রেসকে শুভেচ্ছা ৷ কিন্তু আমি তাদের নেতা-কর্মীদের সতর্ক করতে চাই, এই ফলকে তারা লোকসভা ভোটের ইঙ্গিত বলে গুলিয়ে ফেলছেন ৷" উল্লেখ্য, বর্তমানে পায়ে সমস্যার জন্য তাঁর জন সূরজ যাত্রা স্থগিত রেখেছেন পিকে ৷ তিনি আরও জানিয়েছেন, 2012 সালে সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেছিল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ৷ কিন্তু 2 বছর পর 2014 এর লোকসভা ভোটে রাজ্যের 80টির মধ্যে 73টিতেই জিতেছিল বিজেপি ৷ পিকের কথায় স্পষ্ট, কংগ্রেসের এই জয়কে তিনি লোকসভার ফলের সঙ্গে একই আসনে বসাতে নারাজ ৷ তাঁর মতে, লোকসভা ভোটের সঙ্গে কোনও রাজ্যের বিধানসভার ফল গুলিয়ে ফেলা উচিত নয় ৷

আরও পড়ুন: কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, বৃহস্পতিবার শপথ বেঙ্গালুরুতে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.