নয়াদিল্লি, 1 জুন: প্রতিবেশী দেশ নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড বুধবার চারদিনের ভারত সফরে এসেছেন ৷ এই সফরে তিনি নেপালের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে ৷ কারণ ব্যবসার ক্ষেত্রে নেপালের কাছে ভারত একটি বড় বাজার। নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর দিল্লি সফর হল প্রচণ্ডের প্রথম বিদেশ সফর ।
সূত্রের খবর, ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করতে চায় নেপাল ৷ এই বিষয়টি নিয়ে আলোচনা হবে প্রধানমন্ত্রীর সফরে । কারণ নেপাল ও বাংলাদেশ ভারতকে ট্রানজিট পাওয়ার বাণিজ্যের অনুমতি দেওয়ার জন্য চাপ দিয়ে আসছে । দ্বিপাক্ষিক আলোচনায় জ্বালানি খাতে কিছু চুক্তি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে ।
প্রচণ্ড ও মোদির বৈঠক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে করবেন প্রচণ্ড । তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়, বিদেশমন্ত্রী এস জয়শংকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাওয়াত্রা-সহ আরও কয়েকজনের সঙ্গেও দেখা করবেন বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে, প্রচণ্ড যখন মোদির সঙ্গে দেখা করবেন তখন দুই প্রধানমন্ত্রীর মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে । প্রচণ্ড এবং মোদি একটি রেলওয়ে ইয়ার্ড এবং দুই দেশের মধ্যে সংযোগ বাড়ানোর লক্ষ্যে প্রসারিত রেল পথ উদ্বোধন করবেন বলেও আশা করা হচ্ছে ।
আরও পড়ুন: শিগগিরই ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড
দ্বিপাক্ষিক সম্পর্ক: ইটিভি ভারত-এর সঙ্গে কথা বলতে গিয়ে নেপালে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত মনজীব সিং পুরি বলেছেন, "এই সফরে ভারত ও নেপালের মধ্যে বিদ্যুৎ, বাণিজ্য এবং শক্তির ক্ষেত্রে ফলপ্রসূ আলোচনা হবে ৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নেপাল ভারতকে একটি বড় বাজার হিসেবে দেখে । নেপাল জলবিদ্যুৎ খাতে আরও ভারতীয় বিনিয়োগের সম্ভাবনার কথা বলবে ।"
প্রাক্তন কূটনীতিক আরও বলেন, "এই সফরটি অর্থনীতির প্রশ্নে সাহায্য করার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে ৷ যা এই সময়ে খুবই দরকার ৷ কারণ বিশেষ করে ভূ-রাজনৈতিক পরিবর্তনের কারণে এবং চিনের ক্রমবর্ধমান কার্যকলাপের নিরীখে।"