মুজফফরপুর, 8 অক্টোবর: সড়ক দুর্ঘটনায় মৃতের দেহ খালে ফেলে দিল পুলিশ ৷ ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল বিহারের মুজফফরপুরে ৷ জেলার ফাকুলি ওপি এলাকায় মুজফফর-পটনা প্রধান সড়কের ধোধি খাল সেতুর কাছে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফাকুলি ওপি থানার পুলিশ ৷ দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে মানুষটির শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ এদিক ওদিক বীভৎসভাবে ছড়িয়ে ছিটিয়ে যায় ৷ আর কিছু অংশ রাস্তার সঙ্গে আটকে যায় ৷
জানা গিয়েছে, পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির দেহ তুলে খালে ফেলে দেয় ৷ তদন্তের জন্য দেহের কিছু অংশমাত্র সংরক্ষণ করে ৷ পুরো ঘটনাটি ঘটে দিনের বেলাতেই ৷ আর পুলিশদের এই কাজ করার সময় কেউ একজন ঘটনার মুহূর্ত ভিডিয়ো করে ৷ পরে তা সোশাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায় ৷ এরপরই বিপাকে পড়েছে সংশ্লিষ্ট থানা ৷ যদিও ইটিভি ভারত এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ৷ সংবেদনশীলতার কারণে ভিডিয়োটি দেখানো সম্ভব নয় ৷
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা স্পষ্ট দেখা গিয়েছে, পথ দুর্ঘটনায় নিহত ব্যক্তির মৃতদেহের অংশ খালে ফেলে দিচ্ছেন তিন পুলিশকর্মী ৷ এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, যখন ব্যক্তির দেহ এভাবে নিয়ে যাওয়া হচ্ছে তখন তা ময়নাতদন্তের জন্য কেন নিয়ে যাওয়া হল না ? তার পরিবর্তে কেন খালে ফেলে দেওয়া হল ? ভিডিয়ো ভাইরাল হওয়ার পর পুলিশের কাজের ধরন নিয়ে নানা প্রশ্ন উঠছে ৷
পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশ ভাইরাল ভিডিয়োর পরিপ্রেক্ষিতে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে ৷ মুজফফরপুর পুলিশের তরফ থেকে জারি করা এই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 8 অক্টোবর ফাকুলি ওপি এলাকায় জাতীয় সড়কে একটি পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ খবর পেয়ে স্থানীয় থানার ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় ৷ দুর্ঘটনার পর শরীরের সঙ্গে বাজেভাবে আটকে থাকা অঙ্গ-প্রত্যঙ্গ, জামাকাপড় ইত্যাদি পাশের খালে ফেলে দেওয়া হয় ৷ ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর পুলিশ প্রশাসনের হয়রানির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটি নিয়ে তদন্ত করা হচ্ছে ৷ ভিডিয়োটি সত্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷
আরও পড়ুন : পড়ে রয়েছে 50টি বানরের মৃতদেহ, ছবি ভাইরাল হতেই তদন্ত কমিটি গঠন বনাধিকারিকের