ETV Bharat / bharat

Attack on Doctor: পেটের ক্ষত দেখতে চাওয়ায় চিকিৎসকের মুখে ছুরি চালালেন রোগী !

রোগীর হাতে আক্রান্ত কর্তব্যরত চিকিৎসক (জুনিয়র ডাক্তার) (Attack on Doctor) ৷ সহকর্মীকে বাঁচাতে গিয়ে আহত আরও এক চিকিৎসক ৷ মহারাষ্ট্রের (Maharashtra) যবতমাল (Yavatmal) জেলার শ্রী বসন্তরাও নায়েক গভর্মেন্ট হাসপাতালের (Shri Vasantrao Naik Government Hospital) ঘটনা ৷

Police file FIR against a patient for Attack on Doctor in Yavatmal of Maharashtra
আহত চিকিৎসক ৷
author img

By

Published : Jan 6, 2023, 1:57 PM IST

যবতমাল (মহারাষ্ট্র), 6 জানুয়ারি: এক রোগীর বিরুদ্ধে সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের (জুনিয়র ডাক্তার) উপর হামলা (Attack on Doctor) চালানোর অভিযোগ উঠল ৷ সূত্রের দাবি, অভিযুক্ত রোগী ওই চিকিৎসকের শরীরে ধারাল অস্ত্রের কোপ মারেন ! ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ৷ তার জেরে রীতিমতো শোরগোল পড়ে যায় মহারাষ্ট্রের (Maharashtra) যবতমাল (Yavatmal) জেলার শ্রী বসন্তরাও নায়েক গভর্মেন্ট হাসপাতালে (Shri Vasantrao Naik Government Hospital) ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই রোগীর হাতে একটি ধারাল ছুরি ছিল ৷ হঠাৎই সেটি দিয়ে এক চিকিৎসককের উপর হামলা করেন তিনি ৷ সেই সময় তাঁকে বাঁচাতে এগিয়ে যান আর এক চিকিৎসক ৷ ঘটনায় তিনিও আহত হন ৷

যবতমালের পুলিশ সুপার পবন বনসোদ সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিকে গত বুধবার ওই হাসপাতালের শল্য চিকিৎসা বিভাগে ভর্তি করা হয়েছিল ৷ তাঁরে পেটে আঘাত ছিল ৷ শোনা যাচ্ছে, তিনি নিজেই নিজেকে আঘাত করেছিলেন ৷ সেই আঘাতের চিকিৎসার জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷

আরও পড়ুন: মন্দিরে ধাক্কা প্রশিক্ষণরত বিমানের, পাইলটের মৃত্যু

বৃহস্পতিবার রাত 9টা নাগাদ রোগীদের রুটিন চেকআপ করতে ওই ওয়ার্ডে যান দুই রেসিডেন্ট চিকিৎসক ৷ তখন আচমকাই করে তাঁদের একজনের উপর হামলা চালান ওই রোগী ৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা যায়, অভিযুক্তের হাতে একটি ফল কাটার ছুরি ধরা ছিল ৷ সেটি বাগিয়ে ধরে তিনি দুই চিকিৎসককে প্রশ্ন করেন, তাঁরা ফল খাবেন কিনা ! এর কোনও জবাব না দিয়ে চিকিৎসকরা তাঁকে বলেন, তাঁরা তাঁর পেটের ক্ষত দেখতে এসেছেন ৷ সেটা তাঁদের দেখতে দেওয়া হোক ৷ কিন্তু, ওই রোগী তাতে রাজি হননি ৷

একথা শুনে চিকিৎসকরা সেখান থেকে চলে যান ৷ এরপর অন্য রোগীদের পরীক্ষা করে ফের ওই রোগীর কাছে ফের আসেন তিনি ৷ সেই সময়েই এক চিকিৎসকের মুখ লক্ষ্য করে ছুরি চালিয়ে দেন ওই রোগী ! সেই ছুরি চিকিৎসকের থুতনিতে এসে লাগে ৷ অন্যজনের আঙুল কেটে যায় ৷ তবে, আক্রান্ত দু'জনের কারওরই বড় কোনও আঘাত লাগেনি ৷ ঘটনায় রোগীর বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে ৷ শুরু হয়েছে তদন্ত ৷

যবতমাল (মহারাষ্ট্র), 6 জানুয়ারি: এক রোগীর বিরুদ্ধে সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের (জুনিয়র ডাক্তার) উপর হামলা (Attack on Doctor) চালানোর অভিযোগ উঠল ৷ সূত্রের দাবি, অভিযুক্ত রোগী ওই চিকিৎসকের শরীরে ধারাল অস্ত্রের কোপ মারেন ! ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ৷ তার জেরে রীতিমতো শোরগোল পড়ে যায় মহারাষ্ট্রের (Maharashtra) যবতমাল (Yavatmal) জেলার শ্রী বসন্তরাও নায়েক গভর্মেন্ট হাসপাতালে (Shri Vasantrao Naik Government Hospital) ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই রোগীর হাতে একটি ধারাল ছুরি ছিল ৷ হঠাৎই সেটি দিয়ে এক চিকিৎসককের উপর হামলা করেন তিনি ৷ সেই সময় তাঁকে বাঁচাতে এগিয়ে যান আর এক চিকিৎসক ৷ ঘটনায় তিনিও আহত হন ৷

যবতমালের পুলিশ সুপার পবন বনসোদ সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিকে গত বুধবার ওই হাসপাতালের শল্য চিকিৎসা বিভাগে ভর্তি করা হয়েছিল ৷ তাঁরে পেটে আঘাত ছিল ৷ শোনা যাচ্ছে, তিনি নিজেই নিজেকে আঘাত করেছিলেন ৷ সেই আঘাতের চিকিৎসার জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷

আরও পড়ুন: মন্দিরে ধাক্কা প্রশিক্ষণরত বিমানের, পাইলটের মৃত্যু

বৃহস্পতিবার রাত 9টা নাগাদ রোগীদের রুটিন চেকআপ করতে ওই ওয়ার্ডে যান দুই রেসিডেন্ট চিকিৎসক ৷ তখন আচমকাই করে তাঁদের একজনের উপর হামলা চালান ওই রোগী ৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা যায়, অভিযুক্তের হাতে একটি ফল কাটার ছুরি ধরা ছিল ৷ সেটি বাগিয়ে ধরে তিনি দুই চিকিৎসককে প্রশ্ন করেন, তাঁরা ফল খাবেন কিনা ! এর কোনও জবাব না দিয়ে চিকিৎসকরা তাঁকে বলেন, তাঁরা তাঁর পেটের ক্ষত দেখতে এসেছেন ৷ সেটা তাঁদের দেখতে দেওয়া হোক ৷ কিন্তু, ওই রোগী তাতে রাজি হননি ৷

একথা শুনে চিকিৎসকরা সেখান থেকে চলে যান ৷ এরপর অন্য রোগীদের পরীক্ষা করে ফের ওই রোগীর কাছে ফের আসেন তিনি ৷ সেই সময়েই এক চিকিৎসকের মুখ লক্ষ্য করে ছুরি চালিয়ে দেন ওই রোগী ! সেই ছুরি চিকিৎসকের থুতনিতে এসে লাগে ৷ অন্যজনের আঙুল কেটে যায় ৷ তবে, আক্রান্ত দু'জনের কারওরই বড় কোনও আঘাত লাগেনি ৷ ঘটনায় রোগীর বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে ৷ শুরু হয়েছে তদন্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.