ETV Bharat / bharat

Police Recover Brown Sugar : দুর্গাপুরে ব্রাউন সুগার-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ - police arrests a man from durgapur with 260 grams brown sugar

গোপন সূত্রে খবর পেয়ে কাঁকসার 11 মাইল এলাকা থেকে 260 গ্রাম ব্রাউন সুগার-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ (police arrests a man from durgapur with 260 grams brown sugar)৷

Police recovers Brown Sugar from Durgapur
দুর্গাপুরে ব্রাউন সুগার-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ
author img

By

Published : Dec 8, 2021, 9:47 PM IST

Updated : Jun 28, 2022, 1:15 PM IST

দুর্গাপুর, 7 ডিসেম্বর : গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরের কাঁকসার 11 মাইল এলাকা থেকে 260 গ্রাম ব্রাউন সুগার-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ (police arrests a man from durgapur with 260 grams brown sugar)৷ কাঁকসা থানার পুলিশ মারফত জানানো হয়েছে, ধৃত ব্যক্তির নাম প্রশান্ত রায় ৷ অভিযোগ, দীর্ঘ দিন ধরেই এই এলাকায় ব্রাউন সুগারের ব্যাবসা চালাচ্ছিলেন তিনি ৷ অবশেষে মঙ্গলবার রাতে অভিযুক্তের বাড়িতে অতর্কিতে হানা দেয় পুলিশ ৷

দুর্গাপুরে ব্রাউন সুগার-সহ গ্রেফতার এক

অভিযুক্ত প্রশান্ত রায়ের কাছ থেকে উদ্ধার হয় প্রায় 260 গ্রাম ব্রাউন সুগার ৷ বুধবার পুলিশি হেফাজত চেয়ে আসানসোল জেলা আদালতে তাকে পেশ করে কাঁকসা থানার পুলিশ । পুলিশের অনুমান, ধৃতকে জিজ্ঞাসাবাদের ফলে সামনে আসতে পারে অনেক নতুন তথ্য ৷

আরও পড়ুন : মানব পাচারচক্রের জাল থেকে উদ্ধার 4 নাবালিকা সহ 6, গ্রেফতার 1
আপাতত এই ড্রাগ চক্রের অন্যান্য মাথাদের খুঁজে বের করার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে কাঁকসা থানার পুলিশ ৷ তাঁদের মতে এই কাণ্ডে প্রশান্ত শুধু হিমশৈলের চূড়া মাত্র ৷

দুর্গাপুর, 7 ডিসেম্বর : গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরের কাঁকসার 11 মাইল এলাকা থেকে 260 গ্রাম ব্রাউন সুগার-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ (police arrests a man from durgapur with 260 grams brown sugar)৷ কাঁকসা থানার পুলিশ মারফত জানানো হয়েছে, ধৃত ব্যক্তির নাম প্রশান্ত রায় ৷ অভিযোগ, দীর্ঘ দিন ধরেই এই এলাকায় ব্রাউন সুগারের ব্যাবসা চালাচ্ছিলেন তিনি ৷ অবশেষে মঙ্গলবার রাতে অভিযুক্তের বাড়িতে অতর্কিতে হানা দেয় পুলিশ ৷

দুর্গাপুরে ব্রাউন সুগার-সহ গ্রেফতার এক

অভিযুক্ত প্রশান্ত রায়ের কাছ থেকে উদ্ধার হয় প্রায় 260 গ্রাম ব্রাউন সুগার ৷ বুধবার পুলিশি হেফাজত চেয়ে আসানসোল জেলা আদালতে তাকে পেশ করে কাঁকসা থানার পুলিশ । পুলিশের অনুমান, ধৃতকে জিজ্ঞাসাবাদের ফলে সামনে আসতে পারে অনেক নতুন তথ্য ৷

আরও পড়ুন : মানব পাচারচক্রের জাল থেকে উদ্ধার 4 নাবালিকা সহ 6, গ্রেফতার 1
আপাতত এই ড্রাগ চক্রের অন্যান্য মাথাদের খুঁজে বের করার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে কাঁকসা থানার পুলিশ ৷ তাঁদের মতে এই কাণ্ডে প্রশান্ত শুধু হিমশৈলের চূড়া মাত্র ৷

Last Updated : Jun 28, 2022, 1:15 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.