ETV Bharat / bharat

মায়ের কাছে সদ্যোজাতকে মৃত ঘোষণা করে অন্যত্র বিক্রির অভিযোগ, গ্রেফতার দুই চিকিৎসক - সদ্য়োজাতকে মৃত ঘোষণা

বলরামপুরে নবজাতককে মৃত ঘোষণা করে বিক্রি ঘটনায় দুই চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় কাউন্সিলরের কাছে বিক্রির অভিযোগ ৷ ঘটনার পর থেকে উধাও কাউন্সিলর ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 9:20 PM IST

বলরামপুর (উত্তরপ্রদেশ), 30 নভেম্বর: মায়ের কাছে সদ্য়োজাতকে মৃত বলে, অন্যত্র বিক্রির অভিযোগ হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে ৷ ঘটনায় অভিযুক্ত দুই চিকিৎসককে বুধবার গ্রেফতারও করেছে পুলিশ ৷ পরে সদ্যোজাতকে উদ্ধার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ ৷ উত্তর প্রদেশের পাচপেড়বা থানা এলাকার ঘটনা ৷

গোরা চৌরাহা থানা এলাকার ঝাউয়ার বাসিন্দা জয় জয়রাম ৷ তাঁর স্ত্রী পুষ্পা দেবীকে 29 অক্টোবর পাচপেড়বা থানা এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিলেন প্রসব যন্ত্রণা নিয়ে । সেখানেই শিশুর জন্ম দেন তিনি । নির্দিষ্ট সময়ের পর পুষ্পা দেবীর জ্ঞান ফিরলে চিকিৎসকরা তাঁকে জানান, নবজাতকের মৃত্যু হয়েছে । নির্দিষ্ট সময়ে নিয়ম মেনে ছেড়ে দেওয়া হয় পুষ্পাদেবীকে ৷ প্রথম থেকেই চিকিৎসকদের কথায় মনে সন্দেহ দানা বাঁধে প্রসূতির ৷ তিনি হাসপাতালে ফিরে যান ৷ চিকিৎসকদের কাছে বারবার আরজি জানান তাঁর সন্তানকে ফিরিয়ে দেওয়ার ৷ তিনি কিছুতেই মানতে পারছিলেন না যে তাঁর সন্তানের মৃত্যু হয়েছে ৷ চিকিৎসকদের কথায় সন্দেহ হওয়াতেই তিনি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ ৷

তদন্তে নেমেই পুলিশ জানতে পারে 29 অক্টোবর ওই মহিলা একটি শিশুর জন্ম দেন ৷ পুলিশ জানতে পারে চিকিৎসক আকরাম জামাল ও হিফজুর রহমান পুষ্পাদেবীর চিকিৎসার দায়িত্বে ছিলেন ৷ এরপর পুলিশ অভিযুক্ত দুই চিকিৎসককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ ওই চিকিৎসকরা জানায়, পুষ্পাদেবীকে তারা জানান তাঁর সন্তানের মৃত্যু হয়েছে ৷ অন্যত্র বিক্রি করে দেন ৷ চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করে স্থানীয় কাউন্সিলরের বাড়িতে হানা দেয় পুলিশ ৷ সেখান থেকে শিশুটিকে উদ্ধর করে মায়ের হাতে তুলে দিয়েছে ৷ ঘটনার পর থেকে পলাতক কউন্সিলর ৷ তাঁর খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. মাদক কেনার টাকা নেই, সন্তানদের বিক্রি করে গ্রেফতার বাবা-মা
  2. চার মেয়ের বাবার কাছে 10 হাজার টাকায় শিশু বিক্রি করল চোর ! গ্রেফতার চোর ও বাবা
  3. বাচ্চা বিক্রির খবরে অভাবি মায়ের বাড়ি গিয়ে সাহায্য হরিশ্চন্দ্রপুরের বিডিও-র

বলরামপুর (উত্তরপ্রদেশ), 30 নভেম্বর: মায়ের কাছে সদ্য়োজাতকে মৃত বলে, অন্যত্র বিক্রির অভিযোগ হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে ৷ ঘটনায় অভিযুক্ত দুই চিকিৎসককে বুধবার গ্রেফতারও করেছে পুলিশ ৷ পরে সদ্যোজাতকে উদ্ধার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ ৷ উত্তর প্রদেশের পাচপেড়বা থানা এলাকার ঘটনা ৷

গোরা চৌরাহা থানা এলাকার ঝাউয়ার বাসিন্দা জয় জয়রাম ৷ তাঁর স্ত্রী পুষ্পা দেবীকে 29 অক্টোবর পাচপেড়বা থানা এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিলেন প্রসব যন্ত্রণা নিয়ে । সেখানেই শিশুর জন্ম দেন তিনি । নির্দিষ্ট সময়ের পর পুষ্পা দেবীর জ্ঞান ফিরলে চিকিৎসকরা তাঁকে জানান, নবজাতকের মৃত্যু হয়েছে । নির্দিষ্ট সময়ে নিয়ম মেনে ছেড়ে দেওয়া হয় পুষ্পাদেবীকে ৷ প্রথম থেকেই চিকিৎসকদের কথায় মনে সন্দেহ দানা বাঁধে প্রসূতির ৷ তিনি হাসপাতালে ফিরে যান ৷ চিকিৎসকদের কাছে বারবার আরজি জানান তাঁর সন্তানকে ফিরিয়ে দেওয়ার ৷ তিনি কিছুতেই মানতে পারছিলেন না যে তাঁর সন্তানের মৃত্যু হয়েছে ৷ চিকিৎসকদের কথায় সন্দেহ হওয়াতেই তিনি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ ৷

তদন্তে নেমেই পুলিশ জানতে পারে 29 অক্টোবর ওই মহিলা একটি শিশুর জন্ম দেন ৷ পুলিশ জানতে পারে চিকিৎসক আকরাম জামাল ও হিফজুর রহমান পুষ্পাদেবীর চিকিৎসার দায়িত্বে ছিলেন ৷ এরপর পুলিশ অভিযুক্ত দুই চিকিৎসককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ ওই চিকিৎসকরা জানায়, পুষ্পাদেবীকে তারা জানান তাঁর সন্তানের মৃত্যু হয়েছে ৷ অন্যত্র বিক্রি করে দেন ৷ চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করে স্থানীয় কাউন্সিলরের বাড়িতে হানা দেয় পুলিশ ৷ সেখান থেকে শিশুটিকে উদ্ধর করে মায়ের হাতে তুলে দিয়েছে ৷ ঘটনার পর থেকে পলাতক কউন্সিলর ৷ তাঁর খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. মাদক কেনার টাকা নেই, সন্তানদের বিক্রি করে গ্রেফতার বাবা-মা
  2. চার মেয়ের বাবার কাছে 10 হাজার টাকায় শিশু বিক্রি করল চোর ! গ্রেফতার চোর ও বাবা
  3. বাচ্চা বিক্রির খবরে অভাবি মায়ের বাড়ি গিয়ে সাহায্য হরিশ্চন্দ্রপুরের বিডিও-র
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.