ETV Bharat / bharat

ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের সংশোধনী নিয়ে মোদিকে চিঠি পাওয়ারের - স্টেট কো-অপারেটিভ সোসাইটিস অ্যাক্ট

সম্প্রতি কো-অপারেশন মন্ত্রক তৈরি করে, তার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গতকাল নয়া দিল্লিতে এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রীর ৷ তার পরই ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট নিয়ে এনসিপি প্রধান চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে ৷

এনসিপি প্রধান শরদ পাওয়ার ও প্রধানমন্ত্রী
এনসিপি প্রধান শরদ পাওয়ার ও প্রধানমন্ত্রী
author img

By

Published : Jul 18, 2021, 11:01 AM IST

নয়া দিল্লি, 18 জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এনসিপি নেতা শরদ পাওয়ারের 40 মিনিটের বৈঠক ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে ৷ এদিকে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের (Banking Regulation Act) কিছু অসংগতি এবং তার ফলে আদর্শগত ভাবে তার মধ্যে বৈধ কার্যকারিতার অভাব রয়ে গিয়েছে, জানিয়ে শনিবার প্রধানমন্ত্রীকে একটি চিঠি লেখেন শরদ পাওয়ার ৷

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শরদ পাওয়ারের, নতুন করে জল্পনা

চিঠিতে তিনি জানিয়েছেন, কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিতে (Co-operative banks) আমানতকারীদের (depositors) সুদ রক্ষার্থে এবং কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির পেশাদারিত্ব বাড়িয়ে তাকে আরও শক্তিশালী করতে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট সংশোধন (amendment) করা হয়েছিল ৷ তা সত্ত্বেও, 97তম সাংবিধানিক সংশোধন (97th Constitutional Amendment), স্টেট কো-অপারেটিভ সোসাইটিস অ্যাক্ট (State Co-operative Societies Act) এবং কো-অপারেটিভ নীতির (Co-perative principles) সঙ্গে এর বিরোধ তৈরি হয়েছে ৷

  • I wish to point out certain inconsistencies and the resulting legal inefficacy of normative provisions of the Act that are in conflict most specifically with the 97th Constitutional Amendment, State Co-operative Societies Acts and with the Co-operative Principles. pic.twitter.com/bUGpY2rnTY

    — Sharad Pawar (@PawarSpeaks) July 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি লেখেন, "কো-অপারেটিভ অ্যাক্টের আওতায় ম্যানেজিং ডায়রেক্টরের (Managing Director) নিয়োগ, চেয়ারম্যান নির্বাচন (election), বোর্ড গঠন সংক্রান্ত নানাবিধ শর্তকে এই সংশোধিত অ্যাক্টটি বাতিল (overrules) করতে পারে, ক্যাভিয়েট (Caveat) প্রয়োগ করে ৷" সংশোধিত অ্যাক্টের লক্ষ্য বোর্ড আর ম্যানেজমেন্টকে ত্রুটিবিহীন পথে পরিচালনা করা, আমানতকারীদের সুদ রক্ষা করা ৷ একই সময়ে এটাও নিশ্চিত করা দরকার যে অতিরিক্ত উৎসাহী নিয়ন্ত্রক বিধানের বেদিতে (altar of over-zealous regulation) সংবিধানের কো-অপারেটিভ নীতিকে যেন শূলে চড়ানো না হয়, জানিয়েছেন এনসিপি নেতা ৷

সংসদে বাদল অধিবেশন শুরুর আগে শনিবার নয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতার কথা হয় ৷ সরকারি সূত্র জানা গিয়েছে, শুক্রবার রাজ্যসভার নেতা (Leader of Rajya Sabha) ও কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং প্রবীণ কংগ্রেস নেতা আনন্দ শর্মার সঙ্গে বৈঠক করেন ৷

নয়া দিল্লি, 18 জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এনসিপি নেতা শরদ পাওয়ারের 40 মিনিটের বৈঠক ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে ৷ এদিকে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের (Banking Regulation Act) কিছু অসংগতি এবং তার ফলে আদর্শগত ভাবে তার মধ্যে বৈধ কার্যকারিতার অভাব রয়ে গিয়েছে, জানিয়ে শনিবার প্রধানমন্ত্রীকে একটি চিঠি লেখেন শরদ পাওয়ার ৷

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শরদ পাওয়ারের, নতুন করে জল্পনা

চিঠিতে তিনি জানিয়েছেন, কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিতে (Co-operative banks) আমানতকারীদের (depositors) সুদ রক্ষার্থে এবং কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির পেশাদারিত্ব বাড়িয়ে তাকে আরও শক্তিশালী করতে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট সংশোধন (amendment) করা হয়েছিল ৷ তা সত্ত্বেও, 97তম সাংবিধানিক সংশোধন (97th Constitutional Amendment), স্টেট কো-অপারেটিভ সোসাইটিস অ্যাক্ট (State Co-operative Societies Act) এবং কো-অপারেটিভ নীতির (Co-perative principles) সঙ্গে এর বিরোধ তৈরি হয়েছে ৷

  • I wish to point out certain inconsistencies and the resulting legal inefficacy of normative provisions of the Act that are in conflict most specifically with the 97th Constitutional Amendment, State Co-operative Societies Acts and with the Co-operative Principles. pic.twitter.com/bUGpY2rnTY

    — Sharad Pawar (@PawarSpeaks) July 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি লেখেন, "কো-অপারেটিভ অ্যাক্টের আওতায় ম্যানেজিং ডায়রেক্টরের (Managing Director) নিয়োগ, চেয়ারম্যান নির্বাচন (election), বোর্ড গঠন সংক্রান্ত নানাবিধ শর্তকে এই সংশোধিত অ্যাক্টটি বাতিল (overrules) করতে পারে, ক্যাভিয়েট (Caveat) প্রয়োগ করে ৷" সংশোধিত অ্যাক্টের লক্ষ্য বোর্ড আর ম্যানেজমেন্টকে ত্রুটিবিহীন পথে পরিচালনা করা, আমানতকারীদের সুদ রক্ষা করা ৷ একই সময়ে এটাও নিশ্চিত করা দরকার যে অতিরিক্ত উৎসাহী নিয়ন্ত্রক বিধানের বেদিতে (altar of over-zealous regulation) সংবিধানের কো-অপারেটিভ নীতিকে যেন শূলে চড়ানো না হয়, জানিয়েছেন এনসিপি নেতা ৷

সংসদে বাদল অধিবেশন শুরুর আগে শনিবার নয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতার কথা হয় ৷ সরকারি সূত্র জানা গিয়েছে, শুক্রবার রাজ্যসভার নেতা (Leader of Rajya Sabha) ও কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং প্রবীণ কংগ্রেস নেতা আনন্দ শর্মার সঙ্গে বৈঠক করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.