নয়া দিল্লি, 18 জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এনসিপি নেতা শরদ পাওয়ারের 40 মিনিটের বৈঠক ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে ৷ এদিকে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের (Banking Regulation Act) কিছু অসংগতি এবং তার ফলে আদর্শগত ভাবে তার মধ্যে বৈধ কার্যকারিতার অভাব রয়ে গিয়েছে, জানিয়ে শনিবার প্রধানমন্ত্রীকে একটি চিঠি লেখেন শরদ পাওয়ার ৷
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শরদ পাওয়ারের, নতুন করে জল্পনা
চিঠিতে তিনি জানিয়েছেন, কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিতে (Co-operative banks) আমানতকারীদের (depositors) সুদ রক্ষার্থে এবং কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির পেশাদারিত্ব বাড়িয়ে তাকে আরও শক্তিশালী করতে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট সংশোধন (amendment) করা হয়েছিল ৷ তা সত্ত্বেও, 97তম সাংবিধানিক সংশোধন (97th Constitutional Amendment), স্টেট কো-অপারেটিভ সোসাইটিস অ্যাক্ট (State Co-operative Societies Act) এবং কো-অপারেটিভ নীতির (Co-perative principles) সঙ্গে এর বিরোধ তৈরি হয়েছে ৷
-
I wish to point out certain inconsistencies and the resulting legal inefficacy of normative provisions of the Act that are in conflict most specifically with the 97th Constitutional Amendment, State Co-operative Societies Acts and with the Co-operative Principles. pic.twitter.com/bUGpY2rnTY
— Sharad Pawar (@PawarSpeaks) July 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I wish to point out certain inconsistencies and the resulting legal inefficacy of normative provisions of the Act that are in conflict most specifically with the 97th Constitutional Amendment, State Co-operative Societies Acts and with the Co-operative Principles. pic.twitter.com/bUGpY2rnTY
— Sharad Pawar (@PawarSpeaks) July 17, 2021I wish to point out certain inconsistencies and the resulting legal inefficacy of normative provisions of the Act that are in conflict most specifically with the 97th Constitutional Amendment, State Co-operative Societies Acts and with the Co-operative Principles. pic.twitter.com/bUGpY2rnTY
— Sharad Pawar (@PawarSpeaks) July 17, 2021
তিনি লেখেন, "কো-অপারেটিভ অ্যাক্টের আওতায় ম্যানেজিং ডায়রেক্টরের (Managing Director) নিয়োগ, চেয়ারম্যান নির্বাচন (election), বোর্ড গঠন সংক্রান্ত নানাবিধ শর্তকে এই সংশোধিত অ্যাক্টটি বাতিল (overrules) করতে পারে, ক্যাভিয়েট (Caveat) প্রয়োগ করে ৷" সংশোধিত অ্যাক্টের লক্ষ্য বোর্ড আর ম্যানেজমেন্টকে ত্রুটিবিহীন পথে পরিচালনা করা, আমানতকারীদের সুদ রক্ষা করা ৷ একই সময়ে এটাও নিশ্চিত করা দরকার যে অতিরিক্ত উৎসাহী নিয়ন্ত্রক বিধানের বেদিতে (altar of over-zealous regulation) সংবিধানের কো-অপারেটিভ নীতিকে যেন শূলে চড়ানো না হয়, জানিয়েছেন এনসিপি নেতা ৷
সংসদে বাদল অধিবেশন শুরুর আগে শনিবার নয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতার কথা হয় ৷ সরকারি সূত্র জানা গিয়েছে, শুক্রবার রাজ্যসভার নেতা (Leader of Rajya Sabha) ও কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং প্রবীণ কংগ্রেস নেতা আনন্দ শর্মার সঙ্গে বৈঠক করেন ৷