নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : সাবস্ক্রাইবারের সংখ্যা ১ কোটি ! হ্যাঁ, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে । বিশ্বের তাবড় নেতাদের পিছনে ফেলে তিনি সর্বোচ্চ সংখ্যক সাবস্ক্রাইবার পাওযার রেকর্ড গড়েছেন (PM Narendra Modi YouTube channel subscribers crosses 1 cr) ।
ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো দ্বিতীয় স্থানে রয়েছেন । তাঁর ইউটিউব ভক্তের সংখ্যা 36 লক্ষ । এরপর মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওবরাডোর। যাঁর ইউটিউব চ্যানেল 30.7 লক্ষ মানুষ সাবস্ক্রাইব করেছেন । এই তালিকায় রয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ওয়াইডোডো। তাঁর সাবস্ক্রাইবার 7.03 লক্ষ । কিন্তু, দুনিয়ার সব রাষ্ট্রনেতাদের ইউটিউব চ্যানেলগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে ভারতের প্রধানমন্ত্রী মোদি ।
আরও পড়ুন : PM Modi top global leader : জনপ্রিয়তায় জো বাইডেনকে ছাপিয়ে শীর্ষে মোদি
কংগ্রেস নেতা রাহুল গান্ধির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা লক্ষাধিক । 5.25 লক্ষ মানুষ তাঁর চ্যানেলটির গ্রাহক । কংগ্রেস সাংসদ শশী থারুরের ইউটিউব চ্যানেলের গ্রাহক সংখ্যা 4.39 লক্ষ । এরপরে এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি । তাঁর চ্যানেলের গ্রাহক 3.73 লক্ষ । তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্টালিনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার 2.12 লক্ষ । দিল্লির উপমুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির নেতার মনীশ শিশোদিয়ার গ্রাহক সংখ্যা 1.37 লক্ষ।