ETV Bharat / bharat

India Australia Bilateral Talk : মোদির সঙ্গে বৈঠক অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর, বিপুল বিনিয়োগের সম্ভাবনা - pm narendra modi will talk to scott morrison in bilateral summit

ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে সোমবার (India Australia Bilateral Summit) ৷ ভারতে নয়া বিনিয়োগের ঘোষণা করতে পারে অস্ট্রেলিয়া ৷

India Australia Talk
মোদির সঙ্গে বৈঠক অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
author img

By

Published : Mar 20, 2022, 5:36 PM IST

নয়াদিল্লি, 20 মার্চ : সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন (meeting between Narendra Modi and Scott Morrison) ৷ ভার্চুয়ালি দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এই বৈঠক হবে ৷

সূত্রের খবর, এই বৈঠকে ভারতে বিপুল বিনিয়োগের ঘোষণা করতে পারেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ৷ খনিক্ষেত্রে একাধিক মৌ সাক্ষরিত হতে পারে দুই দেশের মধ্যে ৷ বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা হবে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ৷ অস্ট্রেলিয়া থেকে ভারতের লিথিয়াম ও মেটালিক কোল আমদানি করা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে এই বৈঠকে ৷

  • The India-Australia bilateral summit will be held tomorrow, March 21, post the meeting between PM Modi & Australian PM Scott Morrison.

    Australia to announce an investment of Rs 1,500cr in India in multiple sectors; largest-ever investment by the Australian government in India. pic.twitter.com/NJtSCAlOZg

    — ANI (@ANI) March 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ভারতে 3.2 লক্ষ কোটি টাকার বিনিয়োগ করবে জাপান, ঘোষণা মোদির

ইউক্রেন পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে মোদি ও মরিসনের মধ্যে ৷ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের দাপট রুখতে কোয়াডের ভূমিকা নিয়েও কথা হবে দুই দেশের মধ্যে ৷ ভারত ও অস্ট্রেলিয়া দুই দেশই কোয়াডের সদস্য ৷ এই গোষ্ঠীর অপর দেশ জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা শনিবারই ভারতে এসে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ৷

নয়াদিল্লি, 20 মার্চ : সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন (meeting between Narendra Modi and Scott Morrison) ৷ ভার্চুয়ালি দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এই বৈঠক হবে ৷

সূত্রের খবর, এই বৈঠকে ভারতে বিপুল বিনিয়োগের ঘোষণা করতে পারেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ৷ খনিক্ষেত্রে একাধিক মৌ সাক্ষরিত হতে পারে দুই দেশের মধ্যে ৷ বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা হবে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ৷ অস্ট্রেলিয়া থেকে ভারতের লিথিয়াম ও মেটালিক কোল আমদানি করা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে এই বৈঠকে ৷

  • The India-Australia bilateral summit will be held tomorrow, March 21, post the meeting between PM Modi & Australian PM Scott Morrison.

    Australia to announce an investment of Rs 1,500cr in India in multiple sectors; largest-ever investment by the Australian government in India. pic.twitter.com/NJtSCAlOZg

    — ANI (@ANI) March 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ভারতে 3.2 লক্ষ কোটি টাকার বিনিয়োগ করবে জাপান, ঘোষণা মোদির

ইউক্রেন পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে মোদি ও মরিসনের মধ্যে ৷ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের দাপট রুখতে কোয়াডের ভূমিকা নিয়েও কথা হবে দুই দেশের মধ্যে ৷ ভারত ও অস্ট্রেলিয়া দুই দেশই কোয়াডের সদস্য ৷ এই গোষ্ঠীর অপর দেশ জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা শনিবারই ভারতে এসে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.